নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আসবে তুমি বধূ সাজে

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮

আসবে তুমি বধূ সেজে

***********পরিবেশ বন্ধু কবি



মণ চুরি কর তুমি চাতকের বেশে

ঝিলিমিলি ছায়া হওঁ হেমন্তের দেশে

আলোছায়া লুকুচুরি কত হাওয়ায় আবেঘ

আকাশের নিলে ভাস ছুঁয়ে ছুঁয়ে মেঘ

নিজ মনে আন দোলা

রাঙায়ে তায় কর খেলা

বহিয়া যায় তব ঐ ফাগুনের ক্ষন

আর কত চিঠি লেখা ভিজিয়ে নয়ন ।।



এত যে তোমারে চিনিবারে পাই

হৃদয় আঙ্গিনায় ভাস লভিয়া টাই

সবুজ বনানির মত নিত্য ভোরে

ভেসে থাক আলেয়ায় মনের নীড়ে

খুজে সুর চেতনায় আঁকি

কত নামে তারে ডাকি

তব হিয়ায় মাঝে লুকায়ে যে তুমি

স্বপ্ন চুরি কর নিরবে তাই দিবাযামি ।।



রঙ ধনু রঙে আজি সাজাব তোমায়

লাল বেনারশি পড়ায়ে বিচিত্রতায়

গোপন ও অজানা ভাষা যত সমিরন

আল্পনা এঁকে দেব সাজায়ে আপন

হবে তুমি রাজ রানী

বধূ বেশে তাই জানি

নদীয়ায় বাজবে সানাই বাসরও সজ্জায়

উপহার দেবে জরিয়ে বুকে কি সে লজ্জায় ।।



যত সখ উবে যাবে মিলায়ে প্রানে

মধুরও বসন্তে ফুল ভরিবে ঘ্রানে

চাঁদ হেসে কবে কথা কর্ণে লয়ে দুল

জুনাকির মিটিমিটি জাগাবে আধার এর ভুল

হলুদ সর্ষে গুজে কুপায়

আলতা চরনে আঁকা আল্পনায়

তুমি হবে মোর ছায়া এই জীবনের সাথি

এত আলো জ্বলবে অন্তরে কেটে আধার রাতি ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

হাতীর ডিম বলেছেন: বন্ধু প্লিজ আড্ডা মি ;)

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কমেন্টে
নিজ নাম ও ঠিকানা জানা নেই
একদিন চা পানের দাওয়াত থাকল ।।


















২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে বেশ,,,,,,,,,,,,,,শুভকামনা

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য এবং ভাল মন্তব্যর জন্য
ধন্যবাদ আপু
ভাল থাকেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.