নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ঢাকার গন্তব্য ভিড়ের মধ্য নিজেকে দেখি একজন প্রত্যক্ষ দর্শী হিসাবে ।।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৬

যেখানে যেমন

*****************





আজ মনটা ভাল নেই , মিরপুর ১২ থেকে গেলাম ১০ এ পথিমধ্য

পুলিশ রিক্সা আটকে দিল , দিলাম এক ধমক আর কারও রিক্সা না যাক আমার রিক্সা যাবে তবুও বাগ্রা বাধাল , একটা বেনসন ধরিয়ে

রিক্সা ওয়ালাকে বললাম সুজা চল আর থাম্বিনা , এবার আর বাধা

দেয়নি , আমি যেখানেই যাই অসংখ্য টিকটিকি লেগে থাকে । ওরা হয়ত আমাকে এলিয়েন এর মত অদ্ভুত কিছু ভাবে ।।

যাই হোক ১০ থেকে আরেকটি রিক্সায় উটে গেলাম সরাসরি আবহাওয়া অফিসের সামনে ।।

একটা চায়ের দোকানে এসে চা পান করলাম , এক লননা লাল পেড়ে হলুদ শাড়ি পড়ে আমার দিকে তাকিয়ে , ভাবলুম হয়ত পরিচিত। নয়ত বিস্ময় ভেবে বীণ গ্রহের মানুষ হিসাবে অন্য কিছু

ভাবতেই পারে ।।

ও অনেক্ষন আমার নিরবতার সুযোগ নিয়ে দাঁড়ীয়ে

যাই হোক আমি ধিরে ধিরে মহাকাশ গবেষণা ইন্সটিটিউটের

সামনে আসতেই ঐ আশ্চর্য বালিকা আমায় ডাকল , হ্যালো ভাইয়া আমার নাম বিথি , আমি আপনাকে ফেস বুকে দেখেছি

আপনি একজন মস্তবড় কবি , আপনার লেখা আমি নিয়মিত পড়ি ।

এবার আমার টনক নড়ল , আসলেই তো তাই ।।

ভাইয়া আমাকে একটা অটূগ্রাফ দাও না প্লিজ ।।

তার আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম ।।

তার বাড়িয়ে দেইয়া খাতায় আমি লিখলাম

ধন্য হোক তোমার সুন্দর জীবন

এই পৃথিবী হোক সব ভাল র সাথি

আনন্দ ময় হোক স্বপ্নিল ভুবন

মগজে ফুটুক জ্ঞানের বাতি

শুভেচ্ছা জ্ঞাপনে

পরিবেশ বন্ধু ।।

ভাইয়া প্লিজ একটা কবিতা লিখে দাওনা

আমি অনেকটা অবাক হলাম

তার আব্বা এসে আমাকে ছালাম দিল , বাবা এ আমার পাগলি

মেয়ে , বিয়ে অনার্স পড়ে , তার জন্য দোয়া কর ।। আমি বললাম

বোন অনেক দিন বেচে থাক আর কবিতা ফেস বুকে দেখ , ধন্যবাদ ।।

আকাশে সন্ধার আধার আর দেখলাম চাঁদ ছুঁয়ে ওড়ে যাচ্ছে এক

পশলা মেঘ ।।

আমার সময় কম , আবার রিক্সায় চড়ে ফিরে আসি যথাস্থানে ।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: হে মহান কবি আপনাকে হাজারো সালাম,
আমিও আপনার ফটোগ্রাফ ও সরি অটোগ্রাফ নিবো আজ কয়ে রাখলাম।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১২

পরিবেশ বন্ধু বলেছেন: এই কমেন্ট ঐ অটোগ্রাফ
**********
প্রিয় ব্লগার নিয়মিত পাই এজন্য অনেক শুভকামনা
ভাল দিন যাক
সব সময়
জীবন হোক অনেক আনন্দ ময়
শুভেচ্ছান্তে
কবি <><> //

২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

হাসান মাহবুব বলেছেন: কভি আপনার অটুজ্ঞাপ ব্লগে আপ্লুদায় দেন ভক্তেরা দ্দাউনলুদ কব্বে।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ++++++++++++

৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

দুষ্টু ছোড়া বলেছেন: ছা পান করতে এত কষ্ট করে বেনচন টেনে রিকসা উটে ঘোড়ায় আবহাওয়া অপিসের সামনে যান, কিন্তু বিয়ে-এমে পাস ললনাদের অটুগ্রাপ দেন না। আপ্নে তো বড় রিদয়হিন হে...

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: হুম , আসলে মাঝে মধ্য আমাকে এমন বিরম্ভনায় পড়তে হয় ।
যেমন গনজাগরন মঞ্চে দশম দিনে গিয়েছিলাম প্রত্যক্ষ্য দর্শী হিসাবে
হটাৎ দেখি এক টিভি উপস্থাপিকা আমার দিকে তার নোট খাতা
এগিয়ে দিয়ে বলছে প্লিজ কবি সাহেব এটার মধ্য কিছু লিখে দেন ।। আমি অবাক অগ্যতা অটোগ্রাফ দিতেই হল ।।

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ওপবাবা!!

অটোগ্রাফে কি হয়??? মজা আছেনি???

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ রসিক লোক
নিজের খাতায় দস্তখত দিয়ে ভাল কিছু লিখে দেখ ফল পাবে
সাথে সাথে , ধন্যবাদ ।।

৫| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫২

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
কমেন্ট আর কমেন্টের উত্তর পড়ে হাসতে হাসতে মরে গেলাম

মহান কবি ও দার্শনিক পরিবশে বন্ধু, আপনার ঠিকানাটা দিবেন? আপনার অটোগ্রাফ আগে ভাগেই রাখতে চাই।

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: আন্তরিকতায় ধন্যবাদ
শুভকামনা +

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৫

আমিই মিসিরআলি বলেছেন: কবি সাহেব,
আপনার বিনয়ী এবং আন্তরিক ভাবটা ভালো লাগে

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: হুম তাই
জেনে খুশি হলাম
থাকল অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.