![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমরা জাগ্রত দেশ সেবায় ।।
১ ৪ দল নিরপ্রেক্ষতার প্রশ্নে জাতীর নিকট দায় বদ্ধ নয়
***********
*** জাতীয় পার্টি প্রধান সাবেক রাস্টপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ ।।
** এল ডি পির প্রধান কর্নেল অলি আহম্মেদ ।।
** বাসদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অব আশিকুর রহমান পটল ।।
** জাতীয় পার্টির গ্রুপ মিম প্রধান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ।।
** জাতীয় কৃষক শ্রমিক জনতা দলের প্রধান , বঙ্গ বীর কাদের সিদ্দিকি ।।
** গন ফোরামের প্রধান , ডঃ কামাল হোসেন ।।
** সিপিবি র প্রধান , খলিলুর রহমান
** জাতীয় জনতা লীগের প্রধান , বর্তমান কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী ।।
** বাংলাদেশ জনদাবী আন্দোলনের প্রধান আলহাজ এডভোকেট বদরুদ্দজা আহমেদ , সাংসদ ও জাতীয় উপদেস্টা ।।
** বাংলাদেশ তরিকত এক্য এবং সাহিত্য সংস্কৃতি সাংবাদিক ইউনিয়ন প্রধান কবি এম , জি, আর মাসুদ রানা ।।
** জাতীয় ছাত্রদল এর প্রধান , সম্রেশ মজুমদার ।।
** জাসদের প্রধান , বর্তমান সরকারের তথ্য ও গণযোগাযোগ মন্ত্রী হাসানুল হক ইনু ।।
** ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মিলন ।।
** * বিকল্প দ্বারার প্রধান ,সাবেক রাস্টপতি ডাঃ বদরুদ্দুজা চৌধরি ।।
** কমিনিস্ট এর প্রধান , প্রফেসর জুনাব আলী ।।
এই হল ১৪ দলের তালিকা ।।
সব মিলিয়ে জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট বা জাতীয় এক্য ।।
আমরা উগ্র রাজনীতি ,জঙ্গিবাদ , এবং দেশের অমঙ্গল চাইনা ।।
আমরা জাতীয়তায় , স্বাধীনতায় ও নিরপ্রেক্ষতায় বিশ্বাসী ।। ঘুষ দুর্নীতি কে আমরা ঘৃণা করি , মজলুম এর অধিকার আদায় এবং দেশের সেবায় , দেশ প্রেমে আমরা
সদা জনতার পাশে ।।
শুভেচ্ছান্তে
জাতীয় কমরেড বা বীর কবি এম জি আর মাসুদ রানা ।।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: ১৪ দলের তালিকা
এখন বুঝছেন মনে হয়
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
রাকীব হাসান বলেছেন: লেখার মর্মার্থ বুঝলাম না