নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আমি কবি যুগান্তকারী মানব ও সমাজের দিক নির্দেশ ।।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬



*** : আমি কে

২১ ৯ , ২০১২

মাসুদ রানা



বিশ্ব বুকে আমি সিংহ গর্জন ,ঘুমিয়ে ছিলাম বহুকাল

কেন অহং এর পিচাশ থাবায় আবার জাগালে আমায় ,

ভুলোকে গোলকে কাঁপিল পুলকে

অশান্ত বসন্ত বাতায়ন

মিছিল মিটিং এর বিপ্লবি রুপায়ন ,একি থরথর ভাঙ্গে শোষকের

উচ্ছন্ন সিংহাসন /

প্রলয় নৃত্য ভেঙ্গে নব জাতকের আহবানে

অনিয়ম উশ্রিংখল পদ ধলে

নতুন পৃথিবীর জয় কেতন ওড়াই মহা কৌশলে ।

আমি বিধাতার উগ্র নিঃশ্বাস প্রলয়ংকর রুদ্র ছায়া , নিহারিকা

নব দিপ্ত বিস্ময় জ্যুতি , তারুন্যর হোলি সুর সিন্ধু

আমি সকল জাতীর বন্ধু ।

আমি কভু উচ্ছাস , জনতার তেজ দিপ্ত কণ্ঠ ,

শোষক স্বার্থান্বেষীর ভয়ংকর ন্যায়দণ্ড ।/



আমি নব যৌবন প্রেমাস্পদ , চঞ্চলা হরিনির কণ্ঠ শৈলী ,কুসুম

কোমল শান্ত ধীর অশ্রু জল ।

কভু প্রচণ্ড সাগ্নিক পদ পিষ্ট করি ভয়ংকর বেঈমান ও ভণ্ড ।

আমি কৃষ্টি , সৃষ্ট স্রষ্টার অজর অমিয় দ্বারা ,

স্বপ্ন বিলাস , উদঘাটন , আশা ,

দৃশ্য ছবি , সংবাদ , সংঘটক , সমাজ কল্যান , সাহিত্য , নাটক ,

প্রেয়সির সুপ্ত বন্ধন

উপাড়ি যত শৃঙ্খল

ভাঙ্গি মিথ্যা জেলের ফটক ।

আমি শমসের শেরে খোঁদার , মসজিদ ,উপাসনালয়ের পুস্পাঞ্জলি

কভু হুহু রবে তুলি ঠান

ত্রাসে কাঁপে পবিত্র হৃদয়ে খোঁদার আসন

আমি অনির্বাণ বিশ্ব অশনি সংকেত কৃষ্ণ শ্যাম বাঁশরীর উত্তাল মহা

প্রলয় ভেরী

আমি সর্ব ভোলকে নিমিষে সহসা সঞ্চারী ।

যুগে যুগে প্রলউল্লাস কীর্তিনাশা বৃত্তে জাগ্রত বর্ণীল বিশালতায়

আমি নিরবধি সোচ্চার প্রচণ্ড উম্মাদ উসশ্রিংখলতায় ।

আমি মহা রাজ ধি্রেশ্বর স্বর্গ শিশু

সমস্তের মমতা ছবি

সব হৃদয়ে আমার বসবাস

এক পরিবেশ বন্ধু কবি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

আমিই মিসিরআলি বলেছেন: বাহ,দারুণ লাগলো কবি সাথে অসাধারণ শব্দ চয়ন প্রশংসনীয় ++++++

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সুন্দর হয়েছে...।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: মানব কে আল্লাহ পাক শ্রেষ্ঠতার আসনে সৃষ্টি করেছেন ।
তাই দিল উদার করে ভাব , দেখবে সব ভাল কাজে তার
সুন্দরয্য কত মধুর ,কত প্রশান্তি ।।
ধন্যবাদ পড়া এবং সমালোচনায় ।।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর হয়েছে !!!

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: নিক এ আবারও আমন্ত্রন রইল
ধন্যবাদ +

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৮

হাতীর ডিম বলেছেন: লাল ফুন সংলাপে বেপারে আপনার প্রতিক্রিয়া কি?

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ওয়াক আউট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.