![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ব্লগে ১ বছর , আজিকায় শুধুই অভিনন্দন ।।
উপহার প্রিয় রোমান্টিক কবিতা সংকলন
আমাকে ছুঁয়ে দাও
**************
রোমান্টিক কবিতার সংকলন
********************
প্রেম ও প্রকৃতি
*******************
ভ্রমন ও ছন্দ
**************
সনেট ***
****** পরিবেশ বন্ধু কবি
আজ মনে হল জগতের সব আনন্দ এসে
ভিড় জমেছিল অজানায় হৃদ কাননে
বড় আভিমান নিয়ে ভেলায় চড়ে,
হাওয়া খেতে বেরিয়ে ঢাকার রাস্তায়
কত যে চিত্র আঁকা হয় শুধু নয়নে ।
, উল্লাসে মেতেছিল যত তারুন্যর দল
, অবাক চাহিয়া ভাব ভঙ্গিতে নানান মননে
হয়েছিল সাড়া , উল্লাসে কত প্রেমিক যুগল ।।
হাজার স্বপ্নে আঁকা মানুষের ভিড়ে
ছুঁয়ে ছুঁয়ে মন , তবু এ লগন
এঁকেছিল অনিন্দ্য মনোরম ছবি
দৃশ্যপটে যা কিছু রয় , অলক্ষ্য ভরে
স্বাধীন নজরে, চিত্ত মোহিত স্মৃতিভাস্বরে
আনিল কিছু সুখ হৃদয়ে কবি ।।
বিরহ সংগীত
কাব্য , পরিবেশ বন্ধু কবি
*******
আমি তারে ভুইলা কাটাইলাম বেলা
যে ছিল মোর হৃদয় মাঝে
জেগে সারা বেলা
সখি রে আজও কাঁদে পরান খানি
মধুর ডাক ও কর্ণে শুনি
কিসের লাগি হে অভিমানি
হয়না কথা বলা ঐ
সখিরে চিটি ছিল মনের খুরাক
রাত জাগিয়া হইতাম অবাক
আবার স্বপনে আসিয়া বেবাক
করতে কত লিলা ঐ
সখিরে যদি আবার আস ফিরে
বাধব সুখের স্বপন নীড়ে
থাকবে জুড়ে এই অন্তরে
ভাসাই জীবন ভেলা ঐ
সখি সনে দেখা
******** সনেট
পরিবেশ বন্ধু
সেই কথা অজানাই থাক রয়ে পড়ে
যার ছবি বুকে আকা দেখ তা নজরে
আজি যত ইতিহাস হবে মনে আঁকা
সবি বন্ধু জমা রবে সখি জনে দেখা
এত কথা এত সুখ জাগায়ে হৃদয়ে
স্বপ্ন হয়ে রয় সখি বন্ধুর আলয়ে
যদি তারে পাওয়া যায় ভাসিয়া ভাল
প্রেম হবে সার্থক জ্বেলে হৃদয়ে আলো ।।
জেন প্রান বন্ধু ক্ষয়ে গেলে সেই আশা
ধরিবে গুন মনে যাবে মিঠে পিপাসা
স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় মিশে
ভালবাসার জয় ধ্বনি রয় ইতিহাসে
ভাবুকের মনে কত রঙ ছবি আঁকা
কবে জানি হবে মোর সখি সনে দেখা ।।
: ঈদের আনন্দে
**পরিবেশ বন্ধু কবি
বাঁকা চাঁদ নীল আকাশে
ঈদ মোবারক ঈদ আসে
আনন্দ তাই সব হৃদয়ে
ভেদাভেদ ভুলে যাবে এক হয়ে
নব নব উৎসব উল্লাসে ঐ
একে অপরে মহব্বতে
শান্তির বারতায় সাক্ষাতে
কুলাকুলি করবে প্রানে প্রানে মিশে ঐ
ঘরে ঘরে তাই আনন্দ দ্বারা
নতুন জামা গাঁয়ে ঘুরবে পাড়া
খাবে কত ফিরনি সেমাই মজাসে ঐ
রোমান্টিক প্রেমের কবিতা
******************
তারে যদি পাই
***********
মনে যদি লুকিয়ে থাকা
তবে কেন বনে দেখা
