নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

পরিবেশ বন্ধু লেখক সম্মান সাহিত্য পুরস্কার ঘোষণা এবং পরিবেশ বাচাও আন্দোলন

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

পরিবেশ বন্ধু লেখক সম্মান সাহিত্য পুরস্কার ঘোষণা ২০১৩ ইং /

১৪২০ বাংলা ।।

**********

সেরা লিখিয়ে কবি , সাহিত্যিক , সুরকার এবং সমাজ সেবক কে

এ পুরস্কারের আওতায় আনা হবে ।।

১ম সেরা দশ জনকে দেওয়া হবে দশ টি পরিবেশ বান্ধব ছাড়া গাছ ।

২য় , সেরা ১৪ জন দেওয়া হবে ৮ টি পরিবেশ বান্ধব ছাড়া গাছ ।।

এবং ৩য় সেরা দশ জনকে দেওয়া হবে ২ টি করে ছাড়া ।।

ভাবলেন এটা কেমন পুরষ্কার ।।

সত্য কথা , বৃক্ষ বিধাতার সেরা উপহার ।।

*******************************************

বৃক্ষ এর গুনাগুন

*******পরিবেশ বন্ধু কবি

বৃক্ষ জগতের আদিপ্রান কত তার শোভা ,

দেয় নজরানা মৃত্তিকায় সাজিয়া

ফুলে আর ফলে

পত্রালি সাজে ধরণীরে করে বরণীয়া ।।

মনোরম লাগে , সবুজ কানন

পত্র পল্লবে অপরূপ সাজ

গগনে তুলে উচ্ছ শীর

ফুটে অবয়বে তার অনন্য মোহনীয় কারুকাজ ।।

প্রকৃতি রাঙে , ঘিরে শিখর মৃত্তিকার মহা বন্ধনে

জাগে পাহাড় , নদী তীর , আর রুক্ষ মরুর বুকে

জঙ্গলের মূর্ত ভয়াল ছবি সাজে

নিবিড় শাশ্বত সাগ্নিক সজিবতা এঁকে ।।

ধরণীর যত বিষ বাস্প নেয় শুষে ,

জিবেরে দেয় উপহার বাচার সতত জীবন

মাটি আঁকড়ে টিক রাখে প্রকৃতির ভারসাম্য

দেয় নজরানা শস্য ফলে , মধুর রস প্রান সঞ্চারে

বিধতার আশীর্বাদ হয়ে মানব জিবিকার বাধন ।।

আর মানবের যত বাসস্থান , যত যান বাহন

আর সব সামাজিক বসন , কুশন

বৃক্ষ দেয় আসবাব সামগ্রি , হয় জ্বালানী ,

পথিকের শ্রান্তি দূর করে দেয় তারে ছায়া ,

তার মাঝে রহস্য ফুলে ফুলে মৌ আর পাখির কলতান

জগত জুড়ে যুগে যুগে পরিবেশ বান্ধব

বৃক্ষ জীব বইচিত্রের এক মহাপ্রান মায়া ।।





কি বন্ধুরা আমার সাথে একমত হও ।। এ বিষয়ে মুক্ত মতামত চাই ।। এবং সুন্দরবন কে ভারত কর্তৃক রামপাল মিশন ধংশ যজ্ঞ থেকে বাঁচানোর তাগিদে , পরিবেশ রক্ষায় আসুন সবাই এক্যমত ও প্রতিরোধ গড়ে তুলি ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছাড়া গাছ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.