নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ফাটাফাটি হাসবেন না কিন্তু কইলাম <><>??

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

মজার জুক্সস

***************

দুই বন্ধু হেটে হেটে রাস্তা দিয়ে যাচ্ছে ।

১ম বন্ধু , এই অলিব দেখ তো আল্লাহর কাম , এই যে লতানো লাউ

গাছ ভাবছিস সামান্য লতা আর ফল কত বড় বড় ।।

২য় বন্ধু , তাতে তোর অসুবিধা কি ?

১ম বন্ধু , এই দেখ বিশাল আমগাছ , আর ফল কত ছোট বরং আমগাছে লাউ আর লাউ গাছে আম ধরলে ভাল হত তাইনা ।।

২য় বন্ধু , বেয়াক্কেল কি গাছে ফলে ।

এবার তারা আম গাছের নিচে এসে দ্বারায় , একটা আম ১ম বন্ধুর মাথায় পড়ে ।

১ম বন্ধু , ইস রে আমার মাথাটা গেল আল্লাহ টিক কাজটাই করেছে বন্ধু যদি আমগাছে লাউ হত আর আমার মাথায় পড়ত

তাহলে আমার কি দশাটাই না হত ।।

************

শিক্ষক , এক ছাত্রকে জিজ্ঞাসে , বলত পদ কত প্রকার ও কি কি ??

ছাত্র , দুই প্রকার , আপদ আর বিপদ ।।

**************

শিক্ষক , মমিন একটা উভচর প্রানির নাম বল

ছাত্র , ব্যাঙ

শিক্ষক , সটীক , আরেকটা উভচর প্রাণীর নাম বল ।

ছাত্র , আরেকটা ব্যাঙ ।।

****************

পরিক্ষার হলে এক ছাত্র চিৎকার করে বলল , স্যার উজ্জ্বল নকল

করছে ।

শিক্ষক , উজ্জলের নিকট কিছু না পেয়ে বলল কোথায় ?

ছাত্র , স্যার মাঠের ঐ গরুটার দিকে তাকিয়ে গরুর রচনা লিখছে ।।

**************

ক্রেতা , দোকানদারের নিকট চিনি চাইল ।।

বিক্রেতা , চিনির বস্তার মধ্য লবন লিখে রাখল ।

ক্রেতা , ভাই চিনির বস্তায় আবার লবন লেখা কেন ?

বিক্রেতা , যাহাতে পিপড়া খুজ না পায় সেইজন্য ।।

**************

মঞ্চে নেতা জ্বালাময়ী ভাষণ দিয়ে রাস্তায় দাঁড়ীয়ে

পথিক , এতক্ষন মঞ্চে কি কইলেন সাব

নেতা , তোর মাথা

পথিক , নিজের মাথা রাইখ্যা আবার আমার মাথার কথা বলা

টিক হয়নি ।।

নেতা , কি জ্বালা

পথিক , জী সাব এই মাথায় আইজকা ইরি ধানের জ্বালা লইয়া

ক্ষেতে গেছিলাম ।।

নেতা , সর্বনাশ ।।

পথিক , সব্বনাশের কি দেখলেন অহনু ভাদ্দর মাস আহেনাই

বেল মাথায় পাকনা তাল পড়লে আর মুখ দিয়া মিছা বাইরইতনা ।।

****************











মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: শিক্ষক , মমিন একটা উভচর প্রানির নাম বল
ছাত্র , ব্যাঙ
শিক্ষক , সটীক , আরেকটা উভচর প্রাণীর নাম বল ।
ছাত্র , আরেকটা ব্যাঙ ।। এইটা সবচেয়ে বেশী ভালো লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: হুম , তাই কি ? ধন্যবাদ

২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০০

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ;)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: আমি কোন বেটা আমাকে চিনিস এভাবে হাসতে নাই কইলাম
।। ধন্যবাদ

৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

অর্থনীতিবিদ বলেছেন: শেষেরটি পড়ে চুপি চুপি একটু হাসি না দিয়ে পারলাম না। আশা করি দেখতে পাননি। চমৎকার কিছু হাস্যরস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
শুভরাত্রি

৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

ফাহিম আহমদ বলেছেন: =p~

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: আনন্দ মাঝে মাঝে ভাল মনের প্রশান্তি আনে
ধন্যবাদ

৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B-)) B-)) B-))

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য
+++

৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

প্রিন্স হেক্টর বলেছেন: কবিতাটা সুন্দর হয়েছে। তবে মাঝের দিকে ছন্দে এক্টু এলো মেলো হয়ে গেছে।

এরকম কবিতা আরো চাই। +

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা না কৌতুক , ইদানিং চোখে কম দেখেন চশমা লন ।।
নিকে আসার জন্য ধন্যবাদ

৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭

হেডস্যার বলেছেন:

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: বহুদিন পর এলেন
ধন্যবাদ

৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

মাগুর বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: কবিতাটা সুন্দর হয়েছে। তবে মাঝের দিকে ছন্দে এক্টু এলো মেলো হয়ে গেছে।

এরকম কবিতা আরো চাই। +

প্রিন্স হেক্টর এর সাথে ১০০% সহমত!

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: হুম

৯| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

িটউব লাইট বলেছেন: আঁতেল

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: আঁতেল
সেটা কি ? বন্ধু

১০| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:

আপনার কথা রেখেছি। একটুও হাসি নাই।

তবে এটা বেশ ... ...

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

১১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৬

রহস্যময়ী কন্যা বলেছেন: B-) B-)

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.