নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সময় এবং মানুষের মুল্যবোধ চেতনা ।।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

একটি তাত্ত্বিক আলোচনা

**********************

প্রসঙ্গ সময় গননা এবং দিন ক্ষনের হিসাব ।।

******কুসংস্কার থেকে সব সময় নিজেকে রক্ষা চাই

************** পরিবেশ বন্ধু



কোরআনের তবছিরে আছে , আল্লাহ বলেন হে নবী আপনি কি জানেন আখেরাতের এক মুহূর্ত

আর দুনিয়ার ৫০ হাজার বছর সমান ।।

মানুষ জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে সময় নির্ণয় করতে সক্ষম হয়েছে ।। বিজ্ঞানি গ্যালিলিও পৃথিবীর

সূর্য কে ঘিরে লাটিমের মত ঘূর্ণি আবর্তন নিতি যদি না বের করত তাহলে আমরা আর দিন , মাস , বছর , ঘণ্টার হিসাব পাইতামনা ।।

পৃথিবীর বয়স কত সঠিক কেউ জানেনা । তবুও গবেষক তাত্ত্বিক বিজ্ঞানিদের অনুমান কয়েক

মিলিয়ন বছর ।।

আর মানুষ এল প্রায় ৫০ হাজার বছর আগে ।।

সেই ৫০ হাজার বছর আগের হিসাব কে রাখত ,

আবার আমরা গুনি ২০১৩ সাল , খৃষ্ট পূর্ব বা খৃষ্টানদের নবী ঈশা আ এর জন্ম থেকে এ গননা ।।

প্রশ্ন তার আগের দিন গুলুর হিসাব কে রাখত বা কারা যেমন আমাদের নবী হজরত মোহাম্মদ সা

মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই সময় থেকে আরবি সন গননা করা হয় ।।



তার আগে আরব বিশ্বে কিভাবে সময় ক্ষন বা বছরের হিসাব রাখত ।। এসব সমাধান কে দিয়েছে । মহান আল্লাহ পাক যুগে যুগে নবী রাছুল পাটিয়েছেন এবং কিতাব বা আল্লাহর দিক

নির্দেশ রহস্য উম্মুচন করেছেন , সেই মহারথি দিক নির্দেশ কাণ্ডারি দের ইতিহাস সেই সময় এর ঘটনা বা জীবন চিত্র এখন আমরা কি ভাবে জানি তার প্রমান কোরআন , পৃথিবীর এমন

কোন রহস্য নাই যা কোরআনে বর্ণীত নয় ।

তাই সব কিছুর উপর সৃষ্টিকর্তার সাহায্যই হল মানবের জ্ঞান ভাণ্ডার ।।

তিনি যদি আমাদের কে পশু পাখিদের আকার আকৃতি দিয়ে বানাতেন , আমাদের করার কিছুই

থাকতনা ।

সুতরাং আল্লাহ পাকের সেরা মাখলুকাত বা সৃষ্টি হল মানব , জ্ঞান বিজ্ঞান , ধ্যান ধারনা প্রজ্ঞা ও

মননে মানুষ ধিরে ধিরে আদিম থেকে শুরু করে পৌঁছল এসে এই আজকের ডিজিটাল সভ্যতায়



আসলে আল্লাহর নিকট সময় এর হিসাব বা দিন ক্ষন এর হিসাব বড় নয় । বড় হল বান্দার কর্ম ।। আল্লাহ বলেন ভাল কাজের জন্য বান্দা আমার অতি নিকটে এসে ভিড়বে এবং মন্দ কাজের জন্য দূরে সরে যাবে ।।

আল্লাহর নিকট সব দিন সব মুহূর্ত ই ভাল যদি ভাল মনে থাকা যায় ।।

কেহ বলে তোমরা শনি মঙ্গল বারে কোথাও যেওনা , বা ৫ তারিখ বা ২০ তারিখ বা ২৯ তারিখ

বের হইওনা ক্ষতি হবে , আসলে এসব কুসংস্কার ।।

আল্লাহর নিকট সব সময় সব মুহূর্ত বান্দার আশীর্বাদ যদি সে ভাল মন ও ভাল নিয়াতে নিজেকে

অধিস্টিত থাকে ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

পরিবেশ বন্ধু বলেছেন: মতামত +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.