নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সত্য ইতিহাস এবং জাতীয় একতার আহবান ।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৬

ক্ষমতা নয় মানবতার চোখে দেশ গড়া জাতীয় ঐক্য স্থাপনে সবার

একতা চাই ।।

*************

প্রিয় দেশবাসী ও বন্ধুগণ

**************

আমি সত্য কিছু অপ্রিয় কথা জানাব , যা আজকের জন্য এবং ভবিষ্যৎ বাঙালি প্রজন্মের জন্য

সটিক ইতিহাস ।।

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি মুসলিম বাহিনী লয়ে ১ম ভারত সাম্রাজ্য বিজয় করে

স্বাধীন ভাবে ইসলামের পতাকা ওড়ায় ।

তারও বহুদিন আগে আউলিয়া শিরোমণি হজরত শাহজালাল রা বহুসংখ্যাক সাহাবি লয়ে হিন্দু রাজা গৌড় গুবিন্দ কে

পরাজিত করে বাংলাদেশ ও ভারতে ইসলামের পতাকা ওড়ায় ।।

তাদের নীতি ও আদর্শ এত টুকু প্রবল ছিল যে বিধর্মী হিন্দুগন আপনা তেই এসে কাল্মা পড়ে

মুসলমান হয়ে যায় ।।

সেই যুগ থেকে অধ্যবধি পর্যন্ত মুসলমান শাষকগন , স্বাধীন ভাবে ন্যায় নিষ্ঠা এবং ইসলামী

আদর্শে গড়ে তুলে গেছেন সমাজ ও ধর্ম ।।

আজও ভারত বর্ষ মোগল সাম্রাজ্য অধিপতি গন এর শাষন এবং সমাজ ব্যাবস্থায় ইসলামের

সুরক্ষিত নানা ইতিহাস , ঐতিহ্য খুবই স্পষ্ট ।।

এমন কি বাংলার স্বাধীন নবাব গনের ইতিহাস ঐতিহ্য মুসলমান দের ধর্মীয় যে ভাবগাম্ভীর্য

অতিব রক্ষণশীল ।

মুসলিম অধিপতি গন বহু মসজিদ , কানকা এবং মাত্রাসা তৈরি করে গেছেন শিক্ষা প্রসারের

জন্য ।

আর তখনকার সামাজিক জীবন ব্যবস্থা এবং মানুষের সুখ স্বাস্থ্য ছিল অত্যান্ত ভাল ।

ছিল সামাজিক ভাবে সবারই সমাজে সমান মর্যাদা । এবং রাস্টিয় বিচার ব্যাবস্থাপনা ও সামাজিক রিতিনিতি ছিল অত্যান্ত সুরক্ষিত ।।

এবার আসি বর্তমান যুগে , সেই সুন্দর সুরক্ষিত সমাজ বার বার ভেঙ্গে খান খান হয়েগেল বেঈমান মীরজাফর দের জন্য ।।

আর বেঈমান মীরজাফর রা লুকায়িত থাকে ভাল সমাজের মধ্য ।।

এরপরের ইতিহাস আমাদের স্পষ্ট , আমাদের দেশ শাষন করে ইংরেজ রা , অলন্দাজ , ব্রিটিশ

সহ বিশ্বের নানা জাতী ।।

ধীরে ধীরে অবহেলিত বঞ্চিত মানুষ লুকিয়ে লুকিয়ে এক হতে থাকে , শুরু করে প্রতিরোধ ।।

আর যালিমদের সামনে পড়লেই হিংস্র কাল থাবায় এদের প্রতিহত করা হয় ।।

তবুও লাঞ্চিত মজদুর রা দমে যায়নি , এই বাংলার বীর সন্তানেরা বারবার রুখে দ্বারায় অন্যায়

অবিচার এবং যুলুমের বিরুদ্ধে , এর মধ্য প্রধান প্রধান নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্য ঈশা খান , তিতুমির , হাজী শরিয়ত উল্লাহ , ও মজনু শাহ মস্তানা তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা ।

সেই সব মহা রথিদের দুর্বার আক্রমনে বার বার শোষকের সিংহাসন ঢলে পড়ে ।।

আসে গনমানুষের বিপ্লবি চেতনা , তাদের মধ্য ক্ষুদিরাম , প্রিথিলতা , ও মাস্টার দা সূর্য সেনের

নাম উল্লেখ যোগ্য ।।

যদিও তারা ব্যর্থ তবুও দমে যায়নি সেই দুরন্ত আন্দোলন ।।

বিপ্লবী চেতনায় চিন শক্তিকে এক করার যে দূর্বার সংগ্রামে ন্যায়পাল হয়ে হাল ধরে সেই বিজেতা মাওসেতুং এর গনযাত্রা বিশ্ব কে দিয়েছিল অবাক করে ।। দীর্ঘ ২৭ বছর লেগেছিল

চিন কমিনিউজম বা সমাজতন্ত্রের পুরুধা শোষক শ্রেণী উৎখাত করে গড়ে সুশীল সমাজ ব্যাবস্থার

