নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

গালি গালাজ শয়তানের প্রশ্রাব থেকে সৃষ্টি হয় , নিজেকে বাচান

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

গালি বা বকা ঝকার কারন , হাদিস থেকে এর মর্মার্থ জানি ।।

***************

বিশিষ্ট এক সাহাবা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লামের নিকট কর জুরে বিনয়ের সাথে প্রশ্ন করলেন

ইয়া রাছুলুল্লাহ আমার পিতা মাতা আপনার পদ মোবারকে কোরবান

হোক , আমাকে আবু লাহাব এর স্ত্রী হিন্দা যেখানেই দেখে সেখানেই

অশ্লিল ভাষায় গালি গালাজ করে , আমি কি ঐ মুখ্রা বেপর্দা বেলাজ

মহিলাকে গালির জবাব দেব ।।

নবী পাক সা বললেন ,হে আমার প্রিয় সাহাবা , আবু লাহাবের স্ত্রী

ধংশ হোক ।।

জেনে রাখ শয়তান অদৃশ্য ভাবে মানুষের অন্তরে জানু গেঁড়ে বসে

থাকে । সে বসে বসে যত শয়তানী কুকর্মের ফন্দি আটে । এজন্য

বার বার পাক কলমা শরিফ স্মরণ করিও, শয়তান এর শরীরে

সমস্ত দুযকের আগুন একসাথে প্রজ্বলিত হয় , তখন সে অন্তর

থেকে রাওহান নামক এক অভিশাপ গ্রস্থ জায়গায় চলে যায় এবং বন্দি হয় ।।

আর সাবধান রাগ এবং ক্রুদের সময় সে ততক্ষনাথ মানুষের গাড়ে চেপে বসে । যার ফলে মানুষের স্বাভাবিক ক্রুধ ৭০ গুন

বৃদ্ধি পায় , ঐ সময় ধৈর্য ধরিও , রাগ খাড়া অবস্থায় থাকলে বসে

যেও , আর বসা অবস্থায় রাগ উটলে শুয়ে যেও ।।

কারন ৭০ গুন রাগ মানুষের চেতনাকে নষ্ট করে অন্যায় ,খুন

খারাবী এমনকি তাকে ধ্বংসের পথে নিয়ে যায় ।।

আর গালি গালাজ হল শয়তানের প্রশ্রাব , যখন শয়তান প্রশ্রাব

করে আর তা মানুষের মুখে বাতাসে ভেসে আসে তখন মানুষ

একে অন্যর উপর গালি ছাড়ে ।।

তবে যে মুখ সবসময় আল্লাহর নাম এবং কাল্মা কালাম এর সুগন্ধ

থাকেবে , সে মুখে কখনও শয়তান এর প্রশ্রাব পড়বেনা ।।



আর যে দিল আল্লাহ ও রাছুলের নির্দেশ পালনে যিকির জারী

থাকবে এবং তওবা করবে সে দিলে কখনো শয়তান ডুকতে

পারেনা ।।

মুমিনের এক চুল ক্ষতি করার ক্ষমতা শয়তানের নাই ।। বরং

যারা ভাল কাজ রেখে মন্দের দিকে যাবে তারাই শয়তানের সাগ্রেদ । আর শয়তানের সাগ্রেদ গন এর জন্য জান্নাতের দরজা বন্দ ।।

আল্লাহ এবং রাছুলের দিক নির্দেশে যারা ভাল কাজ করবে তারাই

জান্নাতি ।।

আলোচনা , কোরআন ও হাদিসের মধ্য থেকে ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১০

উদাসী স্বপ্ন বলেছেন: পাগল

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

পরিবেশ বন্ধু বলেছেন: আপনার মুখে মনে হয় শয়তানে ইয়ে

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩১

হাতীর ডিম বলেছেন: কোন কোন শব্দ কে গালি বিলিয়া গণ্য করা হইবে?

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: যা শুনিয়া অন্য মানুষের মাথা ১৪৪ বোল্ড মেঘা ঘরম হয় এবং তার জন্য
শেষ পর্যন্ত খুন খারাবি করতে পিছপা হয়না ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.