সাধ ছিল অনেক দিনের হয়নি সেই চিঠি লেখা
অনেক দিনের স্বপন তরি ভাসিয়ে দিলুম তাই পবনে
ভালবাসার দোয়ার খুলে
মোহের আবেশ দুলে মনে
যাই হারিয়ে ভুলের ভেলায়
মেঘ আকাশে ছড়ায় কনা
দূর দিগন্তে চাঁদের ছায়াও
আমায় দেখায় ভুল ঠিকানা ।
সকল ফেলে তারি ছবি দিবানিশি জাগে বুকে
সেই সে হয়ে মনের রানী এই জীবনের স্বপ্ন আঁকে ।
হে দ্বিচারিণী দিপ্ত আভায়
সুপ্ত রাখ এই না হৃদয়
যখন আসবে ঘনিয়ে বেলা
মিলন শ্রুতে ভরবে আলয় ।
আকাশ থেকে পাওয়া তুষার রাজ্যর দেবি
তার ছুঁয়াতে স্বপ্ন বুনেতাইত আমি কবি
হৃদয় আজও ছুয় গোপনে
জয় করিতে ইচ্ছা পুরন
তারিয়ে আনে ভাললাগা
জালবুনা সেই মধু লগন
: যারে ভাল লাগে / হৃদয়ে সে জাগে
***********
*********পরিবেশ বন্ধু কবি
অনেক অভিমান লয়ে
অনেক অভিযোগ সয়ে
এই তুমি আর ফিরে এলেনা
কেমনে দেই মনে শান্ত্রনা ।।
মায়াবি পৃথিবীতে নব সাজ
শুধু তোমার কথা মনে পড়ে আজ
যদি হারিয়ে যাও অন্যর ভিড়ে
শুন্যতা বাড়বে এই হৃদয় নীড়ে
ভাল থাক খুব বেশি
দূর থেকে তবুও ভাস্বর থাকবে হৃদয়ে ঐ
আশার আলো জ্বালিয়ে
স্বপ্নের বাধ ভাঙিয়ে
চিরচেনা এই সেই মুখ
যার লাগি কাঁদে শুন্যবুক
সব কিছু নিঃস্ব মনে হয়
শুধুই এই বুকে তোমার ছবি রয়
সখি ভালবাসা কারে কয়
জেনেছি সেকথা তোমার প্রেম নিলয়ে ঐ
যাকে নিয়ে
********** সনেট
পরিবেশ বন্ধু
আজ মনে হয় তার সনে হবে দেখা
যার ছবি হৃদয় মাঝে রয় যে আঁকা
স্বপ্নের নীড়ে মায়াবি খুব এসে ভিড়ে
তার লাগি উদাসী মৌ কভু অন্ধকারে
চেনা জানা কত ভাবনারা এসে মিশে
তারে নিয়ে হরেক রঙ ছড়ায় আঁশে
সেই ছবি আজিকা শ্রাবন ও বেলায়
নয়নের জলদ্বারায় মন কে রাঙায় ।।
জানি তুমি সঙ সেজে চিরদিন খেলে
আমারে ভুলায়ে রাখ অভিমান জ্বেলে
লুকুচুরি কর কত পাথায়ে নজর
তুমি ছায়া কায়া হও কাঁটায়ে প্রহর
যদিও এ ভালবাসা মনে আঁকা থাকে
জানিনে হে প্রিয়মুখ সেকি মনে রাখে
*** : বর্ষা
পরিবেশ বন্ধু
বাধ ভাঙ্গা ঢেউ আর জলের কুল ধ্বনি
ভাটি বাংলার এক মনোরম সাজ
গ্রামগুলি মনে হয় ভাসমান তরি
অপরূপ দৃশ্যছবি বর্ষায় আজ ।।
ঢেউ কেটে যান সেথা ভ্রমনে
ছুটে যায় কত তীর্থ যাত্রি দল
বউ ঝিদের অবাধ সাতার কলসি ভাসায়ে জলে
আর হাসগুলি ডাক ছেঁড়ে ছিটায় সে জল ।।
কাদাময় পথ আর নাঙা সে চলা
বর্ষার ভেজা সে প্রকৃতি এঁকে
মন রাঙায় মানুষজন
মেঘ রুদ্দুরের আলো ছায়া মেখে ।।
************** শরতের সুচনা
****পরিবেশ বন্ধু কবি
গুড়ি গুড়ি মেঘ
বহে কভু মৃদু মন্দ হাওয়া
নদীর কুলে ঢেউ এর আঁচড়
মমতা ধুয়ে মাটির কুল খুজে পাওয়া
