![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
*********** রোমান্টিক প্রেমের কবিতা ।।
*** রমণী
*********পরিবেশ বন্ধু কবি
মাসুদ রানা
হে রমনি তন্বী নয়না
সৃষ্টির সেরা রহস্য তোমারই অধরে
ভাঁজে ভাঁজে বৈভব অনন্য সম্ভার
ভারি সলাজ বধন ভাসে নজরে ।।
মন আর মোহ কেড়ে নাও
স্বভাবে ঝরে মায়া ভরা ঠান
তোমারই আসে কত প্রেম ভাসে
প্রেমিকের বুকে ফুটে আশার সন্ধান ।।
স্বপ্ন দেখে কত না যুবা ঘর বাধার
পাতায়ে তোমার সনে গড়ে বাধন
সাজলে লাগে আরও কত মনোহর
জয় করে সবাকে বাধিয়া এ মন ।।
মডেল শিউলি ,
নদী ও প্রকৃতি
*************
নিরন্তর বয়ে যায় নদী ,বিলায়ে তরঙ্গ জল
মাঠের পাড়ে তৃষ্ণা মেঠায় , নিরবধি ছুঁয়ে মৃত্তিকার কুল
জলে তার অমৃত সজীব হয় , যত তৃণ লতা
আকাশ আর মেঘে দুলে কহে তার গোপন কথা ।।
তারে ছুঁয়ে যায় বহুদূর এর পূর্বাশার আলো
তার গাঁয়ে রমনির জলকেলি লাগে কত ভালো ।।
মানবের তরে ফুল আর ফসলে সজীবতা আনে
ধরণীরে করে বরণীয়া সবুজ ও সুধায় কত না কাননে ।।
হাওয়ার বেঘ কভু ঢেউ তুলে গাঁয়ে
পাহাড়ের মত মৃদুল ও হিল্লোলে জাগে বিস্ময়ে ।।
তারে ঘিরে গাঁ আর কত মেটুঁ পথ
দিক হতে দিগন্তে খুজে তার আদি ভূত ভবিষ্যৎ ।।
পরিবেশ বন্ধু কবি
নারী ও প্রেম ।।
********** এম, জি, আর , মাসুদ রানা ।।
জগতের সব সুন্দর নারির বদনে
এ রূপ হেরিয়া পুরুষ জড়ায় বাধনে । ।
তাই খুলে আঁখি বসন্ত বেলায়
ছিত্ত মোহিত করে মজে থাকে খেলায় ।।
যদি তার সৌরভে থাকে মজে মন
আকুল হৃদয় ভরে দেখে সে নয়ন ।।
অনন্য সম্ভারে ঘেরা তনুমনে সাজ
বিসৃত বিম্ময় লয়ে ফুটে আভায় লাজ ।।
অধর ও যাচিয়া ফুটে যৌবনের সাড়া
তার সাথে মিতালি গড়ে জুড়ায় অন্তরা ।।
যদি হায় সে হৃদয় ভিড়ে মধুময় লগনে
প্রেমসুধা বয়ে যায় হৃদয় ও কাননে ।।
পরিবেশ বন্ধু কবি ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর!
কিন্তু গাড় বানানটা বিশ্রী মনে হচ্ছে। এটাকে গাঢ় (gaRh) করে দেন বুঝতে সুবিধা হবে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ নিকে আসার আমন্ত্রন রইল
আর বানান টা টিক করে নিলাম , শুভ অভিনন্দন ভাল থাকা চাই ।।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
আরজুপনি'র বানানের পোস্টটা আরো ভাল করে মুখস্থ করতে হবে বন্ধু হে !