গঠন । আমাদের দেশের চাইতেও অনেক নিঃস্ব এ দেশে বাস করে কিন্ত্ রাস্তায় যদি এক কোটি

টাকাও পড়ে থাকে তবে তা তুলে নেয়ার লোক খুবই কম পাওয়া যাবে ।।

আচ্ছা সে কথা না হয় বাদ দিলাম ।

আমাদের দেশে আন্দোলন সংগ্রাম যখন চরমে তখন মুক্তির আলোক বর্তিকা হয়ে উদয় হয় , মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি , বাংলার বাঘ খ্যাত শেরেবাংলা একে ফজলুল হক , হোসেন শহিদ সহুরাওয়ারদি , কমরেড আব্দুল হক , মনিসিং , মুজাফফর ও বিদ্রুহি কবি নজরুল ।।

এদের চেতনা আর বিপ্লবী স্তবগানে মুক্তি পাগল সকল মজদুর এক হয়ে ব্রিটিশ শক্তিকে দাবিয়ে

দিয়েছিল রন হুংকারে ।।

এর মধ্য হয়ে যায় ২য় বিশ্ব যুদ্ধ ।।

জন্ম নেয় তৃতীয় বিশ্ব , একদিকে পরাভূত চিন রাশিয়া , আর অন্যদিকে মাথা তুলে দ্বারায় যুক্ত রাস্ট ও সাম্রাজ্যবাদ প্যাসিস্ট পুঁজিবাদী ইউরোপীয় ইউনিয়ন । আর অন্যদিকে ধুকে ধুকে মুসলিম রাস্টগুলু ক্ষিন দুর্বল হয়ে টিকে থাকার অব্যর্থ প্রহসনে পরিনত হয় ।।



ভারত বিভক্তি হয়ার পর স্বাধীন পাকিস্তানের জন্ম হয় ।।

আবারও পূর্ব পাকিস্থান বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্থান নামে দুটি পৃথক ভূখণ্ডের জন্ম

হয় ।।

আবারও সাম্রাজ্যবাদী দালাল রা দুটি ভূখণ্ডকে পৃথক করার জন্য উটে পড়ে লাগে ।।

শুরু হয় দুর্বার গন আন্দোলন , ৫২ এর ভাষা আন্দোলন , ৬৯ এর গন আন্দোলন এবং ৭১ এর

মুক্তি সংগ্রাম সর্বক্ষেত্রেই মাওলানা ভাসানি সাহেব কে সভাপতিত্ব পদ অলংকিত করে তার মাধ্যমে জাতীয় এক্যর ডাক আসে ।

আন্দোলন প্রেক্ষাপট আগরতলা যরযন্ত্র মামালায় বঙ্গবন্ধু গ্রেফতার হয় , তখন তিনি ছাত্র নেতা বয়স সম্ভবত ২২ / ২৩ হবে ।। পাকিস্থান কারাগারে কারাবরন মুক্ত করে আনেন মাওলানা ভাসানি , তার বয়স তখন ৮০ ।।

স্বাভাবিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব তখন তার রাজনৈতিক ছত্রছায়ায় আসে ।।

জাতীয় যুক্ত ফ্রন্ট গঠন হলে বাংলার সকল রাজনৈতিক ক্ষেত্রে প্রবীণ জাতীয় মহত হৃদয় ভাসানির নির্বাহী আদেশে সাঙ্ঘটনিক সব কিছু চলতে থাকে ।।

এমনকি রাজনৈতিক শক্তিকে রাস্ট ও ক্ষমতার চালিকা শক্তিতে পরিনত করার জন্য শেখ মুজিব

মাওলানা ভাসানির পরামর্শে গঠন করে আওমেলিগ ।। আওমি উর্দু শব্দ বাংলা অর্থ জাতীয় ।।

দুটি সংঘটন এর একাত্ততায় নাম ধারন লরে আওমি মুসলিম লীগ বা জাতীয় মুসলিম লিগ ।।



এমনকি বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতার ডাকে ৭ ই মার্চের ভাষণে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানি সাহেব ।।

বঙ্গবন্ধু গ্রেফতার হয় আর মাওলানা ভাসানি সাহেব গুরুতর অসুস্থ হয়ে চলে যায় কলকাতা প্রেসিডেন্সি হাসপাতালে ।।

শুরু হয় ৭১ এর রণাঙ্গন , জাতীয় মুসলিম লীগের এক নেতা গ্রেফতার আরেক জন মৃত্যু শয্যায় ।।

ফাটল ধরে আওমি এবং মুসলিম লিগের মধ্য / জাতীয় নেতাদের সমন্বয়ে গঠন হয় মুজিব নগর

সরকার ।।

আর মুসলিম লীগের সাধারন সম্পাদক এম এ জি ওসমানী সাহেব এর নেতৃত্বে সারা বাংলায়

১১ সেক্টরে ভাগ হয়ে শুরু হয় পাকিস্তানী মিলিটারির বিরুদ্ধে তিব্র প্রতিরোধ ।।

দীর্ঘ ৯ মাসের রক্তিম অধ্যায় শেষে ৩০ লক্ষ মুক্তি কামী বীরবাঙালির তাজা রক্তের বিনিময়ে

এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা ।।



জাতীয় মুসলিম লীগের বুদ্ধিজীবী মহল কে বধ্যভুমিতে নিয়ে নিসংস ভাবে খুন করা হয় ।

এরা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক , প্রেসের সম্পাদক , সাংবাদিক , লেখক , ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত ।

আরও অনেকেই ।।

যুদ্ধ ফেরত মুক্তি কামী জনতার ঘরে ফেরা হয় বিষাদিত ।

মাওলানা ভাসানি হাসপাতালের মর্গে মারা যায় আর বঙ্গবন্ধু ফিরে আসে ।।

শুরু হয় দেশ গড়ার সংগ্রাম ।। বঙ্গবন্ধু জাতীয় নেতাদের নিয়ে স্বাধীন বাংলা সরকার গঠন করেন ।। এবং সব বাঙালী অবাঙ্গালী যুদ্ধাপরাধিদের সাধারন ক্ষমা ঘোষণা করেন ।।



কিন্তু মুসলিম লিগের নেতা যুদ্ধের সর্বাধিনায়ক , এম , এ জি আতাউল গনি ওসমানীর প্রতি

তিনি অবিচার করেন ।।

মুলত যিনি যুদ্ধ পরিচালনা করেন তিনিই সর্বাধিনায়ক । অথচ আজ দেখি ক্ষমতার দাপটে প্রকৃত

ইতিহাস বিকৃত ।।



যে দুজন জাতীয় নেতা বাংলার প্রান মাওনালা ভাসানি এবং ওসমানী সাহেব আজ ইতিহাসে

তাদের মুল্যায়ন কে ছুট এবং বিকৃত করে দেখানো হয় ।।

বর্তমান নেত্রি মাননীয় শেখ হাসিনা এবং বিরুধি দলীয় নেত্রি খালেদা জিয়া তারা ক্ষমতায় এসে

২০ বছরে শুধু নিজেদের পরিবারের কেন্ত্রিয় দিক ও ইতিহাস উম্মুচন করে সারা বাংলাদেশ তাদের নিজ নামে দখল অথচ ৩০ লক্ষ শহীদ পরিবারের অধিকাংশ মানুষ আজ ভাঙা পথের

পথিক নয়ত ভিখারি কে রাখে কার খবর ।।



আর দলিয় ক্ষমতার দাপটে লুটতরাজ , অনিয়ম , ঘুষ , দুর্নীতির আখড়া হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মান মর্যাদা আজ ক্কুন্ন ।।

আর ইসলাম হতে চলেছে ক্ষমতা লোভীদের খেলার সামগ্রী । যে দেশে ৯৭ ভাগ মানুষ মুসলমান

তাদের কি নামে অভিহিত করা যায় ।।

আজ মুসলিম বললে নিজেরাই লজ্জিত হই , ছি , ছি ধিক এ ক্ষমতা , ধিক মানবতার অবমূল্যায়ন ।। আজ দেখি দেশের চাইতে দল বড় , আর দলের চাইতে বড় নেতা ।

তাই প্রকাশ্য আজও হয় খুন ,আর এ অরক্ষিত স্বাধীনতাই পরাধিনতা ।।

হে বীর বাঙালী ক্ষমতা নয় , মানবতার হৃদয় খুলে এক হও , নয়ত এ দেশ আফগান ইরাক , সিরিয়া , মিসর এর মত ধিকে ধিকে জ্বলবে ।। হে জাগ্রত বীর বাঙালী আমরা আমাদের ইতিহাস

ঐতিহ্য কে একক ভাবে এস মিলে মিশে দেশ গড়ার মাধ্যমে শপথ নেই , উজ্জীবিত হোক চেতনায় বিশ্ব বুকে তাঁর স্বকীয়তায় মাথা তুলে দাঁড়াক , হাজার বছরের

স্বপ্নের বাংলাদেশ ।।

Like · ·

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

আরজু পনি বলেছেন:
এক্য = ক্য

বন্ধুগন = বন্ধুগ

সটীক = সঠি

বহুসংখ্যাক = বহুসংখ্য

আপাতত এটুকু দেখে দিলাম...একটু কষ্ট করে এডিট করে বানানগুলো ঠিক করে নিতে পারেন ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু দেখছি

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আর দলিয় ক্ষমতার দাপটে লুটতরাজ , অনিয়ম , ঘুষ , দুর্নীতির আখড়া হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মান মর্যাদা আজ ক্কুন্ন ।।
আর ইসলাম হতে চলেছে ক্ষমতা লোভীদের খেলার সামগ্রী । যে দেশে ৯৭ ভাগ মানুষ মুসলমান
তাদের কি নামে অভিহিত করা যায় ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: নিকে আসার জন্য আপনাকে অসংখ্য ঘন্যবাদ , আসলেই ভাবতে
অবাক লাগে আমাদের দেশের ভান্ত রাজনৈতিক গুরুদের বিপথে
চলার মন্ত্রে ।।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

আরজু পনি বলেছেন:

আপনিতো বানান গুলো এডিট করেন নি !

সময় পান নি হয়তো !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে সময়ের অভাব , তাই দেখছি প্রিয় আপুনি , আবারও
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.