![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কে কে কবিতা লিখ , বা সাহিত্য কে ভালবাস
এস কবি আড্ডায় ।।
আড্ডা স্থল কোথায় হলে সুবিধা , মতামত জানাও
আর আমাদের সাধনা হোক মানব প্রেম এবং সেবার এক উজ্জ্বল
দৃষ্টান্ত ।।
যুগে যুগে কবি মানব ও সমাজের দিক নির্দেশ
অন্ধ কুসংস্কার পদধলে
করে অন্যায় যুলুম এর প্রতিরোধে বজ্র আঘাত
গড়ে সুন্দর সমাজ , জ্ঞানগর্ভ আলোর মিছিলে ।।
***********
• কবিতা আলোর মিছিল * এম,জি,র,মাসুদ,রানা
ডাক যে উটে বাক যে ফুটে
লাগলে আলো গাঁয়
নীল খিলানে সবুজ বনে
বেড়িয়ে তোরা আয় ।
সূর্য তরুন সাজাও কানন
মুক্ত হাসি হেসে
আয়রে তোরা এক হয়ে সব
আবার স্বাধীন ভেসে ।
অন্যায় অসত্য পায় ধল
রুদ্ধ দোয়ার খুলে
সাম্যবাদির আওয়াজ তুল
এস আলোর এ মিছিলে ।
সাদা কাল নাই ভেদাভেদ
মিথ্যা কুসংস্কার দাও ছুড়ে
জ্ঞানের প্রদীপ জ্বাল সবে
নিশান ওড়াও নব ভোরে
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ।। কবি <><> //
২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
আড্ডাখানা কোথায়? কবে?
অটোগ্রাফ আনতে হবে!!
২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্তবাদ , সেটা জানিয়ে দেয়া হবে ।।
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
খেয়া ঘাট বলেছেন: mechual social work- এই জিনিসটা কি , হে মহান কবি ।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: সামাজিক ভাল কাজ
ধন্যবাদ
৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল উদ্যোগ !!!
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক দিন পর
নিক দেখার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী পাওয়ারফুল রাইটিং বন্ধু ||