নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কবি ও স্রষ্টার মিলন আখ্যা / কবি শামছুর রহমানের জন্ম স্মরণে কবিতা

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

স্রস্টা কবিকে ডেকে বললেন ,

নিরব ক্ষনে আমাকে ডাক আর দুনয়নে নাম খানি আঁক ।।

আমি তোমার মাঝে দেব সাড়া

সৃষ্টির সব রহস্য , জুড়াইব অন্তরা

কবি ফেলে এক দীর্ঘশ্বাস কহে , হে মাবুদ তা কি আসলেই সম্ভব , নাকি অদ্ভুদ কল্পনা ।।

স্রষ্টা এবার জাগে তার স্বরূপ বধন খানি ধরে

তামাম ব্রহ্মাণ্ড নিমিষেই আলোকউজ্জ্বল সুন্দরে

কবি লুটায় সিজদায় তার মোবারক পায়

নিজেকেই দেখে স্রস্টার আরশিতে অবিকল চেহারায় ।।

হে বিধাতা হরে নিয়ে মোর হৃদয় খানি দূর করে অন্ধকার

দিলে জ্বালালে তোমারই মনোহর জ্ঞানের দ্বীপ আধার

যত দেখি শত বাসনা সে দেখার আর মেটেনা আঁশ

দাও সেই স্বর্গের অন্তর যে আয়নায় তোমারে পাব বারমাস ।।



আর দিব্য নয়ন করনা বাঁকা আমি স্রস্টা তোমারই নীড়ে

মানুষ নামের প্রতিভা জ্বেলে থাকিব ভাল হৃদয়ে ভিড়ে

সকল শিক্ষা দিক্ষা সমাজ সংসার আর যত লেনা দেনায়

আমিই তোমারে যুগাইব শক্তি সৃষ্টির মস্ত পাঠ শালায়

কবি এবার নিরবে চলে রহস্যর জটর নয়নে আঁকে

তারি আশীর্বাদ লয়ে যা সত্য তাই রাখে দৃশ্য কোনে লিখে ।।

কত না সন্ধান কত না সাধনা তিলে তিলে মুক্ষম ভাষায়

বিধাতার সেই কথা আর বিচিত্র কাহিনী কাব্য তার সাজায় ।।

দিক নির্দেশ আর জাগরনে কবি স্রস্টার এক জ্ঞান সিন্দু

যুগে যুগে নানা সুর জলসায় কবি হয় সবার পরিবেশ বন্ধু ।।



স্রস্টা কহে দায়িত্ব শেষে আবার হবে মিলন আরশে

সত্য কোরআন জয় করে এস জান্নাতের চিরপর বাসে ।।



কবিরা ব্রহ্মাণ্ডের মোহ মায়ায় নিরেট সত্য লিখে যায়

থাকে শুধু স্মৃতি , যারা যায় তারা আর ফিরে আসেনা

তারা জীবন্ত থাকে লক্ষ কোটি মানুষের হৃদয় মনি কোটায় ।।

কবি শামছুর রহমান এর জন্মদিনে শ্রদ্ধা

আর স্বাধীনতা তুমি

কবিতায় দেশ কে খুজে পাওয়া হোক নক্ষত্রের মত উজ্জ্বল গৌরবের দ্বীপ শিখা ।।

কবি তুমি বেচে থাক সব পাঠকের হৃদয়ে '''''''''''''''''''''



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

এহসান সাবির বলেছেন: দিক নির্দেশ আর জাগরনে কবি স্রস্টার এক জ্ঞান সিন্দু
যুগে যুগে নানা সুর জলসায় কবি হয় সবার পরিবেশ বন্ধু ।।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
শুভবারতা হৃদয় মাঝে
কবির সুর ছন্দ আজও মোর হিয়ায়
কানে কানে বাজে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.