কাশবনে সাদা রেশমের ঝাড়
বকের ডানায় মিশে একাকার
কৃষাণের চোখে সবুজ ফসলের দোলা
স্বপ্ন আনে জাগে খুশি অন্তরে
মাটে মাটে কলমি লতা আর শাপলার ভেলা
তরুণ তরুণীরা সেথা ছুটে আনিবারে
ছেলেরা ধরে মাছ জাল নদে ফেলে
বালিকার কলসি ভেসে উটে জলে
কভুও কখন ও আকাশে রঙ ধনু সাজে
বিজলি হটাৎ মিলায় মেঘ ভরা সাঝে
দূর পানে চাহিয়া কভু ভাবুকের মন
শরতের চিত্র আঁকে তাই হেরিয়া নয়ন ।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০১
লেখক বলেছেন: জগতে কবি হতে আসিনি
*****************
জগত মাঝে কবি হয়েই জন্মেছি
আমি কবি
এঁকে যাই জগতের দৃশ্য ছবি
আমি পরিবেশ বন্ধু
উপহার দিয়ে যাই অবারিত জ্ঞান সিন্ধু
নব চেতনার বাংলা ভাষায়
ফুল ফুটাই আর আনি জাগরন
সাম্য ও ন্যায়ে আমার মাঝে মিতালি গড়ে
সমাজ নামের এক মস্ত বাধন
সব হৃদয়ে আমি জাগ্রত সুর
নিকটেই থাকি ,পাঠে আর সংস্কৃতির আসরে
সাহিত্য এক কানন এই বাংলায় ।।
আমার বাংলাদেশ
********* এম , জি , আর মাসুদ রানা
তুমি দেখেছ কি ভোরের আলোয়
মেটূ পথের রাঙা ধুলোয়
স্নিগ্ধ সবুজের পল্লী কেশ
এই তো আমার বাংলাদেশ ।।
তৃণলতায় ঝরে শিশির কনা
মাঠে মাঠে সাজে সবুজ সোনা
বনে রয় ফুল , ফলের গুচ্ছ কেশ
এই তো আমার বাংলাদেশ ।।
নদীর তীরে মাঠের পাড়ে
গ্রামবাংলার চিত্র নজর খাঁড়ে
বৃক্ষ শোভিত পত্র পল্লবে অপরূপ বেশ
এই তো আমার বাংলাদেশ ।।
কতই মমতা ঘেরা স্বপ্ন রাশি
পাখিদের গান আর রাখালিয়া বাঁশি
কভু বা ছড়ায় সুরের আবেশ
এই তো আমার বাংলাদেশ ।।
পাহাড় , সাগর , অরন্য ছায়ায়
মনোরম সাজ আর বিচিত্রতায়
রূপে মনোহর তার বর্ণীল কেশ
এই তো আমার বাংলাদেশ ।।
ভাটি বাংলার ছবি
ভাটি বাংলার অসাধারন রূপ
হেরিয়া দুটি নয়ন
অপরূপ রূপের বাহার ,
কাছে টানে বারেবার মন ।
সাগরের ঢেউ যেমন
তেমনি হাওরের জল
গ্রাম খানি মনে হয় ভাসমান যান
বিচিত্রতায় টলমল ।
বাতাসের বেঘ নায়ের পালে
রমনির ওরে এলোকেশী চুল
জেলেরা ধরে মাছ মেধ রোদ্দুরে
সোনালী হাঁসের পালক ভাসে অবিরল ।।
************
অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা
*********
ফেলানির সম্ভম তার প্রমান
আর কত বাঙালী হবে নিগৃহীত
বিলিয়ে জান কোরবান ।
তাই এস আরেকবার গর্জে উটি
মুক্ত বাঁচার স্বাদে
হায় রে বাঙালি ক্ষতের দহনে
স্বাধীনতা শুন্য কাদে ।।
সখি ভালবাসা কারে কয়
************
আজ সব ফেলে মুক্তির বারতায়
এস হে প্রিয় বন্ধু
দূর হোক কালো বিন্দু
আবার জাগিয়ে নতুন সে ক্ষন
হৃদয় ভরে খুজি সুখ সিন্ধু
জ্বালিয়ে প্রদিপ খুলে মনের দোয়ার >>