এটা কি ছবি লাগাইসেন ? এহহে !!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০
পরিবেশ বন্ধু বলেছেন: আরজু পনি বানানের পোস্ট টিক বুঝলাম না , ধন্যবাদ
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
স্বপনচারিণী বলেছেন: নারীর ছবিটা ভাল লাগেনি। বিষয়বস্তু ভাল লেগেছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ছবিটা বদলে নিলাম
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
স্বপনচারিণী বলেছেন: অনেক ধন্যবাদ, সুন্দর উপস্থাপনা এবং সেই সাথে ভাল একটি ছবি দেয়ার জন্য।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার অভিধান
*****************পরিবেশ বন্ধু
আলোক বার্তা
*******
কোন আলো লাগল মনে দিপ্ত ক্ষনে
ঐ নয়নে
এ আলো ভয়ংকরে তারায় তারায় জ্বলে নিশি জাগরনে ।।
তুফান তুলে ব্জ্রানলে ক্ষিপ্ত হয়ে ঐ দরিয়ায়
ধুম্রজালে নিল সিমানায়
ধরণীর বক্ষ ফেটে অগ্নিলাভায় বিস্ফোরণে ।।
দশ দিগন্তের প্রান্ত ছুঁয়ে
রহস্য লোক দিগ্বিজয়ে ,
মহাশুন্য প্রলয় ভেরি নব নব বার্তা আনে অনুক্ষনে ।।
মোহন বাঁশি
************
আমারও প্রানের ও বাশির ও রাগিণী
কে বাজাল হায়
মোহন ও মায়ায়
সুরে সুরে তারে চিনি ।।
নব নব চেতনা জ্বেলে
হৃদয় কাননও খুলে
কে গো হায় অজানায় ফুটাও মোর ও ধ্বনি ।।
নিরব গহনে অনুক্ষনে
দেখিবার ছায়া হও দুনয়নে
ভাবুক সাজে মন এ ভুবন হয় আপন তব জানি ।।
বাঁশিরও রোধন ও চিৎকারে
প্রাচীরও কারাগারে , অন্ধকারে
প্রতিনিয়ত টুটিবারে দেয় যাতনা সঞ্চিত লয়ে কত গ্লানি ।।
পত্র ।।
অনেক অজানা রহস্য
মাঝে মাঝে জানান দেয় মনে
কিছু স্মৃতি আধারে ডেকে যায়
আর কিছু থাকে স্মরণে
যদি আসিবারে ফিরে
দেখার যে নেই শেষ
নজরে কার ছবি এসে তব ভিড়ে
এঁকে রাখি তাই হৃদয়ে বেশ ।।
বুকের যত সঞ্চিত কথা
শুধু প্রিয় বন্ধুকেই বলা যায়
আশার প্রদীপ জ্বেলে
কিছু সুখ মিলে তার ঠিকানায় ।।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা , ও কবি
************ সৃষ্টি সুখের দৃষ্টি
**********পরিবেশ বন্ধু কবি
আজ আমারই বাধ ভেঙ্গে যায় সৃষ্টি সুখের উল্লাসে
আর যত রয় সফলতা হৃদয়মাঝে ভাব আসে
তার কুটিরে দেখতে যে পাই ঈশ্বরের ঐ সিংহাসন
দৃষ্টি পাতে সৃষ্টি হাসে সজীব করে দুনয়ন ।।
বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যত রহে রহস্য
জ্ঞান তাপস জটর ছিরে
অগ্নি গ্রাসে সর্বনাশে
ঘুম্র জাল গ্রাসে শীরে ।
আকাশ মাটি ভেদ করে
তরুর বুকে সমর হানে
ঐ তুফানে বজ্রাঘাতে
আগ্নি বায়ু তূর্যনাদে প্রলয়ভেরি ঘূর্ণি বানে ।।
সপ্ত আকাশ ভেদ করে আলোকজ্যুতি
নব নব বার্তা লয়ে মুহূর্ততায় দিপ্ত ক্ষনে
