![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একজন গবেষকের এর যুক্তি খণ্ডন ।।
*************
এম আর মোহাম্মদ হোচেন আলি বরকত হোসেন লোকমান বলেছেন:
পূর্বে সব ধর্মইতো বিজ্ঞানের বিরোধিতা করতো।
আজ বিজ্ঞানের জয়ে ধর্ম ন্যাংটো হতে চলছে।
ন্যাংটো হওয়ার হাত থেকে বাঁচতে আজ ধর্ম বিজ্ঞানের পিছে ঘুরছে।
আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয় তাহলে দেখা যায় ব্রহ্মাণ্ডের সব কিছু
ধংশ প্রাপ্ত , এমনকি বিজ্ঞান ও কিন্তু আল্লাহর বানী কখনও
ধংশ হবেনা ।।
ধর্ম অর্থ কি ?
যিনি ধার্মিক , যে খোদার প্রেম ভয় এবং তার সমুচিত যাবতীয় কল্যান কে দৃঢ় ভাবে ধারন করে সেই ধার্মিক ।।
আর ধার্মিকের সত্য বিশ্বাস ই ধর্ম ।।
ধর্ম হতে বিজ্ঞানের উৎপত্তি , বিজ্ঞান হতে ধর্ম নয় ।।
যুক্তি খণ্ডন চাই মুক্ত মতামত ।।
সারে ৬ হাজার বছর পূর্বে , জগতে লোকমান হেকিম নামে আল্লাহর একজন অলি বা আম্বিয়া আলাইহেওয়াচ্ছাল্লামের আগমন ঘটেছিল ।।
তার এমন ক্ষুত্রতি গুন ছিল যে , বৃক্ষ তরুলতা তাকে ডেকে বলতেন হে আল্লাহর বন্ধু , আমি অমুক রোগের ঔষধ , রোগ নিরাময়ে আমার পাতার রস রোগীকে খাইয়ে দিলে নিশ্চয় রোগ
সেরে যাবে ।।
কার্যত লোকমান হেকিম আ এর নাম তখন সারা দুনিয়া জুড়ে
হৈচৈ ফেলে দিয়েছিল ।।
আল্লাহর ক্ষুত্রতে লোকমান হেকিম আ ঔষধের প্রভাবে একটি
মানব ক্লোনের জন্ম দেয় যা অন্যান্য মানব এর মতই ।
তখন জগতে দাউদ আ এর রাজত্ত ।
লোকমান হেকিম আ এর এ আবিস্কারে দাউদ আ এর শরীয়তের
আলেম সমাজ তার বিরুদ্ধে দাউদ আ এর নিকট অভিযোগ পেশ
করেন ।।
শরিয়তের বিচারে পিতা পাতা ছাড়া সন্তান জন্ম দেওয়ায় মজলিশ
কমিটি তাকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে ।।
এবং বর্তমান সিরিয়ার একটি বৃহৎ জংগলে তাকে গভীর কুপ খনন করে জিন্দা দাফন করে , দাফনের পূর্বে সবাই তাকে জিজ্ঞাস করে কোন মনোবাঞ্জা আছে কিনা ।
তিনি বললেন আমার মাথায় একটা ঔষধের শিশি স্থাপন করে যেন মাটি চাপা দেওয়া হয় । সবাই তার কথা অনুযায়ী তাকে দাফন করে চলে আসে ।।
শত শত বছর পর হজরত দাউদ আ এর ছেলে হযরত সুলাইমান
আ এর জন্ম হয় । বাদশা ও আল্লাহর নবি হজরত দাউদ আ সপ্নে
দেখতে পায় যে তার ছেলে জন্ম নেয়ার সাথে সাথে যেন তাকে
জঙ্গলে রেখে আসে নয়ত বাচার আশা থাকবেনা ।।
আল্লাহর নবী একটি কাঁচের ঘর তৈরি করে তার ভিতরে শিশু