যত চেনা জানা সব স্মৃতি ভুলে
হৃদয়ের কাছাকাছি অজান্তেই এলে
মান অভিমানে ভরা দুটি আখি
লাজ রাঙা ভয়ে জিইয়ে রাখ ফাঁকি
তবূ জানি মন থাকে অনুক্ষন
সাধ লয়ে লগনে একটু দেখার >>
যত ভ্রান্ত মিথ্যুক ঘুরে অনায়াসে
নিজের থেকেও তারা কত ভালবাসে
আসলে কার ভালবাসা মনে
স্থান দিয়ে রাখ জিইয়ে হৃদ কাননে
যখনি বেলা সুদুরে বহিয়া যায়
ভাসে জানি সেই প্রিয় মুখ ভাললাগার
** রোমান্টিক কবিতা ও সুরবিতান
*************
শ্রাবণ ও দিনে তারে পড়ে মনে
********পরিবেশ বন্ধু
শ্রাবন ও দিনে তারে পড়ে মনে
তার প্রিয় মুখ চমকায়
সখি মজে রইলি খেলায় ২
নদীরও বাঁকে
সবুজ কানন চিত্র আঁকে
মোহনীয় শ্রুত দ্বারা বহিয়া যায় ঐ
কভু রুদ্র ছায়ার সঙে
রঙ ধনু উটে রাঙে
নীল ছুঁয়া গগনও আকাশেরও গাঁয় ঐ
ফুটে শাপলা শালুক ঝিলে
মাঠে ফুল ফসল দুলে
ঝাঁকে ঝাঁকে পাখিরা ছুটে দূর অজানায় ঐ
: রোমান্টিক কবিতা , নারি ও নজর
***************
পরিবেশ বন্ধু
অনেক দূর এসে ফেরার পথ ভুলে গিয়ে
অথিতি হলুম আজ তোমারই দ্বারে
যদি সে অধিকার না পাই
নিশ্চই জেন বেড়া হব , খড় কুটু হব ,
এবং মিশে রব অন্ধকার হয়ে তোমারি ঘরে ।
নরম নিল গালিচায় হব পূর্ণিমা চাঁদ
বসন্তে ভেসে , দূর দিগন্তে ছড়াব কোকিলের সুর
নদীতীরে ঢেউ হব কোন একদিন
ভিজিয়ে দিতে বালুকার স্পর্শ আঁকা চপল পদ
অথবা শিশির ঝরা সবুজ পাতার ভোর
ঘূর্ণি বাতাসে শিষ কেটে যাবে কানে
মুক্ত বাতায়নের কাননও ফুলে সুভাস নিও
সেথা অলক্ষ্য বাজবে কত না রাগিণী
,
যখন উড়বে সাত রাঙা প্রজাপতি
তখনও গুঞ্জনে কান পেতে রাখ , দেখবে প্রিয়
আর নিঃশ্বাসে , সেথা রয় প্রেমময় স্নেহ
বিশ্বাসে সেই যে দ্বারায়ে রয় তোমারই কেহ ।।
****মাসুদ রানা
আজ আকাশে রঙের সাজ /
এভাবে তব কেন দেখালে লাজ
যদি অভিমানি মন ঘোমটা খুলে /
ছুঁয়ে যাবে কিছু সুখ হৃদয় নিলে ।
মন হারাবার এই সে লগণ
উদার করে দেখি সে নয়ন ।
মনে মনে যদি মিতালি আঁক
দৃশ্য ছবি হয়ে নিজেকেই দেখ ।
এক অনন্য মায়াবি রাঙা অধর
এই বেলা করে খেলা তাকায়ে নজর ।।
পরিবেশ বন্ধু
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু খুব সুখি হলাম কমেন্টে
ভাল দিন যাক একেবারে সেই
দিনের মত , যে দিন এনেছিল মনে
আর সব দিনের চাইতে সেরা বার্তা হয়ে ।।
অভিন্দন
২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: বাঘের গায়ে খুজলি উঠছে
বাঘিনী চুলকায়
পরিবেশ বন্ধু আমার হুক্কা হুয়া গায়
আকাশেতে ব্যাঙ উড়ে
পানিতে টিকটিকি
প.ব এর মাথায় তেল করে ঝিকিনিকি!
