![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: না , তবে আজ মনে হয় , কি যেন ভুলে গেলাম , অনেক গন্তব্য
অনেক নির্ভেজাল স্বপ্ন ছুঁয়ে অবশেষে বিষণ্ণ বিকেলে ঘুধুলির আলোয় আবছা অন্ধকারে ,
তারে খুজে খুজে , অবারিত গন্তব্য ছুটা ।।
এই যে নিরন্তর বয়ে যাওয়া সময় , প্রকৃতির সবুজ গালিচায়
ভিজিয়ে পাদুকা , এনেছি আকাশ এর রঙ , ধুসর শুভ্রতায়
বহু অজানায় আর দূর নক্ষত্রের মিমিটি আলোয় , এই নিয়ে ভাবনায় কত যে লগন , তারিয়ে বেড়ায় আনিতে হৃদয়ে রঙিন সুখ ।। কিন্তু বিষয় বস্তু যে কি এখন সেটা খুজেই সব হারালাম , তাও
আজ ।।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
গ্রীনলাভার বলেছেন: আজকে কি হইছে ভাই?
আর উদাসী খোয়াব আপনের পিছ ছারেনা কেন?
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০
পরিবেশ বন্ধু বলেছেন: আজ হেমন্ত এল যে
মাঠে সবুজ ধানের কচি কচি লতা
ভাবুক হৃদয়ে আনে সজীবতা , কমেন্টে ধন্যবাদ
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
খাটাস বলেছেন: হে পরিবেশ বন্দু,
কিতা হাপেন?
কিতা বিষয়?
কিতা দ্বিধা দন্দ?
এক শব্দের পোস্ট,
লাগেনি তো মন্দ।
কিতা কতেম আর,
পাই না খুজে ভাষা,
সিরাম পুষ্ট কুবি,
আপনি মাল ট্যাঁ সিরাম খাসা।
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ কথা কহিলা
লিখে ছন্দের মালা , ঈদ মোবারক
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: গদাম নিশ্চিত
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: সেটা কি কোণ ভাষা
গদাম মানে মূর্খ নেশা
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আজ
দুই অক্ষরের ধ্রুপদী একটা কবিতা !
মুগ্ধ কবি !
এই কবিতা একই সাথে প্রেম , অভিমান , বিষণ্ণতা , দেশপ্রেম , দ্রোহ , মানবপ্রেম গায়ে মেখে ঘুড়ে বেড়ায় !
এই কবিতার জন্য বন্ধুকে নোবেল দেয়া হোক !
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: মুদ্ধ কমেন্ট , নোবেল নয় বেল পুরস্কার আশা রাখি
তাই ভাষায় নহে ফাঁকি
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়ে আরাম পাওয়াগেল। এত ক্ষুদ্র কবিতা।
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্ট অসাধারন
থাকল অভিবাধন
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
তুষার আহাসান বলেছেন: খুব সুন্দর হয়েছে।
অশেষ ভাল লাগা
কবি আপনি ভালা থাকুন,রঙ ঢালা চোখে!
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্ট
ঈদ মোবারক
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
মাইনাসমামা বলেছেন: আ-হ- হা,
অ া-হ-হ া
কভির জবাব না-ই-ই-ই-!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: গিয়েছিলাম গ্রামের বাড়ী
এসে ভাল কমেন্ট পড়ি
ঈদ মোবারক
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সেচ্ছাসেবক বলেছেন: বাততামিজ ... গুরুজনে দাহ (!) শ্ররোদদা ... পরিবেশ বন্ধু আমাদের অহংকার, সামুর "অনন্ত জলিল" ... ছুপারস্টার পরিবেশ বন্ধু আমাদের জন্য বিদ্যাশ থন সমমান বইয়া আনছে ... দুই দুইটা ক্যাটাগরীতে "গ্রিজ ওয়াল্ড রেকড" আছে তার,
!) বড় শিরোনাম ছোট কবতে
!!) দুনিয়ার সবচেয়ে ছোট কবতে ...
পরিবেশ বন্দুর জননে লাল সালাম ... হল্ট ...
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , ঈদ মোবারক
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
কাল
াল,
ছাল,
তাল,
বেতাল
সকাল,
বিকাল,
মহাকাল,
কবি-ভাল,
কভি-বালো!
