নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ভ্রমনে কিছুক্ষন রাজধানি ঢাকা ।।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

ভ্রমন কিছুক্ষন

************

বনানী সেনানিবাস ও ফ্লাই ওবার দর্শন ।।

**********

মিরপুর ডি , এইছ , এস ও থেকে রিক্সা যোগে সরাসরি গেলাম ফ্লাই ওবার দিয়ে সেনানিবাস , অপরূপ সুন্দর নির্মাণ শৈলী ।।

বায় রোডে গেলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর , আর প্রাকৃতিক বুক্ষ শোভিত মনোরম পরিবেশ বিকেলের বিষণ্ণতা কাটিয়ে যেন পাই এক সুখ স্মৃতি রঙিন মুহূর্ত ।।

রাস্তার ফুট পাত ঘিয়ে অসংখ্য মুদির দোকান ।।

তেমনি চা পান করার উদ্দেশ্য এখানে থামলাম কিছুক্ষন ।।

পাশেই দেখলাম মহিলা কলেজ , এবং বয়েজ স্কুল ।। ছাত্র ছাত্রিদের পদচারনায় মুখরিত ক্যাম্পাস আঙিনা ।।

সেনাবাহিনীর নিরাপত্তা কর্মী আমাকে জানাল ভাই এখান দিয়ে তো রিক্সা দিয়ে আসা নিষেধ ।।

আমি পরিচয় দিলাম , এবং বললাম সারা বাংলাদেশে এমন কোন স্থান বাকি নেই যে কেহ আমাকে নিষিদ্ধ করবে ।। সাহিত্যিক রা হল দেশের হৃদয় ।।

একজন অফিসার এসে আমাকে ছালাম দিল , হয়ত তিনি আমাকে জানেন ,আর কোন বাধা রইলনা ।।



ভ্রমন পাঠ

********* পরিবেশ বন্ধু কবি



বিকেলের সূর্যাস্ত যাবে পাঠে

ঘুধুলির রাঙা আলো সবুজ মাঠে

আকাশে শরতের ছেড়া ছেড়া মেধ

মুদুমুন্ধ হাওয়ার অর্বাচীন বেঘ

নীড়ের সন্ধানে পাখিদের ওড়া

ভারি মুগ্ধ লাগে দেখে নয়ন জুড়া ।।

এখানে সেখানে বসা প্রেমিক যুগল

মনের আঁশ মেঠায়ে করে কোলাহল

শ্রমিকেরা কাজ সেরে ছুটে যায় নীড়ে

নানা যান এর শব্দ কভু শিষ কেটে ফিরে ।।

কত রঙের মানুষেরা সেথা চলে একসাথে

সুললিত আযানের সুর আসে মসজিদ হতে

আনন্দে নাছে গায় কিশোরের দল

কাশবন আর লেকের পাড়ে জল টলমল ।।

বিচিত্রতায় দেখি ঢাকার অপরূপ ছবি

সারি সারি দালান বাড়ি , আর কত অজানা হবি ।।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবি, রিক্সার ঘটনাটা কি সত্যি?

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যিই সত্য , ঈদ মোবারক ।
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলা নেব সখি ;;;;;;;; ভাল থাক স্বর্ণা
শুভকামনা

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্ট মোডারেটর মাঝে মধ্য আটকে যায় , এজন্য মুশকিল ।
স্বর্ণা বহুদিন পর ব্লগে এলে
আর মন্তব্য যা তা অবশ্যই সত্য
একটা কথা সব সময় জানা চাই , লেখক গন যা লিখে তা সত্য লিখে
। মন্তব্য ধন্যবাদ ।।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: হা হা হা এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, আপনি এখনও বাংলার পরিবেশ কবিকে চিনেন নাই... তিনি ওভারব্রিজে যদি সাইকেলে করেও যান সেনাবাহিনীর অফিসারেরা উনাকে এসকর্ট করে নিয়ে যাবে।

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: অতিরঞ্জিত কথার জন্য দুঃখ বোধ জাগল , তব ঈদ শুভেচ্ছা ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

হাসান মাহবুব বলেছেন: অফিসার আপনার পাও ধইরা কদমবুচি করে নাই?

