![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সালতানাতে নুর নবী এবং তার রহমতি মুজেজা ।।
****************
আবু হুরাইরা রা কর্তৃক বর্ণীত , একদিন নবীজীর চাচা আবুজাহেল
কিছু সংখ্যাক মিষ্টি বরই , একটি বেঘ এর মধ্য ভরে মাথায় বহন করে লয়ে যাচ্ছিল তার মেয়ের বাড়ী , তার নাতি নাতনীদের জন্য ।
পথিমধ্য দয়াল নুর নবী হজরত এর সাথে সাক্ষাৎ , নবীজী প্রশ্ন
করলেন চাচাজান , কি জিনিস মাথায় করে নিয়ে যাচ্ছেন ।
মিথ্যাবাদি আবুজাহেল বললেন বাবা এতে কিছু পাথর ,( বরই এর কথা গোপন রাখল
যদি নবীজীকে কিছু দিতে হয় )
আবুজাহেল মেয়ের বাড়ী গিয়ে সবাইকে ডেকে তার পুটুলি
খুললেন , সবাই দেখল বরই এর বদলে শুধুই পাথর এর টুকরো ।।
মাথার চুল ছিরে মিথ্যাবাদি আবুজাহেল বললেন , মুহাম্মদ আসলেই
যাদুঘর ,নাউযুবিল্লাহ ।
নবীজী মিথ্যাবাদি কে পছন্দ করেন না । নবীজী ফরমান
মিথ্যা কথা বলার সাথে সাথে তার দুর্গন্ধে রহমতের ফেরেস্তারা
পর্যন্ত শত মাইল দূরে চলে যায় ।।
সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধংশ করে , আল হাদিস
রহমত্তের আলোচনা চলবে ।।
২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮
নিজাম বলেছেন: আল্লাহ আমাদেরকে ঈমানী জীবন দান করুন।
২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ এবং আমিন ।।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
সাজিদ ঢাকা বলেছেন: সুন্দর