![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ব্লগে এক বছর , বন্ধুরা শুদ্ধ অভিনন্দন
হৃদয়ে সবার
কথা কয়ে দাও কিছু উপহার >>
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: ওয়াও খুব মজা পাইলাম
শুভকামনা
২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৪
অর্থনীতিবিদ বলেছেন: ব্লগে এক বছর পূর্তি উপলক্ষ্যে আপনাকে অভিনন্দন জানাই প্রিয় ব্লগার। ছন্দের অদ্ভূত মাদকতা দিয়ে আপনি জয় করেছেন সাহিত্যপ্রেমীদের হৃদয়। নিঃস্বার্থভাবে একের পর এক উপহার দিয়ে গেছেন সুললিত বিস্তারের তরঙ্গমালা। আপনার এই প্রয়াস নশ্বর মানব জীবনে বৈচিত্রময়তার স্বাদ উপভোগে সহায়ক হোক এই কামনা করি সর্বদা।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার সুন্দর কমেন্টের জন্য
সামনের দিন বয়ে যাক ভালো
জীবন হোক সুখময় , আর ফুটুক সাফল্য যত অনন্য ।।
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শুভকামনা!
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ বন্ধু হলেম আনন্দিত
দিন যাক ভাল
জীবনে আসুক সবটুকু সাফল্য
শান্তির বারতায় ফুটুক আলো ।।
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২
আরজু পনি বলেছেন:
বাহ্ ...শুভ বর্ষপূর্তি
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: আপু তোমার স্নেহ তোমার আন্তরিকতা
আমাকে দিয়েছ অনেক প্রেরনা
ভাল থাকা চাই সবসময়
থাকল মমতার এক উজ্জ্বল শান্তি কামনা ।।
৫| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
সঞ্জয় নিপু বলেছেন: শুভকামনা
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ আনন্দিত হলেম
পাইয়া বন্ধুদের আশীর্বাদ
তাই জানাই শুভকামনা
দিন যাক ভালয় , আসুক সাফল্যর সুসংবাদ ।।
৬| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫
আদু চাচা বলেছেন: আপনাকে অনেক.........উসখুশু
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: আদু চাচা আপনার সংকেত আসলে খুবই কঠিন
তবুও ভাল আমাকে স্মরণ
দিন যাক ভালয় ভালয়
শুভঅভিনন্দন ।।
৭| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮
খেয়া ঘাট বলেছেন: বন্ধুগন অভিনন্দর -
আপনাকেও অভিনন্দর।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: সুদ্ধ অভিনন্দনে অনেক খুশি
এই পরিবেশ বন্ধু
খেয়াঘাট রয় পারাবারে পথিক
শুভেচ্ছা তাই সুদ্ধতায় অনেক আলোময় হোক হৃদয় সিন্ধু ।।
৮| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩
খেয়া ঘাট বলেছেন:
ছবিটা হয়েছে সুন্দর,
আপনাকে অভিনন্দর
পরিবেশ বন্ধু নহে বান্দর,
আপনার ফটুকটা খুবই সুন্দর।
শুভেচ্ছা দিলাম সযতনে রাখবেন
মাঝে মাঝে আমাদের ভাববেন
সাহিত্য বেশ লিখবেন
রাগ হলে নেট বন্ধ করে দিবেন
মহাকবি মাইকেল এক ব্লগের কবি ছিলেন
তিনি নাই আজ আপনি আসলেন
ভক্তদের সংখ্যা অনেক,আপনারও তাই
আপনারা ব্লগের শোভা,শুভেচ্ছা জানাই।
১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: খেয়াঘাটের জন্য একটি গান
***********
খেয়াঘাটে রইলাম বন্ধু চাইয়া
ও মনরে
আসবে বন্ধু সুজন নাইয়া
নদীতীরে কুলে কুলে
বাধ ভাঙ্গা ঢেউ দুলে
ঘোমটা দিয়া প্রান সখি যায়রে সামন দিয়া ঐ
তার রাঙা মুখে বিজলি ঝরে
নজর খাঁড়ে এ অন্তরে
যদি মিলে আবার দেখা যাব ধন্য হইয়া ঐ
পরিবেশ বন্ধু কহে
বিরহ বসন্ত বহে
এস সখি সদায় দেখি বেলা গেল বইয়া ঐ
৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
খেয়া ঘাট বলেছেন: আহারে কী সুন্দর গানননননননননননননননন।
যদি শিল্পীর কন্ঠে শুনত পারতাম.......................
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
শুভকামনা
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭
মামুন হতভাগা বলেছেন: হ্যাপি জন্মদিন