![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ঈদের এক মুহূর্ত
**********
ঈদ আনন্দ এবং মজার স্মৃতি
*****************
পরিবেশ বন্ধু কবি ।।
আমি কোন এক নদীর তীরে দাড়িয়ে , নেই খেয়া নেই পারাবার । নদী ছুঁয়ে যে পথ চলে গেছে
গঞ্জে তারি একধারে আকাশ ছুয়ে এক বটবৃক্ষ কত ইতিহাসের সাক্ষি হয়ে আজও প্রান চঞ্চলে
বাতাসে জমায় খেল ।
তার টিক নিচে মার্বেল পাথরে আশ্চাদিত কোন এক আধ্যাতিক সাধুর পবিত্র কবর । এক
ষোড়শী ললনা ছাতা মাথায় সেথা দাড়িয়ে , গভীর তন্ময়ে সমাধির পানে মৌনভাবে আরাধনায় রত । একসময় সে লাল পেরে শাড়ির আঁচলে মুখ ডেকে দৃষ্টি মেলল , আমি দেখলুম তার নয়নে
অশ্রু টলমল ।
তাকালাম দক্ষিন পূর্ব আকাশে ঘন কাল সাজ । ঝরের আশংকা ।
পাশেই একটা ছুট বাজার , কয়েকটা গ্রাম্য মুদির দোকান । মনে মনে টিক করলাম সেথা আশ্রয় নেব । আমাদের অবাক করে নিমিষেই নাম্ল
ঝমঝম বৃষ্টি আর উত্তাল হাওয়া ।
মানুষ যে দিকেই সুবিধা সে দিকেই নিচ্ছে আশ্রয় ।
আমি প্রায় ভিজে জবজব , হটাৎ একটা মেয়েলি কণ্ঠ আমাকে অবাক করে দিয়ে ছাতা মেলে ধরল আমার মাথায় । হ্যালো সাহেব আপনি তো ভিজে যাচ্ছেন , ছাতা নেই বুঝি ।
ইয়ে মানে শরতের আকাশে এমন আচমকা ঝড় আসবে সেটা আমার বোধগম্য ছিলনা ।।
আমার নাম সুস্মিতা , পড়ি বাদশাগঞ্জ কলেজে । ঈদের মুহূর্ত এসেছিলাম নানির বাড়ী । এই যে
বিল্ডিং টা আছেনা তার পার্শেই বাসা ।
আপনাকে আমি ভাল করেই চিনি , আপনি একজন বিশিষ্ট কবি । ঐ যে গত বৈশাখী মেলায়
ধর্মপাশা উপজেলা কলেজ এর ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি ছিলেন মঞ্চের মধ্যমণি ,
আপনার কবিতা ও সুর আমার খুবই ভাল লাগে । আপনাকে এই মুহূর্তে দেখতে পেয়ে আমি নিজেকে ধন্য ''''''''''
একনাগাড়ে কথাগুলু সেরে সে চেয়ে রইল ।। আমিও হতবাক , আমাকে ছাতা দিয়ে সে যে ভিজে একশা সে খেয়াল তার নেই ।।
বৃষ্টি থামলে সে আমাকে ঈদের দাওয়াত দিল , কবি মশাই আসবেন কিন্তু সময় নিয়ে ।
আমিও মাথা নাড়িয়ে সায় দিলাম । মুহূর্ত আগে যে চোখ ছিল আবেগে আপ্লুত , সেই নয়নে
দেখলাম রাজ্যর আনন্দ ।
আর স্থানটি হল রাজনগর ।।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
পরিবেশ বন্ধু বলেছেন: মনের খেয়ালে ''''''' দোলা চলে
ভাষায়ে ফুল সাজানো ভাষা
আনে আনন্দ '''''''' গড়ে নানা ছন্দ
রহস্য খুজে কবি করে অন্নেসা
ধন্যবাদ বন্ধু
ঈদ মোবারক
২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক মজার ঘটনা কবি!!! দাওয়াত রক্ষা করেছিলেন কী?
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই কোন সন্দেহ নাই
আমার নয়নে যা উটে ভেসে
সটীক সেই কথা তব লিখে যাই , ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
বিডি আমিনুর বলেছেন: কবিতা ভাল হইছে