![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
চাই দেশের শান্তি এবং মানুষের নিরাপদ একতা ।
***********
প্রিয় দেশ বাসী ও বন্ধুগন
************** চাই দেশ ও মানুষের শান্তি
নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ ২৫ শে অক্টোবর ।। তারপর ক্ষমতা কার
নির্বাচন কমিশন এর নাকি তত্ত্বাবধায়ক এর , নাকি মেয়াদ শেষ হলেও যবর দখল ক্ষমতাসিন
দের ??
দশম জাতীয় সংসদ নির্বাচন কে শান্তি শ্রিংখল এবং নিরপ্রেক্ষ রাখার জন্য সর্বদলীয় এক্য চাই
দেশ কে ভাল বেসে , দেশের মানুষ কে ভাল বেসে আপনারা বৈরি মনোভাব পরিহার করুন ।
সম্মিলিত জাতীয় এক্যমত এর মাধ্যমে জনগণের সুচিন্তিত রায় কে সম্মানের দৃষ্টি তে দেখুন
নয়ত সুবিধাবাধি দালাল দের খপ্পরে দেশের শান্তি বিনষ্ট হবে ।
: জনতার রায়ে সাজে কত নেতা
ভুলে যায় তাদের পাইয়া ক্ষমতা
আর কত রক্তে ভাসবে জনগন
অধিকার হরণে দেখি কত প্রহসন
এস তাই শান্তি , মিলে মিশে আনি
গড়ি দেশ মমতায় মুছে সব গ্লানি ।।
আর একবার যদি দেশের শান্তি বিনষ্ট হয় , তাহলে হাজার বছর অপেক্ষা করেও সেই স্বাধীনতা
আর অটুট থাকবেনা ।।
আমরা বাঙালী বীরের জাতী
আদিকাল থেকে অধ্যবধী
বিশ্বের বুকে চির উজ্জ্বল
ইতিহাস ঐতিহ্য আর লোকজ সমৃদ্ধি ।।
যুগে যুগে আলোকিত এ সমাজ
অন্যায় অসত্যর নাগপাশ পদ ধলে
বিশ্ব বুকে মাথা তুলে
বাংলাদেশ আর বাঙালীদের গৌরব গাঁথা
আজও সাক্ষি বহন করে
ইতিহাসের পাতা । ।
২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: কথা অবশ্য মন্দ নয় , চিনের মাওসেতুং একজন বিশিষ্ট কবি ছিল , এমনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবাক হয়ার কিছু নাই ।
ধন্যবাদ কমেন্টে
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
আশিক মাসুম বলেছেন: bhondhuke prodhan montri hisebe dekhte chai....