নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

প্রেম ও প্রকৃতি / গল্প কথার কল্প কাব্য <><>??

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২



তবু আনন্দ জাগে লিখে লিখে কিছু স্মৃতি

সৃষ্টির মোহনায় ভেসে

অনেক স্বপ্ন হেথা জাল বুনে এসে ।।

শিলাকে আজ লাগছে অনেক সুন্দর , যেন ডানা কাঁটা এক পরী , অদৃশ্য

তুষার রাজ্য থেকে এই মর্ত্যলোকে হটাৎ তার আগমন ।

লাল বেনারশি জড়িয়ে গায় , জুঁই ফুলের মালা পড়ে কুপায়

বাতায়নে একা একা অপলক নয়নে

কিবা রহস্য খুজে ।।

মহা জিজ্ঞাসা অন্তরে ,

সখি আজ তোমাকে ভারী সুন্দর লাগে ' এত ভাল যে ;

নিশুতি রাতে জোছনা ছড়ানো আকাশের মায়াবি চাঁদ হার মেনে

যাবে ।

বৃষ্টির ছন্দের মত তার হাসি কর্ণে লাগে দোলা , গল্পবাজ

সখি গল্প নয় যা সত্য তাই ,

এই দেখ তোমার হাসির ঝংকারে ,একঝাক পাখি দূর দিগন্ত হতে

আসি সুখদ কাননের পত্রালিকায় বসি করিছে অবলোকন , সেই

সাথে হর্ষ ধ্বনি জাগায়ে গাহিল স্তবগান ।।

আরে দুষ্ট , চাপাবাজি ছাড়া এ আর কিছুই নয় "

সখি চাপাবাজ আমি

এই দেখ নদীর তীরে পথিক , বট বৃক্ষের ছায়ে বসে এলিয়ে দেহ ,

শ্রান্ত ক্লান্ত উদাস নেত্র মেলে লভিল কিছু সুখ আর ভাবুক রসিক

তারি জটরে মিশায়ে দেহ খানি তুলিল সুরের ঝংকার ।।

শিলা স্তব্দ হয়ে যায় , সম্মুখ পানে দৃষ্টি প্রসারিত করে রাঙা অধর

খানি তুলে নিমিষে চঞ্চলতায় সুধায় , হে সুখদ যা দেখা মিলে তা

স্বপ্ন নয়ত /

সুখদ এবার আরও এগিয়ে যায় তার পাশে , অনেক অনেক ব্যাবধান যায় কমে ।।

হা সখি স্বপ্ন হতে যাবে কেন ?

শিলা , আমি কি ঘুমে না অদৃশ্য লোকে একটু ছুঁয়ে দাও আমায় ।।

সুখদ আরও নিকটে ভিড়ে , আজ মনে হয় তার বিশাল এভারেস্ট

জয় করার চাইতেও অনেক বেশি কিছু পাওয়া ।

ছুঁয়ে ছুয়ে মন , আবেশে রাঙায়

রাঙা অধরে রবির ঝলক পলকে লুটায়

দুটি মন জয় করে , নিজেরে সাজায় ।।

সখি , এত কাছে এত একা এই প্রথম তোমায় নিলাম কাছে টেনে

রাখিও বিশ্বাস , হৃদয়ে

আজিকায় আঁকা ছবি থাকবে মননে ।।

সুখদ , হে প্রিয় কত লুকুচুরি , কত রাত জাগা তোমার কথা ভেবে ,

ঘুমহিন নয়নে আকুলতা লয়ে

কতনা লগন উদাস এ মন , খুজে পাওয়ার সে বাসনায়

আনমনে জালবুনে গড়েছি স্বপ্ন , অদৃশ্য লোকে সৌধ মালায় ।।

শিলা , চল সুখদ যাই ঐ খানে চলে

যার বাশির সুর মোদের প্রেমে প্রান দিলে ।।

সুখদ , আবারও বট বৃক্ষ্য ছায়ায় দৃষ্টি মেলে চমকায়

শিলা দেখ তো এখন আর কিছু রহস্য ,

সেই পথিক মাথায় তুলে মস্ত এক লাকড়ির আঁটি >>



আর রসিক বাঁশি ওয়ালা

বাঁজায় করুণ এক সুর



গাছে দিল শস্য ফল ও

শান্তির নীড় ছায়ারে

আজি কেন ভাঙ্গি পড়ে

হৃদয় ও শোকাইয়া রে ঐ

ফুলে ফুলে আমোদিত বৃক্ষে

ভ্রমর কত ওড়ে

প্রান বন্ধুয়ার দেখা সেথা

পাইতাম নিত্য ভোরে

এখন দেখি প্রান সখি

আর তাকায় না নজরে প্রান বন্ধুরে



শিলা আর সুখদ পন করে , আবারও শুকনো বটে প্রান দেবে তারা

আবারও বৃক্ষ লতা ফুলে ফলে সাজবে নব বসুন্ধরা ।।

আবার ঝাঁকে ঝাঁকে পাখিরা মেল্বে ডানা , গাইবে গান কত বিচিত্রতায় ।

আবার প্রেম জাগায়ে কত নব অথিতি আনবে সফলতা ভালবাসায় ।।





মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । +++

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , পাইলাম হৃদয়ে সুখ
ভাল লাগায় ভরপুর হোক আনন্দ লোক ।।

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!!!

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু নিয়মিত পাই
ভাল থাকেন তাই

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো হয়েছে

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কবিতা লিখবার সময় নিন্মোক্ত গানখানা শুনছিলেন নাকি ভাইজান? ;)

মাই নেম ইজ শিলা!
শিলা কি জওয়ানি......

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: শিলা সমচার
নাকি ভিম্রতি আসলে আমি নিজেই জানিনা >>

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে পরিবেশ বন্ধু। ব্যাতিক্রমি লাগলো। সুন্দর কবিতার জন্য ধন্যবাদ। :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুখ মিলল পাঠক কবি বন্ধুর সুন্দর বিশ্লেশনে
থাকল শুভেচ্ছা অনেক
ভাল থাকেন সব সময় ।।

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “শিলা আর সুখদ পন করে , আবারও শুকনো বটে প্রান দেবে তারা
আবারও বৃক্ষ লতা ফুলে ফলে সাজবে নব বসুন্ধরা ।।
আবার ঝাঁকে ঝাঁকে পাখিরা মেল্বে ডানা , গাইবে গান কত বিচিত্রতায় ।
আবার প্রেম জাগায়ে কত নব অথিতি আনবে সফলতা ভালবাসায়।”


কবিতার শেষটুকু অনেক ‘পরিবেশ বান্ধব’ হয়েছে :)

কবিতা ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা!

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , অনেক অনেক
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.