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: নয়নের আলোয় যা দেখিবারে পাই
তাই লিখে যাই , অতিরঞ্জিত কথা বেশি ভাল নয়
তবুও রহস্যর আধারে অনেক জিজ্ঞাসা জেগে রয়
ঈদ শুভেচ্ছা থাকল , ধন্যবাদ

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: পরিবেশ বন্ধু, আপনাকে কে কি বলল সেই প্রসঙ্গ থেকে দূরে থাকি। আপনি বিকেলের যে মনোমুগ্ধকর প্রকৃতির বর্ণনা দিলেন তা খুব ভাল লেগেছে! আপনার চা খাওয়ার কথা পড়ে বারবার মনে হচ্ছিল এই অপরূপ পরিবেশ উপভোগ করার সাথে সাথে আমিও এক কাপ চা পেলে খুব দারুন হত!

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: চায়ের দাওয়াত থাকল একদিন কোন এক নিবিড় পরিবেশে ,
ধন্যবাদ ঈদ শুভেচ্ছা ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

মামুন রশিদ বলেছেন: মেয়রের ঢাকা শহর ভ্রমন :|


চোখে পড়ল মহিলা কলেজ, বাহ বাহ দৃষ্টির প্রখরতায় মুগ্ধ :P

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু ইতা কিতা কও , ভালা মাত রসিক মানুষ
থাকল ঈদ শুভেচ্ছা ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

খাটাস বলেছেন: সাহিত্যিক রা হল দেশের হৃদয় । কুবি আপনি সেই হৃদয়ের মুনি থুক্কুস মনি। :!>

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

পরিবেশ বন্ধু বলেছেন: ভালা ভালা কথা , মন ভরে যায়
ঘোড়ার ঘাস শেয়ালে খায় , ধন্যবাদ ঈদ মোবারক ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

প্রত্যাবর্তন@ বলেছেন: বস, আপনার আগমনী গানে ঢাকা মুখরিত হল ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১

পরিবেশ বন্ধু বলেছেন: আইন এর ঘড়ি , সমাজের সুনাগরিকের সুরক্ষায় মানবাধিকার প্রশ্নবিদ্ধ ।।
*********** ডঃ আল্লামা মাসুদ মিয়া শাহি ।।

মানবাধিকার ও ব্লাশফেমি আইনে ,সুপ্রিম হাইকমান্ড এবং যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এর অর্ডার ব্যতিত দেশের যে কোন সুনাগরিকের উপর গুলি করার কোন অধিকার আইন শ্রিংখলা বাহিনীর নেই ।।
ব্লাশ ফেমি আইনে , পরিস্কার লেখা , এ ধরনের মানবাধিকার লঙ্গনের জন্য আইনের লোকেরা মানবাধিকার নঙ্গনে তাদের উপর আনিত অভিযোগ সত্য প্রমানিত হলে বিনা বিচারে নাগরিকের অধিকার হরনের জন্য লঙ্গিত খুনের দায়ে তার বিরুদ্ধে আদালত কেন ? গ্রেফতারি সুমন জারী হবেনা এবং মানবাধিকার লঙ্গনে খুনের দায়ে কেন ? সাজা হবেনা তার জবাব দিহি আদালত বহন করবে ।।

স্বাধীন দেশের একজন সুনাগরিক যদি নানা রাস্ট বিরুধি অপরাধে জড়িত থাকে তাহলে আদালত তার বিরুদ্ধে সুমন জারী করার মাধ্যমে আইন পাশ হয়ার পর আইন শ্রিংখলা বাহিনী অভিযুক্ত কে গ্রেফতার করতে পারে , তাও স্বপক্ষে নিজেকে মুক্ত করার জন্য জামিন যোগ্য উকিল বা ম্যাজিস্টেট এর নিকট আবেদন সাপেক্ষে আইনি সহযোগিতা কামনা করতে পারে ।। নিরদুষ প্রমানিত হলে মুক্তি নয়ত সাজা ।।
আজ ক্ষমতাকে কুক্ষিগত করে আইন এর সংশোধন দেখিয়ে প্রকাশ্য জনসভায় সংসদ কমিটি মিছিল মিটিং দমনের উদ্দেশ্য আইন শৃঙ্খলা বাহিনী কে প্রকাশ্য নির্বিচারে অন্যায় ভাবে গুলি করার যে আদেশ সেটা সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্গন ।।

