নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

শেরেবাংলা নগরে কিছুক্ষন , যেখানে যেমন

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৬

গিয়েছিলাম শেরেবাংলানগর , সময় বিকেল ৬ , ৩০

স্টেডিয়ামের সামনে একটা জটলা , দিয়ে দেখি এক সিএঞ্জি রিক্সা

এবং অনেক লোক দ্বারীয়ে , বিষয় কি ।

আরে ভাই সিএঞ্জির ব্যাটারি ব্রাস্ট , তা কেন হল ; ভাই বেশি ঘরম

তো তাই ।

কারও ক্ষতি হয়নি তো ।

না , শুধু আমার লুঙ্গি পুইরা গেছে ।।

আমার রিক্সা ওয়ালাকে বললাম সামনে একটা দোকান , এবং বরই

গাছ দেখা যাচ্ছে , এখানেই একটু জীরাই ।।

অনেক ছেলে মেয়েদের দেখলাম রাস্তায় খেলা করছে , একটা ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে আমার পায়ে এল ।

একটা ছোট ছেলে আমার নিকট এসে মুচকি হাসি দিয়ে বলল ,

স্যার খেলবেন , আমি ওকে সাহস দিলাম বেশ বাবু সুন্দর খেলা

একেবারে শাকিব খানের মত ।।

একটা হাসি ছুড়ে বলটা হাত ঘুড়িয়ে ছেড়ে দিল , পড়ল গিয়ে এক

মেম সাহেবের বুকে , ব্যাথায় কুঁচকে রইল কিছুক্ষন আর বাবুটি

বোকা হয়ে ছেয়ে রইল অবাক হয়ে ।।

চা এলে চা পান করে আবার গন্তব্য ছুটা ।।

আসলেই দুনিয়াটা এক আচানক , মুহূর্তে কত ঘটনার যে

জন্ম হয় তার খবর কে রাখে ।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

খেয়া ঘাট বলেছেন: আসলেই দুনিয়াটা এক আচানক , মুহূর্তে কত ঘটনার যে
জন্ম হয় তার খবর কে রাখে - সেটাই।

আপনার ছবি দিয়ে আর পোস্ট করেন না কেন। সবাই মহান কবিকে চিনতেপারতো।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

মোমেরমানুষ৭১ বলেছেন: পরিবেশ ভাই ভাল আছেন? আপনার কবিতা লিখা হচ্ছে তো

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: চলবে , ধন্যবাদ

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৭

হাতীর ডিম বলেছেন: আপনার মত বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ। আপনার লেখা পড়লে চোখে পানি চলে আসে।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , বেশ খুশি হলাম

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: দ্বারীয়ে মানে জানতে চাই সুমহান কবিভর !

২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: হা ,হা,হা দাড়িয়ে মানে এয়ে আর কি
ধন্যবাদ কমেন্টে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.