![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একটি রোমান্টিক কবিতা ও সুরবিতান
*************
শ্রাবণ ও দিনে তারে পড়ে মনে
********পরিবেশ বন্ধু
শ্রাবন ও দিনে তারে পড়ে মনে
তার প্রিয় মুখ চমকায়
সখি মজে রইলি খেলায় ২
নদীরও বাঁকে
সবুজ কানন চিত্র আঁকে
মোহনীয় শ্রুত দ্বারা বহিয়া যায় ঐ
কভু রুদ্র ছায়ার সঙে
রঙ ধনু উটে রাঙে
নীল ছুঁয়া গগনও আকাশেরও গাঁয় ঐ
ফুটে শাপলা শালুক ঝিলে
মাঠে ফুল ফসল দুলে
ঝাঁকে ঝাঁকে পাখিরা ছুটে দূর অজানায় ঐ
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: কি বুঝাইলা বন্ধু
তোমার ঈদ আড্ডা খান বেশ জমেছিল , একেবারে পুড়াই বিনোদন , ধন্যবাদ কমেন্টে , বুঝলাম সখির জন্য বছরের সব দিনক্ষন বরাদ্ধ রাখা চাই ।।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮
নৈঋত বলেছেন: বাহ বাহ বাহ
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: কে গো সখি বাহ বা দিলে
বন্ধু জেনে নাও
সুন্দর কমেন্টে
শুভেচ্ছা নাও , কবি
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: সবুজ কানন চিত্র আঁকে
মোহনীয় শ্রুত দ্বারা বহিয়া যায় ঐ
কভু রুদ্র ছায়ার সঙে
রঙ ধনু উটে রাঙে
নীল ছুঁয়া গগনও আকাশেরও গাঁয় ঐ
ফুটে শাপলা শালুক ঝিলে
মাঠে ফুল ফসল দুলে
ঝাঁকে ঝাঁকে পাখিরা ছুটে দূর অজানায় ঐ
বানান ভুল, শব্দের অযাচিত প্রয়োগ যেখানে যার দরকার নাই, ছন্দের বিচ্যুতি, আন্ঞ্চলিকতার গুরুচন্ডালী। বুঝলাম না, বাংলা ব্যাকারনে আপনের জ্ঞান দেখি আমার মতোই!
...
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: যেভাবে লিখলে সেভাবে ব্যাকরন না লিখে লিখেছ ব্যাকারন
আর বানান ভুল লিখেছ ভুল ।।
সেইমত , ইমামসাব ভোরে অযু বানাতে পুকুরে গেল অন্যপাড়ে
চুর চুরি করে হাত পা ধৌত করছে , চুর ভাবল ঐ লোকাটি মানে
ইমাম সাব চুর আর ইমাম সাব ভাবল ঐ লোকটি নামাযে আসবে ।।
সূর্য উটতেই পুলিশ দেখে চুর দিল দৌড় আর ইমামসাবকে পুলিশ
দিল ছালাম ।
বন্ধু তাই নয়কি ।।
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০
উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে আপনে নিজে বানান গুলা ঠিক করেন! তাইলে আমি আর কিছু কমু না!
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: সচেতন করার জন্য ধন্যবাদ
প্রমিজ
৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: একটি কবিতা , ভাটি বাংলা
*********
সাগরের ঢেউ ফুটে বিশাল হাওড়ে
গ্রাম গুলি মনে হয় ভাসমান যান
শত শত ভেলায় চড়ে
লোকেরা কাজ করে ,
মৃদু মন্দ বাতাসে জুড়ায় এ মন
ফুটে ভাটি বাংলার মনোরম ছবি
পাহাড় জেগে রয় আকাশ ছুঁয়ে
অনন্তে ভাসে মেঘ বিচিত্রতায়
আঁকে সেই রূপ
কোন এক কবি
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২
খেয়া ঘাট বলেছেন: শ্রাবণ ও দিনে তাকে মনে পড়ে।
আর শ্রাবণ চলে গেলে তাকে আর মনে পড়েনা।
খুব খ্রাপ। খুব খ্রাপ।