নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি ।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

গ্রাম বাংলার লোকজ উৎসব ।।





**************

বাউলের আসর **

গ্রাম বাংলার চেনা জানা সহজ সরল মানুষের আনন্দ বেদনার চিত্র ফুটে লোকজ সাংস্ক্রিতিক বিভিন্ন জলসায় , সেথা বাউল তার আপন মনের মাধুরি মিশিয়ে তুলে সুরের ঝংকার । যা শ্রুতাগনের মনোরঞ্জনে সময়ের খোরাক ।।

ইতিহাস ঐতিহ্যর নিরিখে বাউল গান বা লোক সংস্ক্রিতি

আজও সতেজ সুরের ইন্দ্রজালে । ,

এমন আধ্যাতিক সাধক বাংলার গৌরব কে গানে গানে সুরে সুরে বিশ্ব বুকে ছড়িয়ে দিয়েছে তার সাধনার আপন উজ্জলতায় । তাদের মধ্য , লালন ফকির , হাছন রাজা , আব্দুল আলিম , আব্বাসউদ্দিন , কবি জসিম উদ্দিন , রবি ঠাকুর , কাজী নজরুল ইসলাম এবং শাহ আব্দুল করিম প্রমুখের অবধান বিশ্ব বুকে চিরদিনের জন্য উজ্জ্বল ।



সেই সুর গ্রাম বাংলার বিভিন্ন জলসায় , উৎসব মেলায় নানা অনুষ্ঠানে আজও শুনা যায় মানুষের সম্ভারে ।।

এছাড়া , কিচ্ছা কাহিনী , যাত্রা গান , গাজি কালুর কিচ্ছা , ষাঁড়ের লড়াই , বৈশাখী , বসন্ত পৌষ পার্বণ মেলায় মানুষ খুজে পায় বাংলা সংক্রিতির এক অনবধ্য সাড়া । ।

এখনও বটের ছায়ায় বা কোন আউলিয়ার পবিত্র সমাধিকে ঘিরে শুনা যায় আধ্যাতিক সুর

*** সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন মজাইয়া পিঞ্জুর বানাইছে ।।

অথবা মন আমার দেহ ঘড়ি সন্ধান করি

কোণ মেস্তরি বানাইছে “”””””””

এক খান চাবি মাইরা দিছে ছাইড়া

জনম ভরা ঘুরতে আছে “””””””””””

** বাউলা কে বানাইলরে বাউলা কে বানাইল রে

হাছন রাজারে বাউলা কে বানাইল রে

যেজন ও বানাইল বাউলা নামটি তাহার মাওলা

নাছিয়া নাছিয়া হাছন জপত নুরে আল্লাহ “”””””””

** হাছন রাজা জানত যদি বাচব কতদিন

দালান কোটা বানাইত করিয়া রঙ্গিন রে “”””””””

বাউলা আব্দুল করিমের গানে সহজ ভাবে ফুটে উটে লোকজ বাংলার চিত্র কথা

আগে কি সুন্দর দিন কাটাইতাম ২ বার

গ্রামের ঐ নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া “””””””””

অথবা

কেন পিরীতি বারাইলা রে বন্ধু ছাইড়া যাইবা যদি .

আরও অসংখ্য নাম না জানা জ্ঞানি গুনির কণ্ঠে আমরা আমাদের দেশীয় সংস্কৃতির লোকজ চিত্র লালন করি মুহূর্তের আনন্দ সম্ভারে হৃদয় মাঝে ।।















মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: আমার বাউল হতে মন চায়। মন মজালে ওরে বাউলা গান।


১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , খেয়াঘাট
ইচ্ছা আসলে কোন কিছুই অপূর্ণ রাখেনা , শুধু কার্যকর হতে সময়
লাগে ।।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার দেশের বাড়ি কোথায়?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুনামগঞ্জ এর ধরমপাশা উপজেলা , গ্রাম সৈয়দ পুর ।।
ভাল থাক বোন সব সময় ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.