এজন্য যে একটা জনসভা স্থলে শুধু যে নিজ দলের মানুষ থাকে তা নয় । জনসভা
দেখার জন্য ও অনেক নিরীহ নারি শিশু ও সাধারন মানুষের বা পথচারীর সমাঘম ঘটে ।।
আর যদি কোথাও একই স্থানে একই সময়ে দু দলের বা অধিকাংশ জনতার মধ্য বিস্রিংখলার কোন আশংকা থাকে তাহলে স্থানীয় প্রশাসন , এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যাবস্থা নিতে পারে ।। যা উত্তেজনা প্রশমন হওয়ার আগ পর্যন্ত তা বলবদ থাকে ।।

আর যদি মাঠে একজন ফাস্ট ক্লাশ ম্যাজিস্টেট পরিদর্শন এলাকায় যায়
যদি সেথা অনিয়ন্ত্রিত সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকে নিজেদের সুরক্ষা করার জন্য তিনি তার নির্দেশ জারী করতে পিছপা হবেনা ।।

যুদ্ধ বিগ্রহের আশংকা থাকলে জেনারেল বা জাতীর কাণ্ডারি যারা সেনাপ্রধান বা প্রতিরক্ষা ইউনিট তাৎক্ষণিক দেশের সুরক্ষায় তার আদেশ ই হবে মুখ্য ।।
তাই স্বাধীন সুনাগরিক যদি চুর বাটপার বা অধিক ঘৃণ্য লোক হয় তবে তাকে নির্বিচারে গুলি করে মারার অধিকার আইন বহির্ভূত ।।

এক জন সুনাগরিক এর জন্য বরং আনিত অভিযোগ সাপেক্ষে তার বিরুদ্ধে সত্যতা প্রমানের মাধ্যমে তাকে আদালত সম্পূর্ণ সুযোগ সুবিধা দেয় ।।

হে ক্ষমতাসীন দেশ চালক আপনারা আর আইনের বুকে শিখল দিয়ে মিথ্যা আইন জাহির করে , আইন ও মানবাধিকার লঙ্গন থেকে অধিক সাবধান হওয়া সুনাগরিকের প্রতি রাস্টের কর্ণধার দের দায়িত্ব ও কর্তব্য ।।

২৪ / ৯ / ২০১৩ ইং , মিরপুর সেনানিবাস ১২ ।।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: সত্য জানুন , আইন বিভাগ ও বিচার বিভাগ সতন্ত্র হওয়ায় যত জটিলতা ।।
**************পরিবেশ বন্ধু

আইন বিভাগ সাংবিধানিক এবং সংরক্ষিত । যেমন অমুক আইনের এত দ্বারায় সুমন জারী বা প্রজ্ঞাপন জারী এবং কার্যকর ব্যাবস্থা বা বিধি নিষেধ বা দমন নীতি যুক্তিক মানবাধিকার প্রতিষ্ঠায় রাস্ট ও সমাজের সুরক্ষায় জীবন্ত দলিল ।।

আইন বিভাগ তদন্ত এবং মৌলিক দিক কে প্রাধান্য দেয় , এবং রাস্ট ও সমাজের শান্তি শ্রিংখলা আনয়নে আইনের শাষন এর যথাযথ ন্যায় নিষ্ঠ ভুমিকা পালন করে ।।
বিচার বিভাগ দেশ ও রাস্টের প্রতিরক্ষা এবং সুনাগরিকের যথাযথ
শান্তি ও নিরাপত্তা বিধানে সব ধরনের অপরাধ বা রাস্ট ও সমাজ বহির্ভূত কার্যক্রম এর বিরুদ্ধে উচ্চ আদালত এর মাধ্যমে এক বা একাধিক বিচারিক বেঞ্চের আওতায় সমুচিত শাস্তির বিধান জারি রাখে ।।

আইন বিভাগ প্রশাসনিক এবং সাংবিধানিক ।। সরকারের সংশ্লিষ্ট সব ধরনের কাজে আইনের শাষন সুবিন্যাস্ত এবং সব সময়ে কার্যকর ।।

