![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
এস এক হই
*************
মহাজুট ১৪ দল
বিএনপি ১৮ দল
বাম পন্থি ১২ দল
"""""""""""""""""""""" সমান ৪৪ দল ।।
জনসংখ্যা ১৬ কোটি ।
ভোটার ৮ কোটি ৪৩ লক্ষ ।।
এর মধ্য সরকারী চাকুরী জীবী ১ কোটি ৭ লক্ষ ।।
বাকি ভোটার সব ব্যাবসায়ি , ছাত্র , শ্রমিক , কৃষাণ জেলে ও সাধারন
ভুখা নাঙ্গা হত দরিত্র মানুষ ।।
রাস্টপতি ১ জন
স্পিকার , ২ জন
হুইফ ৬ জন ,
মন্ত্রীসভায় সদস্য ৪০ জন
সাংসদ সদস্য ৩০০
মহিলা আসন ৬০ ।।
এখন আমার প্রস্তাব ।।
জাতীয় ঐক্য মত ও নিরপ্রেক্ষ নির্বাচনের আওতায় ভীষণ ২০২১
বাস্তবায়নে এবং সহিংসতা এড়িয়ে সব দল কে সমান অধিকার
দিয়ে দেশ কে গৃহযুদ্ধ থেকে রক্ষার্থে এদিয়ে আসা বিবেক বান
নাগরিকের প্রধান দায়িত্ব ও কর্তব্য ।।
প্রত্যক দল থেকে ১ জন কে মন্ত্রি হিসাবে বিবেচনা করা যায় ।।
প্রত্যক দলের সম্মিলিত সেবাদান ও সমাজ কল্যান মুলক কাজ
বাংলার প্রত্যাক টা নাগরিকের নিকট হবে ভাল এবং অনেক ভাল ।। এবং দেশ ও সমাজের উন্নয়নের সঠিক বাস্তবায়ন ।।
মার্কিন সিনেট এ দেখি যেই ক্ষমতায় যায় তারা বিরুধি দল কেও
সমান মর্যাদা দিয়ে প্রত্যক টা কর্মের সুসম নীতি নির্ধারণ করেন
বিদায় বিশ্বে আজ তাদের একচ্ছন্ন ক্ষমতায়ন ।।
এমনকি ভারতেও লোকসভায় এমন টি দেখা যায় ।।
যারা ক্ষমতায় আসে তারা আমাদের মত হত দারিদ্র বিশাল জন
গোস্টির নিকট ৫ বছরে সব ক্ষেত্রে উন্নয়ন ঘটানো সম্ভব পর নয় ।। উন্নয়নে বাধা কোথায় ? একদল ক্ষমতা হারায় সাথে সাথে তাদের অর্ধ বা অসমাপ্ত কাজও থেমে যায় । আবার যারা ক্ষমতায়
আসে তারা নতুন ভাবে সব কাজ শুরু করে ।।
ফলে যে কোন একটি কাজ আর সম্পূর্ণ ভাবে বাস্তবায়ন হয়না ।।
উদাহারন , ত্রিশাল কবি নজরুল বিশ্ব বিদ্যালয় ।।প্রয়াত রাস্টপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর সময়ে কলেজ টি নামে মাত্র উদ্ভূধন হয়েছিল এবং অন্যান্য সময়ে কিছু কিছু কাজ বাস্তবায়িত হলেও আজ পর্যন্ত আমাদের জাতীয় কবির নামে বিশ্ব
বিদ্যালয় টি এখনও অবহেলিত , আশা করা যায় কি আবার জাতীয় পার্টি ক্ষমতায় এলে তা হবে , অথচ এই ২০ বছরেও সে খুজ কেহ রাখেনি , কেন ? এত বৈরি মনোভাব ।।
শুধু তাই নয় সর্বক্ষেত্রেই এই পরিস্থিতি ।।
শতকরা ৯৭ ভাগ মুসলমান আধিক্ষ্যর দেশে ,মসজিদ , মাত্রাসা
ও বেসরকারি প্রতিষ্ঠান এর ছাত্র শিক্ষকেরা অবহেলিত , কেন ?
সরকারের উচিৎ ছিল সকল মাদ্রাসা কে সরকারী করনের মধ্য
দিয়ে মাত্রাসা শিক্ষাকে আরও আধুনিক করে গড়ে তূলার ।।
তা না করে আরও তাদের শিক্ষা ব্যাবস্থাকে নিরুদসাহিত করে
বাস্তবে জঙ্গি পনার দিকে অন্যায় এর দিকে টেলে দেওয়া হয় ।।
শুধু তাই নয় , সর্বত্রই আজ শুধুই অরাজকতা আর উগ্র রাজনীতির এক উদ্যান হয়ে গেছে আমাদের এই বাংলাদেশ ।।
যেখানে রক্তের কোন মুল্য নেই , নেই আইন শৃঙ্খলার বালাই ।/।
স্বাধীনতার শক্তি দিদাবিভক্ত , সব দলেই আমি দেখেছি অসংখ্য
মুক্তি যুদ্ধা এবং স্বাধীনতার স্বপক্ষের বুদ্ধিজীবী গন এখনও জীবিত
তাদের কে অনেক অনেক অবহেলার মধ্য আজ অবমুল্যায়ন
করা হয় , এবং তারা যদি সত্য বলে তাহলে তাদের উপর চালানো
হুমকি ,ও মৃত্যু খরগ ,এই কি স্বাধীনতা না প্রহসন ।।
সব ভুলে এস এক হই , আমরা আমাদের বাঙালী জাতীয় সত্ত্বায়
আবারও বিশ্ব বুকে মাথা তুলে ওড়াই শান্তির নিশান ।।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৯
প্রিন্স হেক্টর বলেছেন: বাহ দারুন কবিতা তো! অনেকদিন এমন কবিতা পড়ি না। মাঝের দিকে ছন্দের যে টুইষ্টটা দিয়েছেন এক কথায় অসাধারন।
কবিতায় অন্ত্যমিল বেশ ভালো লাগলো। অভি ভাইয়ের পরবর্তী সংকলেনে এই কবিতা না লিষ্টেড করলে তাকে মডু সাবধান করে দেবো।
আপনি লিখুন বন্দু, ফেসবুকে আনফ্রেন্ড করেছেন তো কি হয়েছে? ব্লগে আছি না? এখানেই কথা হবে
শিরোনামটা যথার্থ হয়েছে। অনেক পাগল ছাগল আছে পোষ্ট না পড়ে কমেন্ট দিয়ে বসে। যাই হোক কবি লিখে যান। এমন কবিতা আরও চাই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: হেক্টর নামটা কি আসল না উপাধি জানতে মুঞ্চায় , জানুম
কেমুনে +
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত , দুর্দান্ত !
