![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আলোক বার্তা
*******
কোন আলো লাগল মনে দিপ্ত ক্ষনে
ঐ নয়নে
এ আলো ভয়ংকরে তারায় তারায় জ্বলে নিশি জাগরনে ।।
তুফান তুলে ব্জ্রানলে ক্ষিপ্ত হয়ে ঐ দরিয়ায়
ধুম্রজালে নিল সিমানায়
ধরণীর বক্ষ ফেটে অগ্নিলাভায় বিস্ফোরণে ।।
দশ দিগন্তের প্রান্ত ছুঁয়ে
রহস্য লোক দিগ্বিজয়ে ,
মহাশুন্য প্রলয় ভেরি নব নব বার্তা আনে অনুক্ষনে ।।
মোহন বাঁশি
************
আমারও প্রানের ও বাশির ও রাগিণী
কে বাজাল হায়
মোহন ও মায়ায়
সুরে সুরে তারে চিনি ।।
নব নব চেতনা জ্বেলে
হৃদয় কাননও খুলে
কে গো হায় অজানায় ফুটাও মোর ও ধ্বনি ।।
নিরব গহনে অনুক্ষনে
দেখিবার ছায়া হও দুনয়নে
ভাবুক সাজে মন এ ভুবন হয় আপন তব জানি ।।
বাঁশিরও রোধন ও চিৎকারে
প্রাচীরও কারাগারে , অন্ধকারে
প্রতিনিয়ত টুটিবারে দেয় যাতনা সঞ্চিত লয়ে কত গ্লানি ।।
পত্র ।।
অনেক অজানা রহস্য
মাঝে মাঝে জানান দেয় মনে
কিছু স্মৃতি আধারে ডেকে যায়
আর কিছু থাকে স্মরণে
যদি আসিবারে ফিরে
দেখার যে নেই শেষ
নজরে কার ছবি এসে তব ভিড়ে
এঁকে রাখি তাই হৃদয়ে বেশ ।।
বুকের যত সঞ্চিত কথা
শুধু প্রিয় বন্ধুকেই বলা যায়
আশার প্রদীপ জ্বেলে
কিছু সুখ মিলে তার ঠিকানায় ।।
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: আত্মা + অধিক
আত্মার চাইতে নিকটে , নিজ আত্মার অধিক নিকটে একমাত্র
আল্লাহ ।।
ধন্যবাদ ।।
২| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: পরিবেশ।আপনি শিরোনামে এই রকম শব্দ ব্যবহার করলে দেখবেন আপনার পোস্ট প্রথম পাতায় আসবে না তখন কি করবেন? আত্মা + অধিক= আত্মাধিক হতে পারে আত্তাধিক হয় কিভাবে? এমন ব্যকরণ কোথাও পাইনি।
প্রানের, বাশির, রোধন,দিপ্ত ক্ষনে ,সিমানায় এতো টাইপো না থাকলে কত সুন্দর হত!
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার অর্থ বুঝে মন্তব্য নিষ্প্রয়োজন ।। আর মামুনের কমেন্ট
আত্তাধিক শব্দটি সে আমার চাইতেও বেশিভাল জানে
সুতরাং মন্তব্য শব্দ ভেদে এল না রহস্য ভেদে বুঝতে হবে , এক জনের লেখার ভাব বস্তু অন্যজন জানবে কি করে ।।
নিকে আসার জন্য ধন্যবাদ
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৫
মামুন রশিদ বলেছেন: হুম, বন্ধু মনে হয় 'আধ্যাত্মিক' বুঝাতে চেয়েছেন ।
আপনি নিজেই একজন আধ্যাত্মিক পুরুষ । আমার ব্লগে গিয়ে একটা ফু দিয়ে আসবেন, সেলিব্রেটি হয়ে যাব নিশ্চিত ।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
শুভঅভিনন্দন +
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬
মামুন রশিদ বলেছেন: ডিকশনারি ঘেটে "আত্তাধিক" শব্দের অর্থ খুজে পেলাম না
এটা কোন ভাষার শব্দ ?? নাকি বাংলাভাষায় নতুন আবিষ্কার ??