কবিতা শুইনা ঘুম আসে
ঘুমের মধ্যে ঝুলি
কত বুঝাই মাফ চাই, কই "কোবতে বন করবি?"
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ শিল্প ভাষায়
লোকে বলবে ছাগল
মুঞ্চায় বেশি
বন কাইতে কবি দুঃখে ফেলে জল ।।
বেশ আনন্দ পাইলাম
একেবারে
সেইমত ধইন্না
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
আমার মন বলেছেন: আপনি তো বিখ্যাত লুক আচেন দেকি।
হুমকি দামকি দিয়া সামুরে, আবার বন্দু বানাবেন কেমনে? আপনার বন্দু কেলা জানবার মন্চায়।
যাউগ্গা আমি বদ্দর নোক তআচি তাইজিগাই আরকি... আর ভদ্দর নোকের পরিবেশ বন্দু গাছ। বালু তাকেন।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ
ভাল থাকেন বন্ধু
সব সময়
আর পরিবেশ বন্ধুর কথা মনে হইলে বাড়ীর আঙিনায় একটি
নতুন গাছের ছাড়া লাগিয়ে দিবেন ।
ধন্যবাদ অনেক অনেক +++++++++ +
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১২
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা বন্ধু
দিন যাক ভাল রাখি মুনাজাত
সুন্দর জীবন সুখময় হোক
বাড়ুক তার আবহায়াত ।।
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুরা কমেন্ট করতে ভুলনা
শুভকামনা
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুরা কমেন্ট করতে ভুলনা
শুভকামনা
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুরা কমেন্ট করতে ভুলনা
শুভকামনা
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার হৃদয়
***************
কাব্য ভুমিকা , সহজ সরল ভাষায়
আমার কবিতার স্রিজনি
পাঠকের আনন্দ দেবে কি ?
