নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

একতার বাধনে এস সব বাঙালি , বাংলাদেশ জাতীয় দল ।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

Mashud Rana

প্রিয় দেশবাসী ও বন্ধুগন





জাতীয় এক্যর আহবানে দলমত নির্বিশেষে সব এক মঞ্চে আসা চাই ।।



পরিবেশ বন্ধু কবি

**************



অলি আউলিয়ার দেশ বাংলাদেশ ।

কবি সাধকের দেশ বাংলাদেশ

বিজয়ী বীর যুদ্ধাদের দেশ বাংলাদেশ ।

কৃষক শ্রমিকের দেশ বাংলাদেশ

ভুখা নাঙ্গা হত দরিদ্রের দেশ বাংলাদেশ

প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ

নদী মাতৃক দেশ বাংলাদেশ

সবুজ ফসলের দেশ বাংলাদেশ

***************

শতকরা ৯৭ জন মুসলমানের দেশ বাংলাদেশ ।।

৭১ রে ৩০ লক্ষ শহীদের দেশ বাংলাদেশ

২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর দেশ বাংলাদেশ

শতকরা ৬০ ভাগ শিক্ষিত জাতীর দেশ বাংলাদেশ

**********

তবে আজও অরক্ষিত স্বাধীনতার প্রশ্ন থেকে যায় ?

দিন দুপুরে ঘুম হয় নেতার তেজস্বী জলন্ত দেহ

শ্রমিকেদের ঝলসে যায় জীবন্ত শরীর

পথিক চাপা পড়ে গাড়ির পিষ্টে

রাজপথ হয় রঙিন ।

নারির সম্ভম খুবলে নেয় রাস্তার শকুন

শিক্ষার্থীদের মেধা বিক্রি হয়ে যায় ঘৃণ্য শাপদের কুচক্রে



গরিব অসহায় মানুষের খাবার লুটে নেয় দুর্নীতি বাজ

সামান্য সম্পদ তেল গ্যাস এমনকি নদী , বিল , সুন্দরবন

বিক্রি হয়ে যায় দুষ্কৃতির করাল গ্রাসে

আর সাধারন মানুষ আতঙ্কে হয় দিশেহারা

কবে জানি পৈত্রিক জান হয়ে যায় কোরবান ।।



হে নষ্ট বিবেকের অনিষ্ট কাণ্ডারি

আর কত ক্ষমতার দাপটে

প্রিয় মাতৃভূমির বুক হবে ক্ষত বিক্ষত ।।



এবার ধংশ নামবে আবার আসন্ন ৭১ , যারা আমাদের দিয়েছিল ছায়া প্রতিবেশির মূল্যায়নে

সেই ভারত আজ অবিকল সাজল শোষক স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদি ব্রিটিশ ।।



হে বাঙ্গালী এক হও

বাচার মত বাচতে শিখ

আমরা আমাদের স্বাধীনতাকে আর অদের নিকট বিকিয়ে দিতে চাইনা ।।

আমরা মিথ্যার ধুয়া তুলে ধর্ম কে অনিষ্ট নোংরা রাজনীতির কবলে

নিজেদের বিভাদ চাইনা , নিজেদের মধ্য সহিংসতা চাইনা

বরজুয়া ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদি দালালরা ধর্মের মিথ্যা ধুয়া তুলে সমাজে ভাঙন সৃষ্টি করে ,মুসলিম শক্তিকে দিদাবিভক্ত করে , এরাই ইরাক , আফগান বানায়

হে বাঙালি সাবধান , দাও দাও করে জ্বললে নির্বাণ করা হবে অনেক কঠিন

এখনই দেশ গড়া ও ভবিষ্যৎ স্বাধীনতা রক্ষার্থে জাতীয় এক্যর ডাক এখন বড়ই প্রয়োজন ।।

প্রচারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাসদ

Like · · Share

Mashud Rana shared a link.

August 30 near Dhaka

Only Me

Mashud Rana shared a link.



জাতীয় এক্যর আহবানে ,পরিবেশ বন্ধু কবি

***********



পরিবেশ বন্ধু যাবে নোবেল খুজে রবি ঠাকুর কে ছুঁইতে...See More

somewhere in... blog - world´s largest bangla blog community. সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙার...

http://www.somewhereinblog.net

somewhere in... blog, also called বাঁধ ভাঙার আওয়াজ, is the first and largest bangla blog community in the world. the main attraction is the phonetic keyboard that makes it too-easy to write bangla on web,

somewhere in... blog - world´s largest bangla blog community. সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙার...

http://www.somewhereinblog.net

somewhere in... blog, also called বাঁধ ভাঙার আওয়াজ, is the first and largest bangla blog community in the world. the main attraction is the phonetic keyboard that makes it too-easy to write bangla on web, even if you don't kn

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

খেয়া ঘাট বলেছেন: মহান কবির ডাকে সবাই সাড়া দিন।
মহান কবির মহান আশা পূর্ণহতে দিন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , আজি কার আহবানে দেশবাংলার একতায়
চাই বাঙালী জাতীর মুক্তি ও অবাধ স্বাধীনতা ।
যেথায় থাকবেনা সহিংসতা
হবেনা অযথা খুন নিরীহ পথিক , ফাটবেনা বোমা জনতার মঞ্চে ,
হবেনা বলি ফেলানির ইজ্জত , পুড়বেনা শ্রমিকের জীবন্ত দেহ , অন্যায় , অবিচার আর যুলুমের যত দুঃশাসন
ভেঙে হোক খানখান ।।
বরাদ্ধ শিশুর মুখে দুধের বদলে ওরা তুলে দেয় বিষ
আর কত অরাজকতা লয়ে
ধুকে ধুকে মরম বেদনায়
টিকে থাকবে আমার স্বপ্নের বাংলাদেশ ।।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: কবি আপনি কি কাউকে ঘুষি মারার জন্য এভাবে হাত ওপরে তুলেছেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: এটা একতার প্রতিক
কবি নজরুল গেয়েছিল , বিশ্ব জগত দেখব আমি আপন হাতে
মুটুয় পুড়ে ।।
মুট বা মুষ্টি অর্থ একতা
ধন্যবাদ +

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

এম মশিউর বলেছেন: কবির মধ্যে তেজ আছে। বজ্রমুষ্টি হাতে এগিয়ে চলুন।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

rafiq buet বলেছেন: এম মশিউর বলেছেন: কবির মধ্যে তেজ আছে। বজ্রমুষ্টি হাতে এগিয়ে চলুন।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

ভাল্লুক আকবর বলেছেন: কবি আপ হাম লোগোকে লিয়ে শের শায়েরি বি লিখিয়ে না...জালালউদ্দিন রুমি বি আপকি পাস কুছ নেহি হেয় !:#P !:#P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ হে , অনেক এবং অনেক

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
কবি এগিয়ে চলুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

রাখালছেলে বলেছেন: কবি এত গরম কেন..?


এমনিতেই কষ্টে আছি নতুন করে আর কষ্ট দিয়ো না । :-B

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: কষ্টের মধ্যই তো মিষ্ট পাওয়া যায়
আমরা বীরের জাতী
অন্যায় এর নিকট কখনও মাথা নত নয় ।।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

আমিই মিসিরআলি বলেছেন: তবে আজও অরক্ষিত স্বাধীনতার প্রশ্ন থেকে যায় ??

ঠিকই বলেছেন কবি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতে
বাস্তব কঠিন আমাদের এক্ষনি বোধোদয় হওয়া দরকার ।।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

ডরোথী সুমী বলেছেন: সহমত।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিকে আবারও আমন্ত্রন রইল ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.