নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আমি কবি যুগান্তকারি এক সমাজের দিক নির্দেশ ও জাতীয় এক্যমতের আহবান ।। র

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮

** একটি সুন্দর সমাজ গটনে আলোর দিশারী যুগান্তকারি কর্ম পরিকল্পনা *******

আমি সাহিত্য এবং সমাজ সেবামুলক কাজের জন্য শান্তিতে

একজন নোবেল প্রত্যাশী ।। আমি সবার আন্তরিকতা ও দোয়া চাই ।।

******* পরিবেশ বন্ধু কবি





ভিজিট কার্ড

মোঃ জিল্লুর রহমান মাসুদ রানা । বা মাসুদ মিয়া

*কবি *,সংঘটক* , রাসট বিজ্ঞানী ও গবেষক

উপদেষ্টা * বাংলাদেশ সমাজ তান্ত্রিক ছাত্র এক্য পরিষদ

সভাপতি * জাতীয় সাহিত্য সাংস্কৃতিক এক্য পরিষদ ।

সম্পাদক* উদ্ঘাটন বার্তা ।

কার্যালয় * মিরপুর সেনা নিবাস ঢাকা বাংলাদেশ ।

মোবাইল ০১৯৩৮৭৮৮৯৩৩ ।

ইমেইল [email protected]



******************************

মহা পরিচালক ও

সম্পাদকের মতামত ********** *********

****** *** * **

* ************

আর কত দিন শৃঙ্খলিত জনতার চিৎকার শুনব । এদেশে বারবার ক্ষমতার পালা বদল হয় । জনগণের রায়ে সংসদে আসে নেতৃত্ব , পক্ষ বিপক্ষ দল একে অন্যর সমালোচনায় বিভোর থাকে

তারা । মাঝে মধ্য সংসদ বর্জিত হয় । হরতাল হাঙ্গামা রাজপথে জ্বালাও পোড়াও ভাংচুর কত কি ঘটে ।

এসব মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট বাধা । কিছু সংখ্যক ক্ষমতালোভীর জন্য সমাজ কুলুসিত হয় , বাড়ে অনিয়ম , ঘুষ দুর্নীতি সন্ত্রাস বোমাবাজি খুন ধর্ষণ ছিনতাই চুরাচালান ইত্যাদি । স্বাধীনতার ৪২ বছর পরও এজাতি অগ্রসর নয় । সমাজ ব্যধিগ্রস্থ পশু শক্তির করাল গ্রাসে আবদ্ধ জাতী । প্রকাশ্য সংবিধান লঙ্গন , বিচারের নামে প্রহসন ,

ধর্মের নামে জুয়া , শিক্ষাঙ্গনে দালাল দের নৈরাজ্য , প্রকৃত বিদ্যা বিকাশ ব্যহত , যারা লেখক ,কলম সৈনিক, বুদ্ধিজীবী সমস্ত জাতীর পথ প্রদর্শক তাদের সফলতম সৃষ্টিকে দমিয়ে রাখা হয় । , সাহিত্য সংস্কৃতির যারা কাণ্ডারি তাদের উপর হামলা, এখন প্রস্ন সেথা জনগণের অধিকার ও প্রকৃত স্বাধীনতা কি ভুলুন্টিত নয় ।

পশু শক্তি পায়ে ধলার এক্ষনি সময়/ এক হও সবাই ভেংগে বাধা ভয় ।

আল্লাহু সবাইকে সুমতে সুচিন্তায় চলার হেদায়েত ও রহমত দিন ।

****** শুভেচ্ছা বিনিময় **



**** এম, জিল্লুর রহমান মাসুদ মিয়া

** সম্পাদক ,< উদ ঘা ট ন বার্তা >

জেনারেল বার্তা , বাংলাদেশ <>





বানী চিরন্তন ,

যাদের মহৎ স্বপ্ন দুর্বার চেতানায় সাগ্নিক, সম্মুখ বিশ্বকে দেবে আলোকউজ্জ্বল দিশা , মনোরম পরিবেশে সাজিয়ে । শ্রিংখলিত জাতীকে দেবে মুক্তি , পথ নির্দেশ , সমাজের অটুট মেল বন্ধন ।

তারা কারা ? জেনে লই জ্ঞানী গুণী মহতের পরিচয় / জেনে রাখি বিধাতার খাঁটি বান্ধা তারা উত্তম অক্ষয় ।



বাংলাদেশ সুচনা সংস্থা র নির্বাহী পরিষদ

*******************************

সুমতে চল নাগরিক সমাজের সফলতম অগ্রপথিক মহোদয় গনের পরিচয় <>

• মোহাম্মদ জিয়াউদ্দিন মিন্টু প্রফেস্যার সমাজ কল্যান বিভাগ বারহাত্রা কলেজ নেত্রকোনা । অধ্যায়ন ও * গবেষণা । ঢাকা বিশ্ব বিদ্যালয় ।

