![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু স্মরণে তার জান্নাতি আত্মায় গভীর শ্রদ্ধা ।।
****************** কবিগনের মর্যাদা আল্লাহ ও রাছুলের পক্ষ থেকে মানবের তরে হেদায়েত
কবি সাহিত্যিক গন এর আধ্যাত্মিক মর্যাদা ।
*************************
একজন কবি দার্শনিক , সমাজ বিজ্ঞানি , রাস্টের পথ প্রদর্শক এবং
সমাজ সংস্কারক বহুমুখি প্রতিভার অধিকারি ।
একজন পরিপূর্ণ প্রতিভাবান লেখক সাহিত্যিক সমস্ত জাতীর দিক
নির্দেশক ।
সাহিত্যর বিচার খুব শক্ত এবং সুক্ষ নির্ভুল ।
এ হিসাবে আল্লাহর কোরআন এবং রাছুল সা এর বানি সমুহ কে
প্রকৃত প্রতিভা যশা সাহিত্যিকেরা সম্মান মোতাবেক অনুসরন এবং প্রাধান্য দিয়ে থাকে ।
কোরআনের ১১৪ টি সুরার মধ্য একটি সুরার নাম কবিগন ।
ইসলামের সুরা সমূহ অনেকাংশে কবিতা আকারে রচিত ।
যেমন কুলহুয়াল্লাহু আহাদ
আল্লাহুসচছামাদ
লামিইয়ালিদ ওয়ালাম ইউলাদ
অয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ।
রাছুল সা কবিগন কে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন ।
বেশ কয়েক জন উল্লেখ যোগ্য সাহাবায়ে কেরাম কবিতা রচনা
করতেন । এর মধ্য বাল্যবন্ধু এবং নবীজীর ১ম খেলাফত প্রাপ্ত
সাহাবা হযরত আবুবকর রা ছিলেন অন্যতম । হজরত আলী কাররামুল্লা অয়াজহু এবং তদিয় পুত্র ইমাম হসাইন রা আ ও কবি ছিলেন ।
পরে ইবনে সাদ রা , সালমান তায়েমি রা , এবং খাত্তাব ইবনে যুবায়ের রা ইসলামের পক্ষে কবিতা রছনা করে হাজার হাজার
বেদিন কে নবীজীর নিকটে হেদায়েত সাহায্য করেছিলেন ।
পরে তাবেয়িন , তাবেতাবেয়িন যুগেও কবিগন ইসলাম সমৃদ্ধ করেছিলেন এর মধ্য প্রধান ছিল ইমামে আযম আবু হানিফা রা ।
ইবনে মাসউদ রাজি রা ,
পরে আউলিয়া কেরামগনের যুগ আসে
অলিকুল শিরমনি শাহ সুলতান সৈয়দ বড় পীর আব্দুল কাঁদির জিলানী রা ও কবিতা লিখতেন ।
বায়েজিদ বোস্তাম রা ও কবিতা লিখতেন ,
এমনকি ইসলামের জিন্দা রত্ন , ভারত বাংলার ইসলামের প্রান সঞ্চার মহতি আধ্যাত্মিক সাধক , আউলিয়া প্রধান হযরত শাহ
জালাল ইয়েমেনি রা আ ও কবিতা লিখতেন ।
আরও পরে বহু মুসলিম কবিগন ইসলামের পক্ষে কবিতা লিখে
আল্লাহ ও রাছুল সা এর প্রতি হামদ নাত ও শের কিয়াস রচনা করেন ।
যেমন , আল্লামা কবি মাওলানা রুমি রা , আল্লামা ইকবাল , শেখ
সাদি রা , এবং বাংলাদেশে ,শাহ মোহাম্মদ ছগির , মীর মশাররফ হোসেন , গোলাম মস্তুফা , ও কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ মুসলিম কবিগনের ভুমিকাও উল্লেখযোগ্য ইসলামী জাহানে
মুমিনদের শিক্ষা দিক্ষায় প্রশংসার দাবিদার ।
আল্লাহ বলেন
আল্লাজি আল্লামা বিল কালাম
আমি কলমের মাধ্যমে তোমাদের কে শিক্ষা দিয়াছি
কোরআন সুরা আলাক আয়াত ৩
নবীজী বলেন , বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতে
পবিত্র , মুসলিম ও আবুদাউদ শরিফ ।
কবি ও একজন আধ্যাত্মিক সাধক বা আউলিয়া কেরাম ।
***************
এস তবে জ্ঞানের প্রদীপ জ্বালি খোদার রহমতে
যার ক্ষুত্রতের শেষ সিমা নেই ব্রহ্মাণ্ড এ জগতে
তারি নিকট জ্ঞান গুনের রত্ন ভাণ্ডার কত রয়
এ দান যার মগজে আসে সেই জগতে ধন্য হয় ।
কবি কহে হে দয়াময় দাও সে জ্ঞান কল্যাণে
মানব মুক্তির দিক চিনাও আজ সত্য মহৎ সন্ধানে
পথহারা সব চিনতে তোমায় ভুল করে রয় আধারে
দাও জ্বালিয়ে জ্ঞান প্রদীপ ভাঙতে ভান্তি বাধা রে
সেই সে পথের অভিযাত্রী কর হে দয়াময়
যে পথ শত পুন্য ভরা যারা তোমার প্রিয় হয় ।
কবি আল্লামা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি
সৈয়দ পুর , বাদশাগঞ্জ , ধরমপাশা
বাসা ঢাকা মিরপুর ,
©somewhere in net ltd.