![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মুক্তিপন
***********পরিবেশ বন্ধু
তোমাকে এত ভালবাসি যে,
সারাটা বিষণ্ণ বিকেল নিরানন্দ হয়ে যায়
এক নজর না দেখায় ।।
তোমাকে এত ভালো লাগে যে ,
ফুলের সুভাস যখন আঙ্গিনায় জুতি ছড়ায়,
প্রজাপতি শিষ দিয়ে ওড়ে দাবমান হাওয়ায়
রঙিন পাপড়ি র মাঝে সব টুকু সুখ আহরনে,
তার চাইতেও বেশি সুখ মিলে তোমার ছুঁয়ায় ।।
তোমাকে এত মনোরম লাগে যে ,
ভোরের সূর্য যখন ঝলসে উটে পাঠে
অন্ধকার ছাপিয়ে আবির রাঙ্গা আলয়ে ,
তার চাইতেও বেশি ভাল লাগে , সেযে মোহ মায়া
আবেশে এ মন
মিশে নিরব ক্ষন পাই তোমারি ছায়া ।।
চাঁদের হাসি বাধ ভেঙ্গে যায় আধার করে জয় ,
তারি চাইতেও তোমারই হাসি স্বপ্নের বাধ্ ভেঙ্গে
ভাললাগা সূর্য উদয় দেখি আমার এ হৃদয়
তুমি ছাড়া নাই সুখ, বিষণ্ণতা আসে কভু
নিরন্তর শুন্যতায় জাগে শিহরন
তৃষিত হয় কখন বেদনায় বুক
ভারাক্রান্ত অবিলাসে খুজে মুক্তি পন ।।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: তোমায় নিয়ে
*********** পরিবেশ বন্ধু কবি
বহুদিন পর তুমি এলে
হৃদয়ে বিরহ বেদনা
আজ মনে হয় বিষণ্ণ বিকেলে ,
ভেসে নোনা জলে
সুরভিত লগনে আনত নয়নে শুধু যাতনা ।।
মন ভেসে রয় , ভেঙে খেলাঘর
তোমারই পরশে জেগে থাকি নিরন্তর
যদি চাও পাশে এসে
দাও সুখ ভালবেসে
কেটে যাক বিষণ্ণ যত বাসনা ।।
জগতের সব স্মৃতি
কুসুম কোমল অতি
তোমা ছাড়া হায় কিছু ভাল লাগেনা ।।
হে হৃদয়েশ্বরি
এস মন প্রান ভরি
খুজে নেই ভালবাসার এক সুখ ঠিকানা ।।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: আমার দেশ হৃদয়ে আঁকা
*************
আমার বাংলা জাগে নিত্য ভোরে
এত তার রূপ
কত অপরূপ
দেখার যেন নাই শেষ , তব নজরে ।।
বেশ সুন্দর
রূপে মনোমুগ্ধকর
বাংলার ছবি
তুলনা যে নাই , তারি ছায়ায় জুড়ায় অন্তর ।।
মন ভরে দেখি
আমার এ দেশ
সবুজ গালিছায় আঁকা
জেগে থাক হৃদয়ে , আমার এ বাংলাদেশ ।।
নদী বয়ে যায়
দুচোখ জুড়ায়
তীর ঘেঁষে ছুট গ্রাম জাগে
মেঠূ বন পথ আঁকা বাঁকা মাঠের কিনারায় ।।
সবুজ কাননে
দুলে ফুল ফসলে
ছায়া ঢাকা মনোরম চিত্র ভাসে
কত মমতা জাগে আমারও এ দেশের কুলে ।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: বাঁধন হারা
*********** পরিবেশ বন্ধু কবি
১০ /৬ । ১৪২০ বাংলা
মিরপুর , ঢাকা
কত সুখ জাগে মনে
কত সুর কানে বাজে
রাঙা ফুলেরা হাসে
অভিমান ভরা লাজে
তারে চিনি গো চিনি
একলা চলার উদাস লগনে
সে বড় মায়াবিনী
অন্তর জুড়ে বাস স্বপনে
নিরবধি ছায়ার মত
ফুলের সৌরভে গো সাজে ঐ
কত যে আপন সে যে
করে খেলা জাগরনে মিশে
এত যে ভালবাসা
ঝরে তোমার ও আঁশে
নীড় হারা অজানায়
চল যাই হে প্রিয় বাঁধন ও মাঝে ঐ
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: বাঁধন হারা