তবুও আমি সৃষ্টি সুখের মালা গেঁথে যাই
আমার মাতৃভাষায় ।
ভাষার ফুল , গানের সুর
আর মুক্ত জগতের লিলাখেলায় ,
বৈচিত্র্য কাব্য রসে
আমি বর্ণমালার স্রস্টা ।
ক্ষনে , আর জাগরনে , চেতনার বজ্র কণ্ঠসুর
থাকবে ইতিহাসে যুগ যুগান্তরে
সকলের পঠনে , বিদ্যাঅভিধানে
পাঠক হৃদয়ে জানাই অবারিত অভিনন্দন ।
উৎসর্গ , আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্মরণে ।
সব পাঠকের হৃদয়ে ।।
এম , জিল্লুর রহমান মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
জন্মতারিখ , ৬/১০//১৯৭৭ ইং
পিতা * মোঃ দেওয়ান আলী
মাতা * মোছা ঃ শামছুননাহার মাহমুদ ।
গ্রাম, সৈয়দ পুর ।
ইউনিয়ন , বাদশাগঞ্জ ।
উপজেলা , ধরমপাশা সুনামগঞ্জ ।
বিভাগ সিলেট । ঢাকা বাংলাদেশ ।
কাব্য সমালোচনায় "" আলহাজ আল্লামা মুফতি ছদরুল আমিন রেজভি
সম্পাদক , মাসিক আলঈমান ।
প্রধান উপদেষ্টা , তরিকত এক্য বাংলাদেশ ।
পুস্তিকা , লেখক কর্তৃক সর্বস্বতঃ সংরক্ষিত ।
লেখা নকল করা , বা অন্য নামে প্রকাশ
বিশ্ব বুক মার্ক আইনে কঠিন শাস্তির বিধান ।
এছাড়া লেখকের অনলাইনে প্রকাশিত বই এর তালিকা ,
কবিতার বই সংখ্যা ***
******************
সত্যর মুক্তি ,
ফুলেল সুভাস ,
অচেনা ভারি মুখ ,
বাংলার হৃদয় ।
উপন্যাস ***
প্রিয়তার ছায়া
, ভাঙ্গা গড়া এ সমাজ ।
নাটক ***
, দেশ গড়ার সংগ্রাম ।
গিতিকাব্য ***
প্রিয় জেনে নিও
, গ্রামিন লোকজ কথা ।
কাব্য ***
মন মহুয়া ।
গবেষণা গ্রস্থ ***
ইসলাম মানবের মুক্তি ।
*** নুর নবী হযরত এবং আউলিয়া কেরামের হেদায়েত প্রসঙ্গ ।
বাংলার লোকগাথা , ও গ্রামবাংলার গল্প সমগ্র সহ নানা বিষয়ে ।
সম্পাদক *** একুশে ম্যাগাজিন
" উদ্ঘাটন ও সুচেনা বার্তা ।
আহবায়ক সংঘটক
*** কবি সমাজ বাংলাদেশ ।
সংশ্লিষ্ট <>
জাতীর প্রেস ও ইন্টারন্যাট অনলাইন অফলাইন সমন্বয়
কমিটি ।
সবাইকে অনন্ত অভিনন্দন ।। কবি
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫
উদাসী স্বপ্ন বলেছেন:
ছুটোকাল কাটছে তার সবার থাপ্রা খাইয়া
বড় হইয়া তাই তার মাথা যা্য গুলাইয়া
ভাবতো সে ব হুত বড়, বন্ধু কেউকেটা
রাস্তার উপর পোলাপানে লুঙ্গি দিতো টানা
তারপর থিকা স্কুল বন ঘরে বইসা থাকা
কাগজের কাগজ ভইরা উল্টা পাল্টা লেখা
একসময় বাপে ধইরা দিলো এমুন বাড়ি
বাড়ি খাইয়া বিদিক হইয়া চোখে তারার সারি
তারপরে সে হইলো আবার ভন্ড পীরের মুরীদ
আহলে হাদিসের নাম দিয়া শুরু করলো গীত
বয়স তাহার যায় বাড়িয়া করে না কেউ বিয়া
তারপরেই শুরু হইলো কবিতা খালি লিখা
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কথা লিখলায় বন্ধু
আসলে নিজের কথা কি নিজে এভাবে কেউ লেখে , হা হা হা
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
উদাসী স্বপ্ন বলেছেন: ভার্সিটিতে থাকতে প্রচুর র্যাগ দিতাম পোলাপান গো। আমাগো ক্লাশে একজন আছিলো বাসু পাগলা নাম দিছিলাম। তারে টানা ৫ বছর র্যাগ দিছি।হেন কিছু নাই যে করি নাই। ব্লগে আইসা পুরাই আপনেরে হেই টাইপ পাইলাম।
তাই র্যাগ দিতে ভালা লাগতাছে। ব্লগে মেলা মাইনষেরে র্যাগ দিছি। তয় অখন আর আগের মতো পুলাপান র্যাগ দিতে পারে না। ২০০৭-০৮ এর দিকে যেই র্যাগ হইতো বাইচা গেছেন!
