নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

রক্ত দিয়ে লেখা ভালবাসার চিঠি , ও প্রেমের কবিতা ।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

একটি দুর্লভ প্রেম পত্র

**************



একটি দুর্লভ প্রেম পত্র

********* পরিবেশ বন্ধু



হে হৃদয়েশ্বরি , তোমায় নাগাল পাইনি কিন্তু ছুঁয়েছি তোমার মন । এত ভালবাসা যেথা সঞ্চয়

রয় সেথা রেখেছ মোরে দিয়ে অধিকার , করেছ আপন । ধন্য আজি ভোরের সূর্য উটার সুদ্ধতা লয়ে , রাঙ্গায়েছি এই আমি নিরব ও গহনে সুখের বাসর ।।

আকাশের ঘন নীল ছুঁয়ে এনেছি চাঁদের জোছনা , আর তারাদের মিটি মিটি হাসি , আর অন্ধকারে মিশে যাওয়া ক্ষন , কল্পনার রাজ্য হতে দুরন্ত পংকিরাজে চড়ে মুহূর্তে হারিয়ে যাওয়া ,

খুজে খুজে অসীম অজানায় স্বপ্ন বুনা , কত অজানাকে করে জয় , নিজেকেই দেখি তোমার পাশে ।।



হে মন মোহনি , সাগরের তরঙ্গে উত্তাল ঢেউ , গভীর ফেনিল শুভ্রতায় জল কেলি যেমন বালুকা বেলায়,

এসে ছুঁয়ে যায় , বারেবার দেখি এই সে হৃদয় তোমারই কাননে স্বপ্ন বিলায় ।।

সাত রঙিন পাখনা মেলে , ফুলের সৌরভে মৌ যেমনি আবেশে এঁকে দেয় চুমু , তেমনি তোমার বিশ্রিত দিলে দেখি জাগ্রত আমি ঝর্ণার মত অবিরত দ্বারায় কর্ণে ভাসে সেই পদধ্বনি , আর উল্লাসে ভাসে সেই কথা মালা ,বৃষ্টির শব্দের মত হাতের কাকন বাজে রিনিঝিনি ।। জোনাকির আলোয় ঝিলমিল বন পথ , আধার ফুঁড়ে শুন্যতা

হতে সাদা সফেদ মেঘ এর রাজ্য থেকে আসে ভয়াল আওয়াজ , আমি

তোমায় ভালোবাসি , অনেক অনেক অনেক এবং নয়নের আলোয় , সেই তোমার ছবি আঁকা হয়ে যায় ।।

গন্ধ ছড়ায় বুকের এই হৃদ কাননে ।।

প্রেমের রানী হয়ে থাক এই নীড়ে সব দিন সব ক্ষনে , আশার প্রদীপ হয়ে , মনোরঞ্জনে তব রাঙাও আমায় ।। ভুলনা প্রিয়া ।।

তোমারই চেনা মুখ ।।



*********** রোমান্টিক প্রেমের কবিতা ।।

*** রমণী

*********পরিবেশ বন্ধু কবি



মাসুদ রানা



হে রমনি তন্বী নয়না

সৃষ্টির সেরা রহস্য তোমারই অধরে

ভাঁজে ভাঁজে বৈভব অনন্য সম্ভার

ভারি সলাজ বধন ভাসে নজরে ।।

মন আর মোহ কেড়ে নাও

স্বভাবে ঝরে মায়া ভরা ঠান

তোমারই আসে কত প্রেম ভাসে

প্রেমিকের বুকে ফুটে আশার সন্ধান ।।

স্বপ্ন দেখে কত না যুবা ঘর বাধার

পাতায়ে তোমার সনে গড়ে বাধন

সাজলে লাগে আরও কত মনোহর

জয় করে সবাকে বাধিয়া এ মন ।।



নদী ও প্রকৃতি

*************



নিরন্তর বয়ে যায় নদী ,বিলায়ে তরঙ্গ জল

মাঠের পাড়ে তৃষ্ণা মেঠায় , নিরবধি ছুঁয়ে মৃত্তিকার কুল

জলে তার অমৃত সজীব হয় , যত তৃণ লতা

আকাশ আর মেঘে দুলে কহে তার গোপন কথা ।।

তারে ছুঁয়ে যায় বহুদূর এর পূর্বাশার আলো

তার গাঁয়ে রমনির জলকেলি লাগে কত ভালো ।।

মানবের তরে ফুল আর ফসলে সজীবতা আনে

ধরণীরে করে বরণীয়া সবুজ ও সুধায় কত না কাননে ।।

হাওয়ার বেঘ কভু ঢেউ তুলে গাঁয়ে

পাহাড়ের মত মৃদুল ও হিল্লোলে জাগে বিস্ময়ে ।।

তারে ঘিরে গাঁ আর কত মেটুঁ পথ

দিক হতে দিগন্তে খুজে তার আদি ভূত ভবিষ্যৎ ।।



পরিবেশ বন্ধু কবি

নারি ও প্রেম ।।

********** এম, জি, আর , মাসুদ রানা ।।



জগতের সব সুন্দর নারির বদনে

এ রূপ হেরিয়া পুরুষ জড়ায় বাধনে । ।

তাই খুলে আঁখি বসন্ত বেলায়

ছিত্ত মোহিত করে মজে থাকে খেলায় ।।

যদি তার সৌরভে থাকে মজে মন

আকুল হৃদয় ভরে দেখে সে নয়ন ।।

অনন্য সম্ভারে ঘেরা তনুমনে সাজ

বিসৃত বিম্ময় লয়ে ফুটে আভায় লাজ ।।

অধর ও যাচিয়া ফুটে যৌবনের সাড়া

তার সাথে মিতালি গড়ে জুড়ায় অন্তরা ।।

যদি হায় সে হৃদয় ভিড়ে মধুময় লগনে

প্রেমসুধা বয়ে যায় হৃদয় ও কাননে ।।

পরিবেশ বন্ধু কবি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.