*********** পরিবেশ বন্ধু কবি
১০ /৬ । ১৪২০ বাংলা
মিরপুর , ঢাকা
কত সুখ জাগে মনে
কত সুর কানে বাজে
রাঙা ফুলেরা হাসে
অভিমান ভরা লাজে
তারে চিনি গো চিনি
একলা চলার উদাস লগনে
সে বড় মায়াবিনী
অন্তর জুড়ে বাস স্বপনে
নিরবধি ছায়ার মত
ফুলের সৌরভে গো সাজে ঐ
কত যে আপন সে যে
করে খেলা জাগরনে মিশে
এত যে ভালবাসা
ঝরে তোমার ও আঁশে
নীড় হারা অজানায়
চল যাই হে প্রিয় বাঁধন ও মাঝে ঐ
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: রোমান্টিক কবিতার বই
**********
মুক্তিপন ।।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: তারে মনে পড়ে
********* পরিবেশ বন্ধু
রুদ্র ছায়ায় নয়নের নীড়ে
তার ছবি সেথা রয় আঁকা
কত যে আলপনা দ্রুতে এসে ভিড়ে
মনের আঙ্গিনায় মিশে জেগে থাকা ।।
ভাবুক মন খুজে শুধু তারে
যেজন আপন নিরবধি
সেই প্রিয়মুখ গভীর নজরে
কভু স্বপ্নের নীড় বাধি ।।
শান্ত লগন কভু অন্নেসায়
নিরন্তর জাগে বিরহের দুলায়
নক্ষত্র খচিত নিশুতি রাত
নিজেকে রাঙায় তারি ছায়ায় ।।
স্বপনের মাঝে তাই কারুসাজে
এঁকে রাখি সেই ভালবাসার ফসল
যার লাগি ঝরে পড়ে
আঁখি গঙ্গায় বেদনাবিধুর অশ্রু জল ।।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: সত্যর আলো হৃদয়ে জ্বালো
*********** পরিবেশ বন্ধু কবি
আসলে সত্যই সুন্দর নির্মল ,
হৃদয়ে আনে সুখ বারতার ধ্বনি /
সত্যর মাঝেই আলোকিত হয় ,
জীবন চলার দ্বীপ খানি
হৃদয়ের মাঝেই বিশ্রিত এক জগত
খুজে সে রহস্য যত অজানায়
বিশালতায় তারে যদি জয় করা যায়
সুপ্ত গভীর ভালবাসায় ।।
এস যত অন্ধ কুহক পায়ে ধলে
হৃদয়ের অবারিত দোয়ার খুলে
মানুষ নামে ভ্রান্ত পঙ্কিলতা ঝেরে
এস সত্যর ফুল ফুটাই হৃদয়ে জ্বেলে ।।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদের খুশি
********************
, সবার মনে তাই উৎসবের দোলা
ঈদ মোবারক সব হৃদয়ে
দূর হোক ভেদাভেদ মন নিলয়ে
বয়ে যাক আনন্দদ্বারা তায় সারাবেলা ।।
এস সবে আপন ভেবে
স্বপ্ন গড়ি ভালোবাসায়
ঈদ আর উৎসবে সবাই আয় ছুটে আয়
হাসি খুশি মনটারে রাখি ভাল রাঙ্গা জলসায় ।।
নহে ব্যাবদান এস সবে মিশি
ঈদ মোবারক সবার তরে তাই হাসি খুশি ।।
৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২
পরিবেশ বন্ধু বলেছেন: কিছু উপলব্দি
*********
নিয়মের চাকায় জীবন নড়ে
চাহিদা মেটানোয় যোগাযোগ বাড়ে
ভাল লাগা থাকে শুধু অন্যর গাড়ে
আর ধুয়াশা জন্মে মনের নীড়ে '
তবুও জীবন থেমে থাকেনা
ছুটে চলে দিগন্তে জয় করে অজানা ।।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
মাহবু১৫৪ বলেছেন: মিশে নিরব ক্ষন পাই তোমারি ছায়া ।।
চাঁদের হাসি বাধ ভেঙ্গে যায় আধার করে জয় ,
তারি চাইতেও তোমারই হাসি স্বপ্নের বাধ্ ভেঙ্গে
ভাললাগা সূর্য উদয় দেখি আমার এ হৃদয়
+++++++
ভাল লাগলো