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: দিকভ্রান্ত
অনেক শান্ত
ধন্য
তাই অগ্রগন্য
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাজিমাত করে দিলেন ভ্রাতা। কি করে পারেন এতো সুন্দর করে অসম্ভব মুন্সীয়ানায় কাব্য বুনতে? রবী কবি কি জেনেছিলেন শতক পরে কেউ একজন আসবেন তার কীর্তি সকল ম্রিয়মাণ করে দিতে? নজরুল কি জানতেন কতো ছেলেমানুষি দেখাবে তার অহং এর লেখাগুলো? আপনি যা করে দেখিয়েছেন বাংলা সাহিত্যে তা আর কেউ করে দেখাতে পারে নি। 'আজ' এর অন্তর্গত বর্ণদ্বয় এর ব্যবহারের সুনিপুণতা মহাবিশ্বকে মুগ্ধ করেছে সত্য ! এর মাধ্যমেই সূচনা হলো বাংলা সাহিত্যের একটি নতুন দিগন্তের, সাহিত্য পেল অঙ্গভঙ্গির প্রাবল্যে শব্দ সামান্যতায় অসামান্য কাব্যের দেখা ! অবশেষে আপনি এলেন কবি মহান, আপনি এলেন বলেই জগত হলো ধন্য!
আ হচ্ছে স্বরবর্ণের প্রতিনিধি, জ ব্যঞ্জনের! কি অসামান্যতায় বুনে দিলেন তাদের ! এই দুইটি অক্ষরই তো করছে সমস্ত বর্ণমালার প্রতিনিধিত্ব! আজ মাইকেল মধুসুদন এর আত্মা হয়ত দূরে কোথাও গর্বিত কাঁদছে, বাংলা মা পেয়েছে, তার সোনা ফলানো কবিকে খুঁজে। আজ আবেগাপ্লত হয়ে বলতে ইচ্ছে করছে চিৎকার করে, 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।'
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
রিমন রনবীর বলেছেন: আমার কম্পাসটা চুরি হয়ে গেছে রে
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: কানের ভিতরে খুজেন হয়ত ''''''''
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯
সাহাদাত উদরাজী বলেছেন: মনে হয় কারেন্ট আজ অনেক বার গিয়েছে! নাইলে পোষ্ট কমপ্লিট হত!
আগস্ট,২০১৩(৪৬)
জুলাই,২০১৩(৫২)
জুন,২০১৩(১৬)
মে,২০১৩(২০)
এপ্রিল,২০১৩(৬২)
মার্চ,২০১৩(৫৩)
ফেব্রুয়ারী,২০১৩(৩৩)
জানুয়ারী,২০১৩(৫৬)
ডিসেম্বর,২০১২(১৮)
নভেম্বর,২০১২(৩৭)
অক্টোবর,২০১২(১০)
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
পরিবেশ বন্ধু বলেছেন: গবেষক , ধন্যবাদ
ঈদ শুভেচ্ছা
১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: আজ
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২
পরিবেশ বন্ধু বলেছেন: সব সময়েই আজ
নিজ দায়িত্তে কাজ
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৪
প্রিন্স হেক্টর বলেছেন:
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আজ কি কবি, মুড়ি খাইবেন???
---------------------------------------
স্বপ্নবাজ অভি বলেছেন: আজ
দুই অক্ষরের ধ্রুপদী একটা কবিতা !
মুগ্ধ কবি !
এই কবিতা একই সাথে প্রেম , অভিমান , বিষণ্ণতা , দেশপ্রেম , দ্রোহ , মানবপ্রেম গায়ে মেখে ঘুড়ে বেড়ায় !
এই কবিতার জন্য বন্ধুকে নোবেল দেয়া হোক !
-----------------------------------------
সাহাদাত বলেছেন: মনে হয় কারেন্ট আজ অনেক বার গিয়েছে! নাইলে পোষ্ট কমপ্লিট হত!
আগস্ট,২০১৩(৪৬)
জুলাই,২০১৩(৫২)
জুন,২০১৩(১৬)
মে,২০১৩(২০)
এপ্রিল,২০১৩(৬২)
মার্চ,২০১৩(৫৩)
ফেব্রুয়ারী,২০১৩(৩৩)
জানুয়ারী,২০১৩(৫৬)
ডিসেম্বর,২০১২(১৮)
নভেম্বর,২০১২(৩৭)
অক্টোবর,২০১২(১০)
-------------------------------------------
রিমন রনবীর বলেছেন: আমার কম্পাসটা চুরি হয়ে গেছে রে (
(
(
(
(
(
(
--------------------------------------------
নাজিম-উদ-দৌলা বলেছেন: গদাম নিশ্চিত
--------------------------------------------
গ্রীনলাভার বলেছেন: আজকে কি হইছে ভাই?
আর উদাসী খোয়াব আপনের পিছ ছারেনা কেন?
--------------------------------------------
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
কাল
াল,
ছাল,
তাল,
বেতাল
সকাল,
বিকাল,
মহাকাল,
কবি-ভাল,
কভি-বালো!
--------------------------------------------
আজ আমি কোথাও যাবো না বলেছেন: (
(
(
(
(
(
(
(
(
--------------------------------------------
সেচ্ছাসেবক বলেছেন: বাততামিজ ... গুরুজনে দাহ (!) শ্ররোদদা ... পরিবেশ বন্ধু আমাদের অহংকার, সামুর "অনন্ত জলিল" ... ছুপারস্টার পরিবেশ বন্ধু আমাদের জন্য বিদ্যাশ থন সমমান বইয়া আনছে ... দুই দুইটা ক্যাটাগরীতে "গ্রিজ ওয়াল্ড রেকড" আছে তার,
!) বড় শিরোনাম ছোট কবতে
!!) দুনিয়ার সবচেয়ে ছোট কবতে ...