কিন্তু বিচার বিভাগ তা নয় ।।
যে কোন বিষয়ে স্বাধীন হস্তক্ষেপ এর মাধ্যমে বিষর ভিত্তিক কাজ সম্পন্ন করা বিচার বিভাগের প্রযোজ্য ।। যেমন নির্বাচন কমিশন ।।
যখন নির্বাচনের সময় আসবে তখন নির্বাচন কমিশন এর ভুমিকা হবে সব রাজনৈতিক দলের জন্য নিরপ্রেক্ষ ।।
সে সংসদীয় কমিটি ভেঙ্গে দিয়ে স্বাধীন নিরপ্রেক্ষতা অর্জনের মাধ্যমে সুপ্রিম ক্ষমতাবলে তিনি তার দায়িত্ব নির্বাচন মেয়াদ শেষ অবধি পালন করবে এবং সংখ্যা গরিষ্ঠ বিজয়ী দলের নিকট ক্ষমতা অর্পণ করে কমিশন তার দায়িত্বে মুখ্য ভুমিকা পালন করবে ।। ইচ্ছা করলে , নির্বাচন কমিশন যে কোন রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় আইন শ্রিংখলা বাহিনী , র‍্যাব , ও সেনাবাহিনী কে তার কর্ম পরিকল্পনার সহযোগিতায় মাঠে নামাতে পারে ।।

বাংলাদেশ এর জন্ম সুত্র থেকেই আইন ও বিচার বিভাগ এক ছিল ।। বর্তমান সরকার আইন ও বিচার বিভাগ কে আলাদা করায় , একদিকে যেমন ক্ষতি অন্যদিকে তেমনি লাভ ।।

ক্ষতি হল বাংলাদেশ উচ্ছ আদালত এ প্রায় ৪ লক্ষাধিক মামলা এখনও ঝুলে আছে , গ্রুত নিস্পত্তি হয়নি ।।
আর লাভ হল , রাস্টের সকল প্রধান কেন্ত্রিয় বিভাগ স্বাধীন ।।
তবে দলীয় প্রভাব মুক্ত হয়নি এখনও ।।
যেমন দুর্নীতি দমন কমিশন ।।
শিক্ষা কমিশন , নির্বাচন কমিশন , ইত্যাদি ইত্যাদি ।। আমরা অচিরেই এর বাস্তবায়ন চাই ।।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: রহস্য বালিকা , রোমান্টিক গল্প
*********
সাগরের বুকে একটা চিন চিনে ব্যথা , মুখটা শুকিয়ে এক্কেবারে আমসি । তখন বিকেলের সূর্য আবির রঙ মেখে অস্ত পাঠে , সম্মুখে সবুজ বন , আঁকাবাঁকা মেটু পথের দ্বারে খেলায় ব্যস্ত শিশুদল ।। এক
পশলা বাতাস হটাৎ ধেয়ে আসে ধুলি বালি , খড় কুট শোকনো পাতা
ওড়ায়ে শন শন শব্দে ঘূর্ণি নাছে ।।
একটা অজানা আশংকায় দুলে উটে মন । অনেক মানুষের মিলিত
চিৎকার কানে তালা লাগে ।
পশ্চিম উত্তর আকাশে নিকষ কাল সাঁঝ ।। ঝড়ের পূর্বাভাস , আতংক ভিড় করে মনে ।।
আড়মোড়া ভেঙে সে উটে দ্বারায় , নিকটেই বাজ পড়ে , কানে তালা লাগে ।
এবার অবাক হয় সে , কেউ নেই অথচ একটা ওড়না বাতাসে পাক খেয়ে উড়ছে ঘুড়ির মত ।
কৌতূহলী মন মাঠ পানে তাকায় । এক ষোড়শী বালিকা পড়ে
আছে সবুজ ঘাসের বিছানায় ।।
ইতস্ত কাটিয়ে তার নিকট ভিড়ে ,চোখ মুদিত পরনে লাল
কামিজ , নাখে নথ , মাথায় সিথি , গলায় চন্দ্রহার ।।
অনেক ভাবনা চিন্তা তার মনে । মনের মধ্য যুদ্ধ আর জিজ্ঞাসা
কোথা হতে এল সে , সেকি মায়াবী ছায়া পরী না স্বর্গের অস্পনা ।।
যাই হোক , হয়ত কোন বনেদি ঘরের মেয়ে , কোথাও যাচ্ছিল
বাজের শব্দে মেয়েটা হারিয়েছে জ্ঞান ।।
ধিরে ধিরে সাহস সঞ্চয় করে আরও নিকটে ভিড়ে সে , বুকের মধ্য হাত দেয় , না এখনও ধুক ধুক করছে প্রান ।।
ঝমঝম বৃষ্টি নামে । বৃষটির ছন্দে নিজের বুকটা যেন থর থর করে
কেঁপে উটে ।।
বালিকার দেহটা কাধে নিয়ে বাড়ীর পথ ধরে ।।

