![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একটি চিঠি এবং একটি কৌতুক ।।
অনেক অজানা রহস্য
মাঝে মাঝে জানান দেয় মনে
কিছু স্মৃতি আধারে ডেকে যায়
আর কিছু থাকে স্মরণে
যদি আসিবারে ফিরে
দেখার যে নেই শেষ
নজরে কার ছবি এসে তব ভিড়ে
এঁকে রাখি তাই হৃদয়ে বেশ ।।
বুকের যত সঞ্চিত কথা
শুধু প্রিয় বন্ধুকেই বলা যায়
আশার প্রদীপ জ্বেলে
কিছু সুখ মিলে তার ঠিকানায় ।।
নানা , নাতি এদিকে আয় তো
নাতি , কেন ?
নানা , ঘোড়ার ডিম
নাতি , ঘোড়া আবার ডিম দেয় সেটা তো জানিনা ।।
নানা , বলদ ।
নাতি , বলদ ও ডিম দেয় , হা হা হা
নানা , গাঁধা
নাতি , গাধাও ডিম দেয় তাই তো বড় নানা একদিন তোমাকেই
গাধা বলেছিল ।।
খবর দার গালি দিয়েন না , সেটা উল্টো কাজ করে এবং বন্ধুত্বের
মাঝে দেয়াল তৈরি করে ।। শুভকামনা ।।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: অন্যায়ের শৃঙ্খল ভেঙ্গে দাও ।
ফেলানি হত্যার বিচার ।।
*****পরিবেশ বন্ধু
তাজা খুন , নবারুণ বালিকার সম্ভ্রম
পিঁয়ে নেয় শ্বাপদেরা শকুনের দৃষ্টি
মানবতা বলি হয় , পিচাশের নগ্ন খড়গে
ফেলানির মত জান , কুরবান কাঁপে রোষে সৃষ্টি ,
হাহাকার ধ্বনি আজও সিমান্তের দেয়ালে
কাঁটাতার এ শোণিতের দাগ লাগে চক্ষু অক্ষি কূটরে
যৌবনের মেহেদি সাজ পড়ে রক্তে
ঝুলে থাকে বালিকা মৃত্যুর বাসরে ।।
কাল এ অধ্যায় করে পিছাশ রচনা
বানায় আরও পর্যটন দেখাবে কুকীর্তি
মানবতা লিন হয় , অন্যায় সুপ্ত রয়
আজ দেখি বিচারক প্রহসনে বসে করে মহা ফুর্তি ।।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভুখা নাঙ্গা
***************পরিবেশ বন্ধু
ভুখানাঙ্গা মানুষ অভাব যত রয়
সাধ জাগে নিত্য খেতে
আশা হত হয়ে প্রাতে
বেগার খাটার জন্য আবার পথে নামাতে হয় ।।
নাই শরীরে দামি কাপড়
নাই বিছানা খাট
মেঝে থাকা সেথায় রয় ধুলি বালির হাট
ভাঙ্গা বেড়া বৃষ্টি পড়ে নড়ে বড়ে ঘর ।।
চাল আনতে নুন পুরায় , তবুও না পায় ভয়
আধার এর সাথে তার বসবাস
মশায় খায় , ওরসে খায় তারে বারমাস
তবুও সুখি কেটে খায় সারাটি বেলা করে দেহ ক্ষয় ।।