![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
জন্ম আর কবিতা এক সুত্রে বাঁধন
দেবির আসনে ভিজে কবির চরন ।।
ললনা ময়ি এবং কবি
*********** পরিবেশ বন্ধু কবি
জন্মেই কবি ,হৃদয়ে ভাস্বর এক ললনার ছায়া
মানুষের ভিড়ে নানা জলসায় সে যে মোহ মায়া
লক্ষ বছর ধরে মনে হয় সে, মোর মায়ার বাধন
বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যেবায় থাকাই সে কতই আপন ।
এত যে মনোহর স্বপ্নের আলেয়ায় বাধ ভাঙ্গা নিঁদে
ফুল হয় কাননে দিগন্তে তারা হয় জোছনা চাঁদে
প্রকৃতির রঙে রাঙায় ভুবন , কভু ও বহু সাজ ধরে
জলসাগরে তরঙ্গ দোলা হয় জেগে থাকা মোর অন্তরে
কবিতার ছন্দ হয় সুর হয় , আরও হয় সুরের বাঁশরী
চেনা মুখ ভোর হয় রঙধনু সাজে দেখায় তারে সুন্দরী
গোপন সে প্রনয়ের কোন এক অভিসারের প্রেম দেবি
চেনা সৃষ্টির রহস্য যুগে যুগে তার ছুঁয়ায় অবাক কবি ।।
ললনাময়ি
*******************
পরিবেশ বন্ধু কবি
তোমাকে চিনিবারে ফুলের কানন
কুসুম রাঙা ঘোমটা মেলে প্রজাপতি মন
আকাশের মেঘ হয় ভাঁজে ভাঁজে সাঁঝ
নদীর তরঙ্গ কভু দোলাচালে লাজ
প্রিয় কত মধুর লগন প্রেমিকেরা রাখে
শিল্পির নয়ন কভু তারে রঙ তুলিতে আঁকে ।।
জগতের কত শত ক্ষন আর ভেলায়
স্বপ্ন ছবি হয়ে সে মজে থাকে খেলায়
আবার আধারে চাঁদের মত মনে কত মিশে
গড়ে আনন্দ বাধন কত সুজনের পাশে
ললনারে নাহি জানে কত পাষাণের ঘর
ভুলে থাকে বিরহে করে বিষাদ অন্তর
নারি স্বর্গ নারি প্রেম আবার কাল নাগ
হিসাবে ভুল হলে মনে কাটে দাগ ।।
২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩
আমিই মিসিরআলি বলেছেন: সত্যিই এই কবিতা শুধুই অনুভবের +++
২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: যার মাঝে রয় ভাল চেতনা
সেই জন জয় করে সব অজানা ।
ধন্যবাদ বন্ধু
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক গভীর কিছু কথা যা বোঝার চেষ্টা না করে বরং অনুভব করার চেষ্টা করলেই ভাল। এই তো মন্ময় কবিতা! সুন্দর কবি!!!