নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর পরিচয় , রহস্যর এক বিস্ময় ।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

আল্লাহ ও রাছুল সা এবং আল্লাহর প্রিয় নবী রাছুল ও অলি আউলিয়া

গন কে নিয়ে গবেষণা করা ও মিথ্যা ভ্রান্তি ছড়ানো টিক নয় ।।

আল্লাহর পরিচয় তিনি সৃষ্টি

কর্তা এবং সর্ব ভুলোকে বিরাজমান , মহাপরাক্রম শালী রিঝিক দাতা এবং প্রজ্ঞাময় ।

আল্লাহর পরিচয়

******************

এম , জি, আর মাসুদ রানা



বিধাতা যেখানে যা প্রয়োজন

তাই দিয়া করিল সৃজন

এ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈয়ার

যুগে যুগে মানবে

আবিস্কার করিবে

শুরু রয় শেষ নাই তার ।।

মানবের জীবন ও পথের দিশা

দিয়েছ বানী আসমানি কিতাবে

যুগে যুগে মানব মুক্তির লাগি

সমাজে কত মুক্তির দুত এল ভবে ।।

দিয়েছে তারা সত্য ও আদর্শে

মুক্তির মস্ত দিশা আর কল্যান

যাতনা সয়ে ধিকে ধিকে আনে আলো

গেয়ে সেই বিধাতার গুনগান ।।

প্রকৃতির মাঝে যা কিছু রহস্য

শিক্ষার রয় কত উপকরন

জীব বইচিত্রের সাথে ঘাতে অপঘাতে

দিক্ষা পায় লভে মানব করে জ্ঞান অন্বেষণ ।।

আকাশ আলোকে বাধিয়া রশি

উদয় হয় দিন রজনীর লিলা

বাঁচার স্বপ্নে বিভোর অসিম রহস্য

আর অজেয় মহাশুন্যর যত দৃশ্য ভেলা ,



মহা ব্রহ্মাণ্ডের অনন্ত বিস্ময় যত

সবই খোঁদার দান

কত না জানার অভিপ্রায়ে ছুটে

মানবের কৌতূহলী মন ।।

যেখানে মহাশুন্যর অন্তহীন ডাক

তার দিকে একসময় গড়ায় ধাবমান ক্ষন

নিরব ও শুন্যতা হেরি

খেয়ালে টুটে সৃষ্টির বাধন ।।

৩/ ৯ / ২০১৩ ইং

মঙ্গলবার , মিরপুর , ঢাকা ।।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: হে মহান কবি, অনেক ভালো লাগলো কবিতাটি।
হে মহান কবি, আপনার ছবি কই?
হে মহান কবি, আপনি অমর কবিতায় আমাদের মুগ্ধ করে যান।
হে মহান কবি, আপনি দীর্ঘজীবী হোন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.