নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কটি ইসলামী কবিতা

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

ইসলামী কবিতা

**************** ইসলামের নুর



********************************



কানায়ে কাবা

***********

কানায়ে কাবা আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত

তাওয়াব করলে মিলে অগনিত রহমত

১ম নবী আদম আ এর গড়া

এবং শেষ নবীজী সা এর স্পর্শে সাড়া

বিশ্ব মুসলিম সেথা করে হজ্ব

মুমিনদের পুন্যস্থান সেথা যাওয়া ফরজ ।।

আল্লাহর ক্ষুত্রতি সওদা লয়ে

মুসলিম সেথা সিজদায় পড়ে লুটায়ে ।।

পাপ যত ঝরে যায় কাল পাথরের ছুঁয়ায়

আত্মার নির্মল প্রশাতি কানায়ে কাবায় ।।



আল কোরআনের বানী

************

আল্লাহ্‌র বানী অনন্ত অসীম রহমতের নুর

যার কণ্ঠে তা ফুটে সুললিত হয়ে সুমধুর

ধন্য সে প্রিয় বান্দা রাখে ভরসা ইলাহের

সুখবর তার আসে নিশ্চিত জান্নাতের ।।

তাই পবিত্রতায় দিলে জ্বালি আল কোরআন

নবীজীর শাফায়ত মিলবে পড় হে মুসলমান ।।

দুনিয়া ও আখেরাতের মুক্তির কথা সেথা রয়

সুন্দর সরল জীবন গড় লভে আল্লাহর পরিচয় ।।



আল কোরআন মহান আল্লাহ তায়ালার বানী

মহা অমুল্য রত্ন

রাখ দিলে যত্ন

মিলবে সব পুণ্য দুনিয়া ও আখেরাত এর মুক্তি যামিনী ।।

আল্লাহর রহমতি নুর

আর যত হেদায়েত রয় তার প্রতিটি অক্ষরে মিশে

সৃষ্টি ব্রহ্মাণ্ডের সব তার ভিতর লুক্কায়িত রয়

পড় হে মুসলিম পবিত্রতায় গভির ভালবেসে ।।

জান্নাতের নুর মোহাম্মাদ সা এর নিকট মানবের তরে

আসিল কোরআন উজ্জ্বল জীবনাদর্শ হয়ে

মুক্তির আলোয় ধিকে ধিকে ইসলামের দিশা লয়ে ।।



আল কোরআনের বানী

*********** পরিবেশ বন্ধু



আল কোরআনের বানী রাখি হৃদয় মাঝে

যার প্রত্যাক টা অক্ষর রহমতের নুর হয়ে বাজে ।।

যেজন তারে রাখি দিলে তার স্বজন হয় নুরে খোদা

যিনি তামাম মাখলুখ এর সৃষ্টি সমুদয় করলেন পয়দা ।।

রহস্য আর মানবের মুক্তি আলো পড় আল কোরআন

ধিকে ধিকে জ্বলে তার নুর হৃদয় এ রাখে মুসলমান

আল্লাহ ও রাছুলের মহান বার্তা ইসলামের সরোবর

এই মহান কিতাব নিঃসন্দেহে জান্নাতের দেয় সুখবর ।।

নর আর নারি ইজ্জত কর মেনে তার বিধান

অন্ধকার দূর হবে তারি শাশ্বত বানী গড় আদর্শ জীবন ।।



কালমা শরিফ

*************



সাত আসমান এর চাইতে ভারী এই কালমা খান

এই কালেমা সদাই পড় মুমিন মুসলমান ।।

আরশ কুরশি লৌহ কলম সবার চাইতে ভারী

রাখ দিলে সযতনে লয়ে নামটি স্মরি ।।

শান্তি ও জান্নাত লভিতে কালমা সওদা কর

অনাবিল প্রশান্তি লয়ে দিবানিশি পড় ।।

সুখে দুখে সব সময়ে রাখি কালমা সাথি

জ্বলবে তব হৃদয় মাঝে ঈমানেরই বাতি ।।

দুনিয়া ও আখেরাতের তরে কালমা যে নুরেলা

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাছুলুল্লাহ ।।



