নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মানবতার কান্না

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

চিন প্রজাতন্ত্রের প্রধান মাও সেতুং ছিল একজন কবি

তার স্মৃতি স্মরণে আমার কবিতা

মানবতার কান্না

*************** পরিবেশ বন্ধু



আরব , সিরিয়া , মিশর , চিন বাঁধ গো রক্ত ঋণ

ধিকে ধিকে ওড়ে লৌহ নিশান

কেন , অথথা জান কোরবান

নেই ভেদাভেদ সাদা কালো সবারই রক্ত লাল

এক খোদার সবাই বান্দা

মিথ্যা প্রহসনে কেন ? এত বাধা ভিগ্ন আর জঞ্জাল ।।

কিসের স্বার্থ , জনতার বুকে চালাও চুরি

গরীবের বুকে লাথি মেরে দেখাও ধূর্ত বাহাদুরি ।।

কোথায় জনতার সে অধিকার

যাদের অতিব কস্ট আর ঘামে জুটে তোদের মুখে খাবার ।।

ইটের উপর ইট সাজায়ে যারা গড়ে তুলে , নগর ,বন্দর

রাস্তা ঘাট সুরম্য তীর্থ স্থান ফুর্তি করার মৌজ , সুরা আর সাকির নহর ।।

আরও যত ভুগ বিলাশের নানা কুশন

আরামের বেদি , জৌলুশ খানা আর খাদ্যর যত প্রসাধন ,

বানায় ইমারত গড়ে তুলে কত রাজ প্রাসাদ , সখের বাতায়ন

তারা তোমাদের আরাম , আয়েশ কত মেটায়

তাদের পিষে মার তোমাদের দামি গাড়ীর চাকায় ।।

গরীবের বুকে লাথি মেরে হে ক্ষমতা নামক শোষক সমাজ

যাদের রায়ে পাও দাম্ভিকতা , সিংহাসন আর সম্মানের সে তাজ

ক্ষমতার দর্পে অন্ধ সেজে তাদের বুকে দাও বোম

লুটেরা শকুনের মত তোমরা বাঁচ আর ওরা ফুট পাতে মরে

দেয় জীবনের শেষ ঘুম ।।

সত্য বাদির মুখে আটা , জুটে মিথ্যা কারাগার ,যরযন্ত্রের সুবাদে

তিব্র রক্ত শোষক শকুনের নখরে ,আজ মানবতা চিৎকার করে কাঁদে ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: নির্ভীক সত্য প্রকাশের জন্য অভিনন্দন কবি!!!

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.