• প্রধানউপদেষ্টা <>* সূচনা সাহিত্য পরিষদ । সূচনা মাণে সুমতে চল নাগরিক <

• মোঃ শামছুদ্দিন আহমেদ , *অধ্যাপক {অবসরপ্রাপ্ত} বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ । ধরমপাশা ,সুনামগঞ্জ ।

• প্রধান উপদেষ্টা <> দ্রুব তারা সাংস্কৃতিক ঐক্য ।

• কৃষি গবেষক , ডঃ আল্মুতাজার সাদেক সিদ্দিকি , বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় , ময়মনসিংহ , কৃষি ও গবেষণা উনয়ন সংস্থা ।।

* সৈয়দ নাজমুন্নাহার আবেদিন , অধ্যাপক , কবি কাজী নজরুল বিশ্ব বিদ্যালয় , ত্রিশাল , ময়মন সিংহ ।

* কাজী আনোয়ারা বেগম হসাইন , চত্রগ্রাম সাহিত্য একাডেমী ।।

* শাহ মোহাম্মদ আফ্রুজ মুন সিরাজি , গবেষক সাহিত্য একাডেমী রাজশাহী , বিশ্ব বিদ্যালয় ।।

• আল্লামা মোহাম্মদ ছদরুল আমিন রেজভী ছুন্নি আল কাদরি , সম্পাদক * আল ঈমান ।

• প্রধান উপদেষ্টা * <> বাংলাদেশ তরিকত ঐক্য । আরবি বিশ্ববিদ্যালয় শতর শ্রী । নেত্রকোনা । মঞ্জিল রেজভীয়া দরবার শরীফ ।

• মাওলানা মোহাম্মদ আব্দুল মা ণ্ণা ন চৌধুরী রেজভী * দার্শনিক পীর সাহেব ।

• প্রধান * সংঘটক বাংলাদেশ <> আহলে ছূণ্ণাত ওয়াল ঐক্য । দশ ধরি , ধরম পাশা ।

• নূর উদ্দিন আহমেদ , * সভাপতি <>বাংলাদেশ সমাজ তান্ত্রিক ঐক্য ।

• শ ফীঊল আলম বিপ্লব মিয়া , অধ্যায়ন শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , সিলেট বিভাগ । ,* প্রধান ইঞ্জিনিয়ার । সফট ওয়্যার কোম্পানি । মিরপুর সেনানিবাস ১২ ঢাকা ।

• আরও অনেকেই ,,,,,,,,,,,



বাংলাদেশ সুচনা বা সুমতে চল নাগরিক সংস্থার ১২ দফা পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন ।

লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ

** বাংলা সংস্কৃতির এতিহ্য ধারাবাহিকতা বজায় ও সংরক্ষণ ।

** সুশীল সমাজ গঠনে লাইব্রেরী ও বই পড়া কর্ম শালা ।

** সাহিত্য বিষয়ে সৃজনশীল মননে মহা মুনিশিদের জীবন আলেখ্য সভা সেমিনারে উপস্থাপন ও পরবর্তী প্রজন্মের নিকট মেধা বিকাশে সটীক ধারনা জন্মানো ।

** সেবা ও সমাজ কল্যান মুলক কর্ম কাণ্ডে অংশগ্রহন ।

** শিশুদের বিকাশমান মেধা ও মননে উৎসাহ সৃষ্টির লক্ষ্য বিভিন্ন কর্মশালা ।

** দুঃস্থ , প্রতিবন্ধি ,ও নির্যাতিত মানুষের পাশে এগিয়ে আসা এবং জনকল্যান তহবিল গঠন ।

** দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত জাতী গঠনে সব মহলের সংশ্লিষ্ট সহযোগিতায় দৃঢ় প্রত্যয় ও সম্পর্ক উন্নয়ন ।

** শোষণ মুলক সাম্রাজ্যবাদ নীতির গেঁড়াকল থেকে দেশে কে মুক্ত এবং শোষকদের কবল থেকে নির্যাতিত সাধারন প্রজাদের দিক নির্দেশ স্থায়িত্তে উপযুক্ত

আবাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ।

এতিম , অসহায় পথ শিশুদের জন্য সেবার মধ্য দিয়ে উপযুক্ত পরিবেশে উদ্ভুদ্য করা ।

** বৃক্ষ রোপণ , কাজের বিনিময়ে খাদ্য কর্ম সূচি / রক্তদান , স্বাস্থ্য সেবায় নিজেকে সমর্পণ ও যোগাযোগ রাখা ।

** এবং শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত রাখার বাস্তব মুখি পদক্ষেপ গ্রহন ।



তবে এই হোক অঙ্গিকার

দেশ ও দেশের মানুষ হয়ে সব আপন

গড়ে তুলি সাম্য ও ন্যায়ের এক মস্ত বাধন ।

বাস্তবায়নে

আমরা সব বাঙ্গালী । দেশি / বিদেশী ।

বাংলাদেশ সুমতে চল নাগরিক সংস্থা ।

সবার পক্ষ থেকে

জাতীয় এক্যমতের আহবানে

এম জিল্লুর রহমান মাসউদ মিয়া ।

কবি / ও সমাজ সংস্কারক ।

আহবায়ক সংঘটক , কবি সমাজ বাংলাদেশ ।।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫

হাতীর ডিম বলেছেন: আপনার সাথে পরিচিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। লং লিভ পরিবেশ বন্ধু। :-B :-B

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

২| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

অন্য কথা বলেছেন: পরিবেশ বন্ধু "একটি সুন্দর সমাজ গটনে আলোর দিশারী যুগান্তকারি কর্ম পরিকল্পনা" হাতে নিয়েছেন।

তিনি "একজন নোবেল প্রত্যাশী ।। সবার আন্তরিকতা ও দোয়া চাই"ছেন ।

তিনি একজন -

"*কবি *,সংঘটক* , রাসট বিজ্ঞানী ও গবেষক
উপদেষ্টা * বাংলাদেশ সমাজ তান্ত্রিক ছাত্র এক্য পরিষদ
সভাপতি * জাতীয় সাহিত্য সাংস্কৃতিক এক্য পরিষদ ।
সম্পাদক* উদ্ঘাটন বার্তা ।"


তিনি বলেছেন -
"খুন ধর্ষণ ছিনতাই চুরাচালান, প্রকাশ্য সংবিধান লঙ্গন , বিচারের নামে প্রহসন..... এসব মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট বাধা ।"

জাতির কাছে -

"এখন প্রস্ন সেথা জনগণের অধিকার ও প্রকৃত স্বাধীনতা কি ভুলুন্টিত নয় ।"

তার আহ্‌বান -
"পশু শক্তি পায়ে ধলার এক্ষনি সময়/ এক হও সবাই ভেংগে বাধা ভয়।"

তিনি আমাদের জন্য দোয়া করেছেন -
"আল্লাহু সবাইকে সুমতে সুচিন্তায় চলার হেদায়েত ও রহমত দিন।"


সকলে বলেন - আমিন ।

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: সহমত + আমিন
ধন্যবাদ

৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: সুনাম গন্জের সুনাম আপনিই রাখবেন।নোবেল পুরস্কারের উচিত সে যেন নিজে এসে আপনার ঘরের শ্রী বৃদ্ধি করেন।
হে মহান , আপনার জয় হোক।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বব্ধু এ আন্তরিকতায় আমি আজি ধন্য হলুম ।। অনন্ত
শুভকামনা থাকল ।।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: প্রিয় ব্লগার , কবির লেখা বা রচনা , বা থিসিস যেমন সমস্ত পড়ুয়া /শিক্ষার্থীদের জন্য যেমন জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে , তেমনি সাহিত্যিক বা লেখক সমস্ত জাতীর জন্যই সমান সম্মানিত ।।
কারন লেখকের লেখা বিভিন্ন ভাষায় অনুবাদ হয় কিন্তু লেখার
ভাব বস্তু কখনও পরিবর্তন হয়না ।।
তাই শুধু কবিকে নিজ এলাকার মধ্য গন্য না করে সমস্ত বাঙালী এবং সব জাতীর জন্যই প্রতিভার সাফল্য অগ্রগন্য ।
ধন্যবাদ ।

৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:

কমেন্ট পড়ে =p~
কমেন্টের উত্তর পড়ে B:-)

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগেনি মনে হয়
তাই হুম , কোন যুতসই ভাবনা যদি এর চাইতে ভাল হয় তবে
তার কারযকারিতা দেখতে চাই ।।

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২০

আমিই মিসিরআলি বলেছেন: এই মহান কবির সাথে আমি ঐকমত প্রকাশ করছি

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ একমতের জন্য
সাথে শুভেচ্ছা থাকল গন্য

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: এইবার নো বেল আপ্নেরে না দিলে হেতাগ আমি খাইছি , মুতায়া লামু ।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: তাই ইতা কিতা মাতইন
গাও গতর ভালা নি
ধইন্না +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.