অনেক অপরিচিত মুখের ভিড়ে চোখ মেলে হতবিহবল হয় বালিকা ,নিরবতা ভেদ করে সুধায় । আমি অখানে কেন , আর আপনারাই বা কে ।
আমি সাগরের আম্মা । সাগর , কে ।। আমার ছেলে , যে তোমাকে এখানে নিয়ে এল ।। এবার নিরব হয়ে যায় বালিকা , নিরবতা ভেঙে সে প্রশ্ন করে , আচ্ছা আনটি আপনার ছেলে কি সন্ত্রাসী বা কিডনেপার ।।
এবার রেগে উটে ভদ্র মহিলা , তোমার নাম কি আমি জানিনা তবে আমার ছেলে চুর বাটপার নয় সে অত্যান্ত ভদ্র , বিয়ে পাশ ।
তার বাবা একজন লেখক ।।
সরি খালামনি , আসলে কি জানেন ।।
এ পর্যন্ত যে আমি কিভাবে এলাম আসলে আমি নিজেও জানিনা ।।
তাই নাকি ,অবিশ্বাস্য বিষয় ।
হা খালামনি । আমার বাড়ী মধুপুর , সেই সুনামগঞ্জ জেলায় ।।
আমরা তিন ভাই বোন । ভাই দুজন আমার বড় ।
আমি পড়তাম ময়মনসিংহ বিদ্যাময়ি কলেজে । বেশ কয়েকজন বান্ধবি মিলে মেসে থাকি সামনে আমার
পরিক্ষা , তাই রোমে বসে পড়ছিলাম ।।
তারপর ।।
হা খালামনি , রুম মেট তিথলি ও শিখা এসে বলল , আজ নাকি
আকাশের মতিগতি ভাল নয় কিয়ামতের আশংকা ।।
আমি হেসেই খুন , যদি কিয়ামত নামে ভাল কথা , জগতের মানুষের যা হবে আমাদের পরিনতিও তাই হবে ।/
এ বিষয়ে গল্প গুজব করতে করতে অনেক রাত হয়ে গেল , আমারও তন্দ্রা এসে ভিড় করল চোখে ।। ওড়াও যে কোন সময়
বিদায় নিল সেকথা অজানাই থাকল আর সেই তন্দ্রা এসে ভাঙ্গল
একেবারে আপনাদের এখানে ।।
৩ ।।
চৈতি দেখত কি সুন্দর পাখি ,বলত এর নাম কি ।
জী টিয়া ।।
উত্তর সটিক ।।
আচ্ছা মানুষ তো আপনি এখনও ভাল করে নামটাও জানা হয়নি ।। আমার নাম যে চৈতি , কিভাবে জানলেন ।।
কেন আমি আসলে এমনিতেই ডাকলাম চৈতি । কিন্তু অবাক
আপনার নাম যে চৈতি সেটা আমার জানা ছিলনা ।।
কচি খোকা আর কি, এতবড় মিথ্যা কথা , নিশ্চই খালামনির নিকট থেকে জেনেছেন ,
আর আপনি আমাকে আপনি আপনি বলছেন কেন , আমি তো
বয়সে আপনার অনেক ছোট ।।
আচ্ছা চৈতি , হার মানলাম এবার সত্য করে বলত আসলেই তুমি
কে , আর ঝড় তুফান মাথায় নিয়ে তুমি এখানে এলে কি করে ।।
সে রহস্য আমারও অজানা ।।
তুমি আমার নিকট গোপন করছ , আমি মার মুখ থেকে সব শুনেছি ।।
এটা কি আসলে কারও বিশ্বাস যোগ্য ।।
চোখ দিয়ে পানি বেরুয় চৈতির , বাড়ীর আঙ্গিনায় বাগান , সেথা
নানা রঙের ফুল ফুটে , শোভাসে সব সময় আমোদিত থাকে মন ।।
সাগর তার চোখ মুচে দেয় রোমাল দিয়ে ।।
এস চৈতি বাগানে যাই , দেখবে সব টিক হয়ে যাবে ।।
তোমার হাত ধরলাম কিচ্ছু মনে কর ছনা তো , না সাগর
যেদিন তুমি আমাকে কুলে তুলে নিয়ে এলে , সেই সময়ি আমি
জ্ঞান ফিরে পাই , বৃষ্টির ছন্দে এত ভাল লাগছিল যে সে বুঝাতে
পারবোনা ।।
এবার দুটি মন এক হয়ে যায় মধুময় আলিঙ্গনে ।। প্রিয় সখা তুমি
আমাকে যেদিন ঐ মাঠ থেকে ,লজ্জা থেকে পৃথিবী নামক হিংস্রতা
থেকে বাড়ী পর্যন্ত এনে মর্যাদা দিলে সেই ক্ষন থেকে এই মন এই
দেহ সম্পূর্ণ তোমার ।।
এত সুন্দর কথা তুমি জান সখি তোমায় লভে আজ কত যে সুখ কত যে আনন্দ তা বুঝাতে পারবনা ।।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সাহিত্যিক রা হল দেশের হৃদয় ।।