সেপ্টেম্বরের কবিতা সংকলনে আলাদা ভাবে একে স্থান দেয়া হবে !
অফটপিকঃ হেক্টর পুলাডা খারাপ না , আপনেরে অনেক বালাফায় !
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: বানান এর বিষয়ে আরেক টু মনযোগী হওন ধন্যবাদ +
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৩
প্রিন্স হেক্টর বলেছেন: লেখক বলেছেন: বানান এর বিষয়ে আরেক টু মনযোগী হওন ধন্যবাদ +
জুক্স অফ দ্য মিলেনিয়াম
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: দেটস গ্রেট কমেন্ট স
থ্যাঙ্কস +
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
খাটাস বলেছেন: সিরিয়াস কথায় লুল হয়ে গেলাম ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু মাঝে মাঝে খাটাসের মত চিক্কুর দিলে ভারতীয় গুণ্ডারা ভয়ে
পালাইব ।।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২
নাইট রিডার বলেছেন: লেখক বলেছেন: বানান এর বিষয়ে আরেক টু মনযোগী হওন
আপনি বলেছেন তাই খুব ভাল করে পড়ে মন্তব্য করলাম, একেবারে পরীক্ষার খাতা দেখার মত করে পড়েছি। পড়ে নিম্মলিখিত বানানের ভুল গুলো উদঘাটিত হল-
১- দরিত্র ২-রাস্টপতি ৩-হুইফ ৪-সাংসদ সদস্য ৫-নিরপ্রেক্ষ ৬-ভীষণ ২০২১ ৭-এদিয়ে ৮-প্রত্যক ৯-প্রত্যাক ১০-বিরুধি ১১-সুসম ১২-বিদায় ১৩-হত দারিদ্র ১৪-গোস্টির ১৫-উদ্ভূধন ১৬-খুজ ১৭-আধিক্ষ্যর ১৮-মাত্রাসা ১৯-তূলার ২০-ব্যাবস্থাকে ২১-নিরুদসাহিত ২২-টেলে ২৩-দিদাবিভক্ত ২৪-মৃত্যু ২৫-খরগ
বিঃদ্রঃ এখানে একই ভুল বিভিন্ন জায়গায় বা বাক্য গঠনের ভুলগুলো আপনার অনিচ্ছাকৃত ভুল হিসেবে ধরে নিয়ে গণনা করা হয় নি।
তবে একটা ব্যাপার--আপনার কবিতায় অনেক বানান ভুল থাকলেও কবিতার ভাষা শৈলী, অদ্ভুত ছন্দের সমন্বয়, এর অন্তর্নিহিত তাৎপর্য; এসব কারণে এই কবিতা কালজয়ী হিসেবে সামুর ইতিহাসে যে ঠাঁই করে নিবে তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
আপনার পরবর্তী পোষ্টের অপেক্ষায় থাকলাম।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু এক সময় সুধরে নেওয়া যাবে , অসংখ্য ধন্যবাদ
শুভকামনা থাকল ।।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮
চটপট ক বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত , দুর্দান্ত !
সেপ্টেম্বরের কবিতা সংকলনে আলাদা ভাবে একে স্থান দেয়া হবে !
অফটপিকঃ হেক্টর পুলাডা খারাপ না , আপনেরে অনেক বালাফায় !
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: অভির প্রেমিকা কদরি ও তার চাইতে আমারে বেশি ভালা পায়
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন: অভির প্রেমিকা কদরি ও তার চাইতে আমারে বেশি ভালা পায়
জাতি এই সম্মন্ধে আরো বিস্তারিত জানতে আগ্রহী ! কদরিকে নিয়ে একটা কবিতা লিখে ফেলুন হে কবি !
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
প্রিন্স হেক্টর বলেছেন: লেখক বলেছেন: হেক্টর নামটা কি আসল না উপাধি জানতে মুঞ্চায় , জানুম
কেমুনে +
হেক্টর কোন নাম নয়.. হেক্টর একটা চেতনার নাম.. হেক্টর একটা আদর্শের নাম.. হেক্টর একটা.......
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
প্রিন্স হেক্টর বলেছেন: লেখক বলেছেন: হেক্টর নামটা কি আসল না উপাধি জানতে মুঞ্চায় , জানুম
কেমুনে +
হেক্টর কোন নাম নয়.. হেক্টর একটা চেতনার নাম.. হেক্টর একটা আদর্শের নাম.. হেক্টর একটা.......
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
খাটাস বলেছেন: ভাল প্রস্তাব, আমি নিজে ও এভাবেই ভাবি। তবে সাধারনের প্রস্তাব এত সহজে লুইস আই কানের বানানো বিল্ডিঙের ভেতরে যায় না।
শুভ কামনা।