সুলাইমান আ কে রেখে চলে আসে ।।
জঙ্গলের যত পশু পাখি বৃক্ষ তরু সব এর ভাষা তিনি শিখে নেন ।।
এবং তিনি প্রায়ই জঙ্গলের পশু পাখিদের সাথে তাদের বাসায় আলাপ করতেন । এভাবে তিনিকে বার বছর সেথা রাখা হয় ।।
একদিন শুনতে ফেলেন এক বাজ পাখি চিৎকার দিয়ে বলছে
যে হযরত লোকমান হেকিম আ এই জঙ্গলেই আছে এবং তিনি এখনও জীবিত আছে ।
দাউদ আ এর পর তখতে তাজিমে বসে যুবক সুলাইমান আ এবং
তার লোক লস্কর নিয়ে জঙ্গলে খনন কাজ চালান ।
হটাৎ দেখে টিয়া রঙ্গের একটা পাখি উঁচু একটা গাছে বসে পালক
মেলছে ,
সুলাইমান আ পাখিটাকে জিজ্ঞাসিলেন হে পাখি তুমি কি জান
লোকমান আ এর অস্তিত্ত । পাখি জবাব দিল টিক আমি যেখানে
সেখানেই মাটি খুঁড়লে তাকে পাওয়া যাবে ।।
৩০০ হাত গভির খননের পর তাকে উদ্ধার করা হয় আর আশ্চর্য
বিষয় হল তাকে যেভাবে জিবন্ত কবর দেওয়া হয়েছ্যিল টিক সেভাবেই তাকে জিন্দা পাওয়া যায় ।।
আর সুলাইমান আ তাকে নিয়ে দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে অনেক রহস্যর গুড় তথ্য সংগ্রহ করে ।।
বেশ কিছুদিন পর তার স্বাভাবিক মৃত্যু হলে তাকে শরিয়ত সম্মত
দাফন করা হয় ।। বস্তুত এক শিশি ঔষধ লোকমান আ এর জন্য
শত বছরের আয়ু দিয়েছিল ।।
তার মৃত্যুর মুহূর্তে স্বয়ং আজ্রাইল আ বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল ।। যখন আজাইল আ তার জান কবজ করতে এল , দেখল তার
মত অবিকল ৭০ জন লোকমান হেকিম একই ছুরতে একই ভাবে কালাম পড়ছে ।। আল্লাহকে আজাইল আ বললেন লোকমান হেকিম এখানে অনেক এবং সবারি রূপ এক হে আমার প্রভু আমি কার জান কবজ করব ।।
আল্লাহ বলেন গিয়ে ছালাম দাও এবং যে ছালামের জবাব দেবে
তার জান কবজ কর ।।
বস্তুত তাই ঘটল ।।
এখন বিজ্ঞান এখানে ফেল কিনা ।। সুতরাং বিজ্ঞান ও ধর্ম এক নয় ।। ধর্মে রয় আল্লাহর ক্ষুত্রতি কৌশল আর বিজ্ঞান হল
আবিস্কার ।।
আর আবিস্কার বা রহস্য খুজে মানুষ পৃথিবীর শেষ অবধি তার
কোন কুল পাবেনা ।।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: না সেটা কোরআনের ঘটনা , কোরআনে শুধু রহস্য আর গুঁড়
তথ্য বাস্তব পরিপূর্ণ বিশদ ব্যাক্ষা হাদিসে বর্ণিত ।
ধন্যবাদ পড়ার জন্য ।।
২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: কোরআনের কোন আয়াতে ক্লোনিং এর কথা বলা আছে রেফারেন্স দেন। আয়াত টা বলেন!
