নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কাবাঘরের মূর্তি ও আবুজাহেল এর হাতের মধ্য পাথর খণ্ড সাক্ষ্য দিল লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাছুলুল্লাহ

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭

সালতানাতে নুর নবী পাক সা এর রহমতি মুজেজা

*************

ইসলামের খুলাফায়ে রাশেদিন হযরত আলি কাররামুল্লা রাদিয়ানহু

হইতে বর্ণীত ।।

একদিন নবী পাক সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লাম কানায়ে কাবায়

গেলেন এবং সেথা বহু সংখ্যাক কুরাইশ নেতা সহ আবুজাহেল কে দেখতে পেলেন ।।

নবীজী সবার উদ্দেশ্য বয়ান রাখলেন এবং সাক্ষ্য দিলেন , আল্লাহ

ছাড়া কোন মাবুদ নাই এবং একমাত্র আমি মোহাম্মদ আল্লাহর রাছুল ।।

আবুজাহেল বললেন হে মুহাম্মদ তোমার আল্লাহকে দেখা যায়না

বরং আমাদের আদি বাপ দাদার যে ধর্ম উজ্জা এবং লাত দেবতাকে মান , বিনিময়ে তোমাকে দেশের রাজত্ব দান করা হবে ।। নবীজী বললেন নাউযুবিল্লাহ মীন যালেক , শয়তানের নাফরমানী বন্ধ হোক ।।

আবুজাহেল প্রস্তাব করলেন তাহলে এস মিলে মিশে ধর্ম পালনে

ব্রতি হই সকালে মানব তোমার ধর্ম এবং বিকালে মানবে আমাদের বাপ দাদার ধর্ম ।।

সাথে সাথে জিব্রাইল আ এর মাধ্যমে ওহী নাযিল হল , আল্লাহ

বলেন হে আমার প্রিয় হাবিব , আবুজাহেল কে এক হাতে চাঁদ

এবং অন্য হাতে সূর্য এনে দিলেও সে দ্বীনে আসবেনা , তুমি

তোমার স্রস্টার পরিত্রতা ঘোষণা কর ।।

কাবা ঘরে ৩৬০ টি মূর্তি ছিল , নবীজী মূর্তির সামনে গিয়ে বলল

হে মূর্তি সকল সাক্ষ্য দাও আমি কে ।।

মানুষের মত মূর্তির ঝবান খুলে গেল এবং সাক্ষ্য ছিল , লাইলাহা

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাছুলুল্লাহ ।।

সব মূর্তি নবীজীর মোবারক পায় লুটাইল ।।

আবুজাহেল বলল এত মুহাম্মাদের প্রকাশ্য যাদু , নাউযুবিল্লাহ

মীন যালেক । আবু জাহেল ব্যাতিত সব মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেল ।।

এবার আবুজাহেল বলল হে মুহাম্মাদ আমার হাতের মুটুয়

কি তা যদি বলতে পার তাহলে সিগ্রই আমি মুসলমান হয়ে যাব ।।

নবীজী বললেন আপনার হাতের মুটুয় যে জিনিস আছে সেই

জিনিস টা যদি সাক্ষ্য দেয় আমি কে তাহলে ।।

আবুজাহেল এর হাতের মধ্য ছিল একটি পাথর খণ্ড , পাথর খণ্ড

সাক্ষি দিল লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাছুলুল্লাহ ।।

আবুজাহেল এবারও বলল মুহাম্মাদ আসলেই শক্ত যাদুঘর ।।

আবুজাহেল নবীজীর নিকট ২৩ বার অঙ্গিকার করেছিল মুসল্মান

হবে কিন্তু সে জাহেল আর হেদায়েত হলনা ।।

আল হাদিস ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

নিজাম বলেছেন: ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.