ঘেয়ে আসে প্রলয় নাছন মহাশুন্য অভিমুন্য
রহস্যতার জটর ছিরে তাই সরবে দৃশ্যায়নে ।।
অজানারই জ্ঞান রাশি
নিত্য ভাসি
ফুটায় হাসি দিক দিগন্তের দোয়ার খুলে
অস্তিত্তের এক জাগরনে , আপন মনে বিশ্বগ্রাসি ।।
কালছায়ায় নিহারিকা , ইন্ত্র হতে চন্দ্রমুখে
সর্বনাশের দর্প চুষে
তার ছায়াতে যায় সে মিশে
অরুন রবির করুণ জ্বালা জগত মাঝে অগ্নিরোষে ।
মঙ্গলেরই পিষ্টে বসে
ভূমণ্ডলের এঁকে ছবি নভোযানে
দূর সন্ধানে হানে আঘাত
বিজ্ঞানেরই মন্ত্রনা সে বিবেকবানে ।।
মস্ত রঙিন পাখনা মেলে
সব হৃদয়ে লভে আসন পরে বসন
লৌহরাঙা মুক্ত নাঙ্গা খড়গ লয়ে
বীর বিজয়ে ওড়ায় নিশান এই কবি মন ।
ব্রহ্মাণ্ড জুড়ে ক্ষনে ঘুরে
নিমিষে বিচরন করে আধার ছুঁয়া শুন্য সাকি
তার সে খেয়াল জয় করে যায়
সাড়া সৃষ্টির অস্তিত্ব জুড়ে এই সে কবির তৃতীয় আঁখি ।।
২২/ ৮/ ২০১৩ ইং
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর বন ধংশ কে না বলুন
************** বাংলার সুন্দরবন
********** পরিবেশ বন্ধু কবি
বিশ্ব প্রকৃতির আধার মনোরম আশ্চর্য এ সুন্দরবন
বাংলার জাতীয় পশু বাঘ ও হরিণের আবাস্থল
রয় সেথা নানা জীব বইচিত্রের বিচরন
আর কত অজানা বৃক্ষ শুভিত অনন্য যৌবনা নদী জল ।।
বিশ্বের কত পর্যটক সুধিজন আসে
দেখতে তার অপরূপ শোভা
সেথা রয় নানা ফুল ফুটে ,
হরেক পত্র পাতার মোহনীয় সবুজ ছায়ার প্রদিপ্ত আভা ।।
মধু আহরনে ওড়ে মৌ মাছির দল
মৌয়াল করে সেথা মধু চাষ
কতনা রঙিন স্বর্গ সুধায় , পাখ পাখালির দল
কল গুঞ্জনে সেথা শান্তির নীড় বাধে বারমাস ।।
আর বাঙালি অভিযাত্রি দল
করে কোলাহল কভু সেথা চলে তীর্থভুমে খেতে বনভোজন
মাটির মমতার স্পর্শে কৃষাণ ,বাধে স্বপ্ন
শ্রমিক জেলে সেথা যায় চলে
আর সবুজের অরন্য ছায়া নীড় ঘিরে
দেখার যেন মিলেনা আঁশ হেরি দুনয়ন ।।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: পুস্প কাননে ঐ আঁখি ভেসে যায়
********* পরিবেশ বন্ধু কবি
পুস্প মল্লিকার রাঙা এ অধরে
লাগে কত ভাল মোহনীয় নজরে
ছুটে যায় পত্র সখিগনের কুপায়
স্মৃতিরা দেয় নাড়া কত মমতায়
জড়িয়ে কুসুমের নন্দিত মালারে ঐ
আকাশের যত মেধ মিতালি গড়িয়া
দেয় কত সুখ বৃষ্টি যাছিয়া
বিরহি এ মনে সুভাসও ঝরেরে ঐ
মধু লগনে প্রিয়মুখ ছায়া হয়
পুস্প কাননে দুটি আখি মিশে রয়
তবু মন অনুক্ষন সেথা যায় ওরে রে ঐ ।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: তোমার ছায়া
************
রোমান্টিক গিতি কবিতা
*********** পরিবেশ বন্ধু
সে যে মন ভুলে অভিমান লয়ে চলে গেলে দূরে
আজও সে রোধন বাঁশি শুনি
গহন ও নিরব ও লগনে
সরব ও সজিব ও ভোরে ঐ