মাবুদের কি মধু নাম শান্তি লাগে স্বরিলে

পড় সে নাম অহে মুমিন বইসা গভীর নিরলে ।।

নবী অলি মানব জীন হুর গিলমান আর ফেরেস্তারা

মধুর নামটি করে স্মরণ দিবানিশি মাতোয়ারা ।।

যেথায় যত কুল মাখলুখাত ঐ নামেরই রশি ধরে

সারাবেলা হয় রে সজীব রহমতের সওদা করে ।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
কানায়ে কাবা'র মানে কি বন্ধু ??

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: কানায়ে আরবি শব্দ বাংলা অর্থ মহা মুল্যবান আর কাবা অর্থ আল্লাহ প্রদত্ত রহমতের ঘর ।।
ধন্যবাদ , অনেক ভাল থাকেন সব সময় ।।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: প্রিয় দেশ বাসী ও বন্ধুগন
*******
আমাদের দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম বলেছেন , যদি তোমরা আল্লাহকে লাভ করতে চাও তাহলে সবার আগে মানুষ কে ভালবাসতে শিখ ।।
আমাদের পরিচয় আমরা মানুষ জাতী , আল্লাহর সকল সৃষ্টিসমুদয় মানবের উপকারের জন্য বানিয়েছেন ।
এবং মানুষের মধ্য দিয়েছেন বুদ্ধি , বিদ্যা ও বিবেক যা অন্য কোন জীব সত্ত্বার মধ্য নেই ।
এই মানুষ এর মাধ্যমে আল্লাহ পাক যুগে যুগে তার মহান পরিচয় কে তুলে ধরেছেন । আল্লাহ পাক বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি যেন তোমরা তোমাদের সম্মেখ জ্ঞান কাজে লাগিয়ে তোমাদের মহান সত্ত্বাকে চিনতে পার ।।
আর যারা ভাল কাজ করে এবং তার ইলাহের প্রতি শুক্রিয়া আদায় করে ,তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত এবং সম্মানজনক জীবিকা ।।

আমরা মানুষ
********** পরিবেশ বন্ধু , সবাইকে অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা ।।

হে মানব জাতী , আল্লাহর শ্রেষ্ঠ অনুদান রয় তোমাদের মাঝে
জ্ঞান , বিবেক , বুদ্ধি আর সামাজিক সঞ্চালন নানা কাজে
তোমাদের প্রতি কত কল্যান দিয়েছে জগত সুন্দরে কত বিচিত্রতায়
আকাশ আলো , মাটি ,জল তরুলতা বায়ু নিবেদিত প্রানে তোমাদের সেবায় ।

দিয়েছে তারুন্য ভরা যৌবনের ক্ষন , গ্রীষ্ম বর্ষা বসন্ত লগন
দিয়েছে ঘ্রাণ ফুল ও ফসলে মনোরম দেখিতে হেরি দুনয়ন ।।
দিয়েছে রসনা বিলাস ক্ষুদা নিবারণে কতনা সজীবতায়
ফসলের মাঠ , সাম্যর হাট লভিতে আনন্দ ক্ষন কত জলসায় ।

আকাশ আলোক বাধিয়া প্রিতি ডুর উদিত হয় নিত্য ভোরের বেলা
চিনিতে তোমায় এই না ভুবন দিয়েছ রাঙায়ে সাজায়ে কত না খেলা ।।
মানবের তরে মানবের হৃদয় দিয়েছ বাহন বাধনে সমাজ
কত না সেরা মানুষ জাতী ইতিহাসের নানা অধ্যায় এ দেখি সে সাজ ।।

সুখে দুখে চিন্তা চেতনায় গড়ে মোদের শেখাও সত্যর যত বানী
আমরা মানব তোমারই সেরা সৃষ্টি হে বিধাতা দাও শান্তি আর মেহের বানী ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.