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: আয়াত ১২ /১৩
সুরা লোকমান ।।
তবছিরে কবির ও জালালায়ন এর মধ্য ব্যাখ্যা এবং হাদিস সংকলন বায়হকি এর মধ্য বিষদ বিবরন ।
১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: আমি যবুর কিতাবে এ গল্পটি পেয়েছি এবং হাদিস এ এর
কিছু কিছু সত্যতা মিলেছে , ভাল মুফতি মাওলানার নিকট
জানার অনুরুধ থাকল ।।
২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: কোরআন শুধুই রহস্য
আর হাদিসে তার বিষদ বিবরন , একটু যাচাই করে দেখুন
৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৯
উদাসী স্বপ্ন বলেছেন: وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ (12
আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয়, সে তো কেবল নিজ কল্যানের জন্যই কৃতজ্ঞ হয়। আর যে অকৃতজ্ঞ হয়, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ (13
যখন লোকমান উপদেশচ্ছলে তার পুত্রকে বললঃ হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়।
আপনার অর্থটা দেন! দেখি ঐখানে ঐ তালেবর কি অনুবাদ করছে যেইখানে ক্লোনিং পাইছেন! কোরান শরীফ নিয়া টাল্টু ফাল্টু মিথ্যা বলা স হ্য করতে পারি না। কোরআন শরীফের অর্থ যারা বিকৃত করে তারা ইসলামের শত্রু!
১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: হে তালেবর বেশি জ্ঞান মগজে ধারন রাখলে উল্টা পালটা যুক্তি
দাও , কোথায় আমি কোরআনের অর্থ বিকৃত করলাম ।।
আমি তো কোরআন থেকে কোন গল্প লিখিনাই বরং লোকমান
আ এর পরিচয় দিলাম আর এই আয়াতের শানে নুযুল বা ব্যাক্ষা
বিশ্লেশন কি , সেটা জানতে হলে অবশ্যই হাদিস ঘাটতে হবে এবং
ভাল আলেম বা মুফতি মাওলানার নিকট জানতে অনুরুধ থাকল ।।
৪| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬
ফালাক বলেছেন: কোরআন শরীফের অর্থ যারা বিকৃত করে তারা ইসলামের শত্রু!
১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই একমত ।।
৫| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭
পরিবেশ বন্ধু বলেছেন:
বিশেষ সাবধান বানী
****************
সাবধান প্রিয় বন্ধুরা , আমার নিকে বেয়াদবি ও কুরুচি পূর্ণ কমেন্ট
একচেপ্ট করা হয়না , আদবের সাথে সাহিত্যকে সম্মান করা চাই ।।
আমি নোবেল প্রাইজ আশা রাখি
আমার মুল্যায়ন ও গঠন মুলক সমালোচনা করা যুক্তিযুক্তি , ধন্যবাদ ।।
লেখক ।।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: এম আর মোহাম্মদ হোচেন আলি বরকত হোসেন লোকমান বলেছেন:
......
আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয় তাহলে দেখা যায় ব্রহ্মাণ্ডের সব কিছু
ধংশ প্রাপ্ত , এমনকি বিজ্ঞান ও কিন্তু আল্লাহর বানী কখনও
ধংশ হবেনা ।।
সারে ৬ হাজার বছর পূর্বে , জগতে লোকমান হেকিম নামে আল্লাহর একজন অলি বা আম্বিয়া আলাইহেওয়াচ্ছাল্লামের আগমন ঘটেছিল ।।
তার এমন ক্ষুত্রতি গুন ছিল যে , বৃক্ষ তরুলতা তাকে ডেকে বলতেন হে আল্লাহর বন্ধু , আমি অমুক রোগের ঔষধ , রোগ নিরাময়ে আমার পাতার রস রোগীকে খাইয়ে দিলে নিশ্চয় রোগ
সেরে যাবে ।।
কার্যত লোকমান হেকিম আ এর নাম তখন সারা দুনিয়া জুড়ে
হৈচৈ ফেলে দিয়েছিল ।।
আল্লাহর ক্ষুত্রতে লোকমান হেকিম আ ঔষধের প্রভাবে একটি
মানব ক্লোনের জন্ম দেয় যা অন্যান্য মানব এর মতই ।
তখন জগতে দাউদ আ এর রাজত্ত ।
বানান ভুল ধরতে গিয়া ক্লোনিং এর ব্যাপারটা দেখতে গেলাম। ভাইজান কি নিজে আবিষ্কার করছেন?