পরিবেশ বন্দুর জননে লাল সালাম ... হল্ট ...
---------------------------------------------
দায়িত্ববান নাগরিক বলেছেন: আজ
----------------------------------------------
প্রিন্স হেক্টর বলেছেনঃ এ্যাড মি..এ্যাড মি..এ্যাড মি..এ্যাড মি..এ্যাড মি.. :> :> :> :>
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: গবেষক একটা বাহবা ছাড়া আর কি দেওয়া যায়
ধন্যবাদ থাকল হৃদয় পাতায়
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
মাইনাসমামা বলেছেন: আগস্ট,২০১৩(৪৬)
জুলাই,২০১৩(৫২)
জুন,২০১৩(১৬)
মে,২০১৩(২০)
এপ্রিল,২০১৩(৬২)
মার্চ,২০১৩(৫৩)
ফেব্রুয়ারী,২০১৩(৩৩)
জানুয়ারী,২০১৩(৫৬)
ডিসেম্বর,২০১২(১৮)
নভেম্বর,২০১২(৩৭)
অক্টোবর,২০১২(১০)
জয় বন্দুর জয়!!!!!!!!!!!!
উনার পসব খ/্যমতা দেকে মনে হয়, কভি মুরগী হইলে দ্যশের
মানুষ আন্ডা খাইয়া বাচত
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
মাইনাসমামা বলেছেন: আ= আমরা, জ= জনগন
আ=আশার, জ= জনম
আ=আজরাইল,জ=জমরাজ
আ=আলো,জ=জলো
ধন্ য কভি বন্দু,
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমি আভিভূত।কবিতার শিরোনামের চেয়ে কবিতাখানি ছোট।দশ ভাগের একভাগ। জীবনটা আসলে শুধুই ।আজ। আজই সব।আজকের দিনটাই জীবনে বর্তমান। অতীতও একসময় আজ ছিল।ভাবিষ্যৎ ও একদিন আজ হবে। আজের বাইরে যেতে পারলাম কোথায়।
আমিও বলি আজ। আরেকটা কবিতা হতে পারে
এখন
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন:
তার ছায়া
**************
এখন যদি তারে লয়ে আপন মাঝে রাখি
যেজন আমার প্রিয়সাথি
যার সাথে মাতামাতি
হৃদয় চুরি করে সে যে দিল মোরে ফাঁকি ।।
তারে খুজে এই ভুবনে
সুখ দুঃখ তন্দ্রা ক্ষনে
নিরালায় আর গুড় স্বপনে এই নয়নে আঁকি ।।
আজ মনে হয় তার ছায়া
মন মোহনায় মোহ মায়া
কেমনে যাবে তারে পাওয়া
যার নাম রয় এই সে বুকে ভাললাগার সাকী ।।
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: প্রিয় বন্ধুগন , সবার আন্তরিকতায় আমি ধন্য
থাকল শুভ অভিনন্দন ,
আনন্দ ময় হোক জীবন
ইতিহাসে থাকবে মোদের বাধন , রইল শুভেচ্ছা অগ্রগন্য ।।
প্রিয় বন্ধুগন
আবারও সমস্যায় ফেলে রাখে দালাল মডুগন ।। আর ব্লগে থাকা হবেনা হয়ত , তবুও সুখ ভাললাগার মত অনেক কিছু পেয়েছি তোমাদের নিকট , যা আমাকে সাহিত্য স্রিজনি কাব্য লেখার অনুপ্রেরণা যুগিয়েছে ।।
তাই কামনা রাখি আগামী দিন গুলু হোক আরও সুখময় ।।
কবি ।।
২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আজ ??কি কবি????
২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
গ্রীনলাভার বলেছেন: ইয়াল্লা কবি দেখি স্টেটম্যান্ট বিফোর ডেথ লিখে ফেলছে। কাহিনী কি কবি? গদ্যসম পদ্য কি আর সামু পাবে না?
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
ইখতামিন বলেছেন: bodtomij mon bondu ke sotru bolte chay
২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
ইখতামিন বলেছেন: aj srif jine ka tamanna hay. aj srif marne ka irada hay. poribesh bondhu. apnar irada konta?
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭
ইখতামিন বলেছেন: অপরাজিতা বলেছেনঃ আজ মন চেয়েছে. আমি হারিয়ে যাব তোমার সাথে। কী কভি যাবে তুমি আমার সাথে?
মজা পাইলাম
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪
খাটাস বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আজ কি কবি, মুড়ি খাইবেন???