হ্যাপী ব্লগীং
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মজার মানুষ তো তা কোন ভার্সিটি থেকে বেরুলেন , আমি বদমাইশ
টি এন ও ডিসিদের জুতা পেটা করার অভ্যাস আছিল ।
কর্মে থাকলে ভাল নয়ত আবাল বাঙালের মত এই দেশে
শান্তি মিল্বেনা ।
ধন্যবাদ সুখি হলাম ।।
জীবন আনন্দময় হোক ।।
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন, কবি।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ দুর্জয়
সুদ্ধ অভিনন্দন থাকল
৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: টিএনও ডিসি....তাতো দেখলামই। মডুগো ধোলাই দেবার জন্য যেমনে আপনে কম্পু ইন্জ্ঙিনিয়ার গো বগল দাবা কইরা ল্যাবে বসায় রাখেন!
এই মাসের বেতন দিতে পারছেন তো?
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: তাত অবশ্যই , আপনি আসলেই মজার মানুষ তা বাংলা একাডেমী আপনার কবতের বই বের করেনি কেন ?
১০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৯
উদাসী স্বপ্ন বলেছেন: কারন আমি স্বঘোষিত কবি না, আমি ইন্জ্ঞিনিয়ার। তাও আবার স্বঘোষিত না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্জ্ঞিনিয়ারিং প্রতিষ্ঠান আর বাইরের রিসার্চ ল্যাব আমাকে সেই সার্টিফায়েড করছে!
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: হা হা হা এতক্ষনে পরিচয় পাইলাম মাশাল্লা , আমার ছোট ভাই
কম্পিউটার ইঞ্জিনিয়ার , আর আমি প্রগ্রামার , সাধারনত সোশ্যাল
কমিনিকেশন এবং সব আন্তঃযোগাযোগ দিকটা সামাল দেই ।
ভাল থাকবেন , শুভকামনা ।।
১১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৫
অর্থনীতিবিদ বলেছেন: একগুচ্ছ কবিতা পাঠ করে আপনাকে এক বছর পূর্তির অভিনন্দন নিবেদন করতে বসেছি কবি। প্রতিনিয়ত আপনি আমাদের তৃষ্ণিত করে তুলেছেন আপনার কবিতাবলীর প্রতি। কামনা করি বেঁচে থাকুন অনাদিকাল যেন পৃথিবীর মানুষ আপনার কবিতাকে উপভোগ করতে পারে সৃষ্টির বিনাশের কাল পর্যন্ত।
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ বন্ধু
শুভকামনা সময়ের জন্য
আগামি দিন হোক মঙ্গলময়
জীবন হয়ে উটুক ধন্য
১২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: প্রগ্রামার , সাধারনত সোশ্যাল
কমিনিকেশন এবং সব আন্তঃযোগাযোগ দিকটা সামাল দেই ।
বুয়েট থিকা এমবিএ করলা কবে চান্দু?
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০
পরিবেশ বন্ধু বলেছেন: হে হে হে ২০০৭এ তা কি অভিপ্রায়
বন্ধু , গোয়েন্দাগিরি
জানা চাই এ যুগের নজরুল আমি
শোষকের সিংহাসন দেখ ধুলুয় খায় গড়াগড়ি ।।
কমেন্টের জন্য ধন্যবাদ
ভাল থাকেন সব সময় ।
১৩| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৩
মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ।
বাপরে, বাম্পার ফলন । পুরা হাইব্রিড !!
এক বছরে ৩৮৩টা পোস্ট । মডু শত্রুতা করে একটা পোস্ট মুছে না দিলে হইত ৩৮৪
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু
শুভেচ্ছা জানাই
দিন কাটুক সুখে
ভাল থাকা চাই
১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা রইল বন্ধু
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্য আমি শুভেচ্ছা জ্ঞাপনে
ভাল থাকা চাই
সুখময় হোক সামনের দিন
ধন্যবাদ তাই ।।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
বর্ষপূর্তির এত্তগুলা ফুলেল অভিনন্দন বন্ধু।
ঈদ মুবারাক ||