নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ঈদ , এবং একটি স্বপ্নের বাস্তবায়ন

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

ঈদের আনন্দ কাটালাম অদ্ভুদ অন্যরকমে ।

************

দিনটি বৃহস্পতিবার , এক অদ্ভুদ স্বপ্নের তন্দ্রা কেটে ভোরের সূর্য উদয় হল ।

নয়নে তখনও সেই স্বপ্নের ঝিলিমিলি , সবুজ বাগানে ফুলের শোভা ,

আমোদিত মনে রঙ্গিন খেয়াল ।

কবিতার মত গ্রাম্যবালিকা কলসি কাঁকে জল তুলে নদে আর পাখিদের কলতানে জাগে বাংলার কানন ।

বৃক্ষের ছায়ায় বসে এক বালক মনের আবেশে তুলে সুর '''''' সব সখিরে পার করিতে নেব আনায় আনা ''''''''

মসজিদ হতে আসে কলগুঞ্জন , একদল শিশু কিশোর এর কণ্ঠে আরবি পড়া , মুন্সী সাবের উদ্দ্যত শাসন কানে আসে ভেসে ।

একসময় আমি তার নিকটে ভিড়ে স্বপ্নের কথা জানালাম , তিনি

বললেন ভাল ।

তবুও মন বুঝলনা স্বপ্নের বিবরন আম্মুকে জানালাম , তিনি বললেন একবার তোর দাদা হুজুরের নিকট গিয়ে দোয়া নিয়ে আয় । আমরা তো শুক্রবারে আবার ঢাকায় চলে যাব , আম্মুর কথা আমার আমার মনে ধরল । রিক্সায় চড়ে সৈয়দ পুর মানে আমার নিজ গ্রাম থেকে চলে এলাম টাকুর কোনা , শতর শ্রী ।

প্রায় ১২ /১৪ কিমি হবে ।

এসে দেখি দাদা হুজুর আল্লামা গাজি আকবর আলী রেজভি ছুন্নি আল কাদরি পীর সাহেব কেবলা নিজ হুজরা শরিফে অনেক আশেক ভক্ত গন কে , নূরানি তালিম জিকির আজকার ও দিক

নির্দেশ দিচ্ছেন ।

আমিও অংশ নিলাম , এই মহান বুজুর্গের বয়স হবে প্রায় ১৫৪ বছর ।

তার বাড়িতে আলিয়া মাদ্রাসা , এতিম খানা , মহিলা মাদ্রাসা , কারিয়া , হেফজউল কোরআন , মুফতি , মাওলানা কোর্স সহ

নানা প্রতিষ্ঠান ।

বছরে শত শত আলেম দিনি শিক্ষা লয়ে বের হয় এবং সটীক

আধ্যাতিক ঈমান ও ইসলামের ফায়দা লাভ করে ।

তিনি একজন আল্লাহর অলি এবং যামানার যোগ শ্রেষ্ঠ প্রবীণ আলেম ।

তার তিন পুত্র চার কন্যা । বড় শাহাজাদা আলহাজ আল্লামা মুফতিয়ে আজম ছদরুল আমিন রেজভি ছুন্নি আল কাদরি , মাসিক আল ঈমান ইসলামী মুখপত্রের সম্পাদক এবং বাংলাদেশ তরিকত এক্যর যুগ্ন আহবায়ক ।

মঘ্যম ছেলে মোহাদ্দেস মুফতি কারী সিরাজুল আমিন রেজভি ছুন্নি আল কাদরি , রেজভিয়া দরবার শরিফের মহাপরিচালক ।।

এবং কনিষ্ঠ ছেলে আল্লামা মুফতি মাওলানা নাজিরুল আমিন রেজভি ছুন্নি আল কাদরি অদ্র মাদ্রাসার অধ্যক্ষ ।।

দাদা হুজুর প্রায় ৩০০ এর উপর ইসলামী কিতাব রচনা করেন ।

এত কিতাব বাংলাদেশে আর কোন আলেম এর রচিত নজীর নাই ।

দাদা হুজুর মাওলানা ভাসানি এবং যহুর লাল নেহেরু এর সমসাময়িক । বিশ্ব গিনেজ বুকে সবচাইতে বেশি বয়সি লোক একমাত্র বাঙালী ঐতিহাসিক তিনি ।।

রাতে ইসলামী সঙ্গীত পরিবেশিত হয় , অনেক নামী দামী বাউল , গায়ক এতে অংশ নেয় আমি ছিলাম সে জলসার মধ্যমনি ।

দাদা হুজুরের সান্নিধ্য আল্লাহ এবং রাছুল সা এর রহমতি আলোচনা এবং দোয়া নিয়ে পরের দিন শুক্রবার বাড়ী চলে আসি ।। যা লিখলাম তাই ছিল আমার স্বপ্ন এবং বাস্তব ।। আসলেই অদ্ভুদ ।।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ঈদের শুভেচ্ছা বন্ধু।
পুনঃস্বাগতম ||

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

পরিবেশ বন্ধু বলেছেন: অভিবাধন থাকল হৃদয়ে
ভাল থাক বন্ধু সব সময়ে <><>??

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক বন্ধু! শুভেচ্ছা!

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা , ঈদ মোবারক

৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাল লাগল।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগার জন্য
হলেম ধন্য , ঈদ শুভেচ্ছা ।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

হুমায়ুন তোরাব বলেছেন: সবাই বলতেছে এই আইডি নাকি আপনার ?
আর এই কবিতা নাকি আপনার লিখা ?
সত্য নাকি ?

Click This Link

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: এরা বেরসিক মাঝে মধ্য জালায়
নাকি এদের বুদ্ধি পালায় ,বুঝা বড় দায় >
ধন্যবাদ অবগতির জন্য , ঈদ মোবারক

৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা অদ্ভুদ
আমি কিম্ভুত :D
(ফিলিং- আমি কবি হনু..)

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ সবি , হৃদয়ে ছবি
নয়নে আঁকা দৃশ্য কাব্য
সে কথাই লিখে রাখে ভাবুক কবি , ঈদ মোবারক বন্ধু

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১১

ডট কম ০০৯ বলেছেন: e thak toke manai ce la re
tui lal paharir dese za..

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , ঈদ মোবারক

৭| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪

আরজু পনি বলেছেন:

বানানে আরো মনোযোগী হবেন আশা করি ।
শুভকামনা রইল ।।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: দিক নির্দেশ সফল হোক
ভাল থাকেন সব সময় , ঈদ মোবারক আপুমনি

৮| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! কবি আপনার লেখা পড়ে আমার মনের কোণে যে ভাবের উদয় হয়েছে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। তবে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে পারি অন্তত।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: হে কাণ্ডারি , হৃদয় নীড়ে যে ভাব
চেতনায় হোক আরও রঙিন
থাকল শুভেচ্ছা আর অভিবাধন , ভাষার ফুল উটুক ফুটে দিন্ দিন
ধন্যবাদ ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.