নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

চাই নব সাজ বাংলার অন্তরে /

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

একটি মুক্ত জরিফ

**************

দেশের সংবিধান ''''''''' গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।।

বিশ্লেষণ , জনগনের প্রত্যক্ষ্য ভোটে নির্বাচিত সরকার পদ্ধতি ।

দেশের সংসদীয় পরিচালনা পরযদ এর নাম

বাংলাদেশ জাতীয় সংসদ ।।

আসন সংখ্যা , ৩০০ টি , সংরক্ষিত মহিলা আসন ৩০ টি ছিল , এখন আরও বেশি ।।

মন্ত্রণালয় আসন ৩০ টি , এখন আরও বেশি ।।

দেশের জনগন , প্রায় ১৭ কোটি ।

ভোটারের সংখ্যা প্রায় ৮ কোটি ৮৩ লক্ষ ।

মুসলমান শতকরা ৯৪ জন ।।

দেশে রাজনৈতিক দল প্রায় ৮৩ টি

৭১ থেকে অধ্যবধি পর্যন্ত ৪২ বছরে রাস্টপতির সংখ্যা ১৮ জন ।। প্রধান মন্ত্রির সংখ্যা ১৩ জন ।।

স্পিকারের সংখ্যা ১৯ জন ।।

সামরিক হস্তক্ষেপ আসে ৫ বার ।।

প্রশাসনিক পরিবর্তন আসে এরশাদ সরকারের ৯ বছর শাসন সময়ে ।। মহকূমা ভেঙ্গে জেলা হয় ।। প্রত্যকটা থানা ভেঙ্গে উপজেলা হয় ।

বোর্ড ভেংগে বিভাগ হয় ।

ময়মনসিংহ ত্রিশাল জেলায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ব বিদ্যালয় হয় ।।

সিলেট মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি আতাউল গনি ওসমানীর নামে বিমান বন্দর ও মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় হয় ।।

মহান আউলিয়া সর্দার হজরত শাহ জালাল রা এর নামে শাবি

প্রবি বিশ্ববিদ্যালয় হয় এবং ঢাকায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয় । ঢাকা বিশ্ববিদ্যালয় , জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় , চত্রগ্রাম ও

রাজশাহি বিশ্ব বিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয় ,আনন্দ মোহন সহ

অসংখ্য প্রতিষ্ঠান ইতিহাসের সাক্ষি ।।

দেশে বারডেম সহ প্রায় ১২ /১৪ টি মেডিক্যাল বিশব্বিদ্যালয় কলেজ এবং বুয়েট সহ অনেক ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিক্যাল ও কারিগরি প্রতিষ্ঠান আছে ।

আছে অনিন্দ্য সুন্দর , নদী , হাওর , বাওর পাহাড় সমুত্র সৈকত

পরিবেষ্টিত নয়নাভিরাম প্রাকৃতিক পর্যটন এলাকা ।।

বাংলার ৬৪ টি জেলায় কলেজ এবং নানা শিক্ষা প্রতিষ্ঠান সহ

এদেশ অনেক সমৃদ্ধ ।।

আছে ঐতিহাসিক মসজিদ , জমিদার ও নবাবি আমলের নানা

ঐতিহাসিক স্থাপনা ।

আছে জাদুঘর , শিল্প সমৃদ্ধ নানা কারুসাজে অতিতের নানা মনোরম কীর্তি ।।

গ্রাম বাংলার সবুজ বন , মাঠ আর বৃক্ষের অপরূপ সাজ ।।

কি নেই আমাদের দেশে ।।

সবই আছে শুধু একতা আর শান্তির অভাব ।।

আমরা বাঙালী চাই সেই সে সোনালী দিনেরা আবার বয়ে আসুক

ঘরে ঘরে বয়ে যাক আনন্দের বান ।

হাসি আর গানে , নানা জলসায়

চাই বাঙালির সেই ঐতিহ্য সুখের চেনামুখ

চাই লোকজ উৎসব , কবি ও বাউলের চেনাজানা কণ্ঠ

ভাস্বর হয়ে ফুল ফুঁটুক নব আনন্দে

নব সজীব হোক আরও মন মুদ্ধকর এই বাংলার বুক ।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.