সহমত :)

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: আন্তরিকতার জন্য ধন্যবাদ , ঈদ মোবারক

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

শায়মা বলেছেন: মাঝে মাঝে এইভাবে ঘুরতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া।:)

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভ্রমনে মন অনেক সতেজ থাকে এবং সাহিত্যর ভাল ভাল রস বোধ নয়নে ভাসে , ধন্যবাদ শায়মা ঈদ মোবারক জেন ।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন সাময়িক বিদায়
************
এবং অগ্রিম ঈদ শুভেচ্ছা ।।
***********
সবাই ভাল থাকেন সব সময়
আবার হবে দেখা
দূর হয়ে যাক সব সংশয় ।।
সবার তরে জানাই শুভকামনা
হৃদয় জাগ্রত হোক
নব নব শান্তি আসুক
ভেঙ্গে বাধা ভয়
সুখ বার্তা বয়ে যাক
নিত্য উদয় ।।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:

ভ্রমনে কিছুক্ষন রাজধানি ঢাকা

ভ্রমণে কিছুক্ষ রাজধানী ঢাকা


বোল্ড করা অক্ষরগুলো শুদ্ধ বানান ।
শিরোনামটা কষ্ট করে ঠিক করে নিন ।

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: এক ছিল আরজু পনি , ভাল তার কথা
বানান যদি হয় ভুল শুধরে দেয় যথা তথা ,
তাই আমি ছুট ভাইটি বেশি অবাক হই
আর কেহ তার মমতার অধিক সমান নয় , ধন্যবাদ আপু ।।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনাকেও অগ্রীম ঈদের শুভেচ্ছা !
তা মহিলা কলেজের সামনে কতক্ষন ছিলেন ??

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কমেন্ট সারি

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১

আরজু পনি বলেছেন:

বানান তো ঠিক করেনই নি উপরন্তু মন্তব্যের জবাব না দিয়ে স্কিপ করে আরেকজনের মন্তব্যের জবাব দিলেন ।

যদি বানান ভুল ধরিয়ে দেয়াটা আপনার পছন্দ না হয় তবে জানাবেন অনুগ্রহ করে...

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: যদি বানান ভুল ধরিয়ে দেয়াটা আপনার পছন্দ না হয় তবে জানাবেন অনুগ্রহ করে...
সাহিত্যরস আর বানান টিক রাখা সে অত্যান্ত ভাল বিষয় ,
চেতনা বোধ ও দিক নির্দেশ আন্তরিকতারই বহিঃপ্রকাশ ।
এজন্য আমি কৃতজ্ঞ । ধন্যবাদ আপু , ঈদ মোবারক ।।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৪

শহুরে আগন্তুক বলেছেন: কবিতা ভালো লেগেছে । কিন্তু কমেন্ট পড়ে খেই হারিয়ে ফেললাম :| #:-S

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , কমেন্ট এর জন্য ধন্যবাদ , ঈদ শুভেচ্ছা থাকল

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: :| :|| :-* :-& B:-/

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: রহস্য এত গভীর বুঝা আসলেই মুশকিল , ঈদের ছুটি কাটালাম
গ্রামের বাড়ী , কমেন্টে ধন্যবাদ লেট হলেও ঈদ শুভেচ্ছা থাকল ।।

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩

মামুন রশিদ বলেছেন: পুরো ঈদে আপনাকে মিস করেছি বন্ধু ।


লেইট ঈদ মোবারক !:#P

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: নিয়মের চাকায় জীবন নড়ে
চাহিদা মেটানোয় যোগাযোগ বাড়ে
ভাল লাগা থাকে শুধু অন্যর গাড়ে
আর ধুয়াশা জন্মে মনের নীড়ে '
তবুও জীবন থেমে থাকেনা
ছুটে চলে দিগন্তে জয় করে অজানা ।।
ধন্যবাদ ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.