পত্রালিকায় শিশিরের কনা মুক্তূর মালা হয়
সূর্যের দীপশিখা সাত রঙে আঁকা রয়
সেই সে সময়ে নয়ন ও মেলে
জেগে থাক তুমি আমার এ অন্তরে ঐ
নদী ঝিলে ফুটে ঢেউ বয়ে চলে জল
আকাশের গাঁয়ে আঁকা শুভ্র সফেদ মেঘের ও দল
মৃদুল হাওয়ায় , ফুলের সুভাস তাই রাঙায়
সেই আবেশে উদাসি মনে শুধু তোমারি ছায়া ভিড়ে ঐ
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: মুক্তিপন
***********পরিবেশ বন্ধু
তোমাকে এত ভালবাসি যে,
সারাটা বিষণ্ণ বিকেল নিরানন্দ হয়ে যায়
এক নজর না দেখায় ।।
তোমাকে এত ভালো লাগে যে ,
ফুলের সুভাস যখন আঙ্গিনায় জুতি ছড়ায়,
প্রজাপতি শিষ দিয়ে ওড়ে দাবমান হাওয়ায়
রঙিন পাপড়ি র মাঝে সব টুকু সুখ আহরনে,
তার চাইতেও বেশি সুখ মিলে তোমার ছুঁয়ায় ।।
তোমাকে এত মনোরম লাগে যে ,
ভোরের সূর্য যখন ঝলসে উটে পাঠে
অন্ধকার ছাপিয়ে আবির রাঙ্গা আলয়ে ,
তার চাইতেও বেশি ভাল লাগে , সেযে মোহ মায়া
আবেশে এ মন
মিশে নিরব ক্ষন পাই তোমারি ছায়া ।।
চাঁদের হাসি বাধ ভেঙ্গে যায় আধার করে জয় ,
তারি চাইতেও তোমারই হাসি স্বপ্নের বাধ্ ভেঙ্গে
ভাললাগা সূর্য উদয় দেখি আমার এ হৃদয়
তুমি ছাড়া নাই সুখ, বিষণ্ণতা আসে কভু
নিরন্তর শুন্যতায় জাগে শিহরন
তৃষিত হয় কখন বেদনায় বুক
ভারাক্রান্ত অবিলাসে খুজে মুক্তি পন ।।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: আজ মনে পড়ে
************
পরিবেশ বন্ধু
, তার ছায়া ভাসে চাঁদের মিষ্টি জোছনায়
আর আমি গুনি , সেই প্রতিক্ষার ঝিলমিল নিরব লগন
অন্ধকার ফুড়ে উদয় বসন্তে , জোনাকির মিটিমিটি আলোয়
নীল জলের ছায়ায় , আর হাওয়ার দুলায় সবুজ শান্তির নীড়ে ,
সেই তুমি মায়াবিনী পাশে এসে
ভাললাগার যত আনন্দ হয়ে ,
স্বপ্ন ভাঙ্গিয়ে ,জয় করে নেয়া সেই মধুময় ক্ষন , বড় মনে পড়ে ।।
আর , আমাকে ছুঁয়ে ভেসে নদী জলে
কলসির ভেলায় , ছিলে মজে খেলায় ,
ঢেউ এর দুলায় মন সেথা উড়ে যায় ,
মিতালি আঁকা সেই নীল আকাশের সাদা সাদা মেঘ ,
তরঙ্গে নাছে উম্মুক্ত হাওয়ায় ,
আমার ও নয়ন উদাস হয়ে আজও সেথা যায় ফিরে
বড় মনে পড়ে তারে বড় মনে পড়ে ।।
আর রুদ্র রঙিন পাখা মেলে ভোরের পাখিরা জাগে কলতানে
ঘুম ভাঙায়ে যায় আবির কুসুম
তুমি এসে চুপি চুপি কাঁকনের বাজনা বাজিয়ে ,
গুন গুন সুরে কান মলে দূরে ,
বৃষ্টির ছন্দের মত সেথা আজও ভাসে কানে
সেই মিষ্টি হাসি স্নিগ্ধ মমতায় লুটায়ে পড়ে , হৃদয়ের নীড়ে
তারে মনে পড়ে তারে মনে পড়ে ।।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২
মাগুর বলেছেন: অসাম হৈচে

তবে নারি বানানটা ঠিক করে নারী করে দিলে ভালো হয়