![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সমঝোতায় না আসলে গৃহযুদ্ধের সম্ভবনা বেশি ।। ১৪ দলের প্রধান দের অভিমত ।।
********** কাউকে লাইনে পাওয়া যায়নি , তবে তারা একমত ।। মতামতের জন্য তারা দায়ি নন যারা আসলেই যোগাযোগ করেননি ।।
**********************
প্রধান দুই নেত্রির ফোনালাপ নিয়ে যত জটিলতা ।।
১৪ দল ইতিমধ্য দুই বড় দলের আলোচনায় ঐক্য সিদ্ধান্তের মধ্য ভিগ্ন ঘটায় , তারা এখনও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনাই ।।
ভবিষ্যৎ ভাবনায় ইন্টারন্যাট কমিটির প্রশ্নের এক জবাবে বঙ্গবীর
কাদের সিদ্দিকি বলেন , এক সময় দেশ আফগান , ইরাক এর মত
রুপ নেবে , আবারও ৭১ আসবে এবং যে অর্জিত স্বাধীনতা লক্ষ
শহীদের রক্তে , তা আর কোন কিছুর বিনিময়ে ফিরিয়ে আনা যাবেনা ।।
বাসদের প্রধান মিজানুর রহমান বলেন , জাতীয় এক্যর মধ্য যে
ফাটল তা বন্ধ না হলে দেশের স্বাধীনতা আর অটুট থাকবেনা ।।
জাতীয় দলের প্রধান , ব্রিগেডিয়ার আবুল কালাম মঞ্জু বলেন ,
বাঙালী এত ধূর্ত যে মোরগের খাঁচায় শৃগাল ডুকলে পরে তারা
দরজা আটকাতে আসে , তার আগে নয় । অবশ্যই এ বিসয়ে
সব মহল কে আলোচনায় একাত্মতা আনা দরকার ।।
সাবেক রাস্টপতি , আলহাজ হসাইন মুহম্মাদ এরশাদ বলেন
মিথ্যা সংবিধান নাটক সাজিয়ে দেশের উন্নয়ন ও আইনের ক্ষমতা
ধরে রাখা যায়না , এবার জনগন রায় দেবে মিথাবাদিদের বিপক্ষে ।।
গণফোরাম এর প্রধান ডঃ কামাল হোসেন বলেন , ৭২ এর সংবিধান এর রুপ রেখা প্রস্তুত করি আমি আর তা কাট ছাঁট করে
সংবিধান এবং দেশের বারটা বাজিয়ে অবৈধ ক্ষমতার হলিখেলায়
মাতল ক্ষমতাসীন পাণ্ডারা , নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই দেশের জনগন এদের বিপক্ষে রায় দেবে ।।
জাসদ এর প্রধান বর্তমান তথ্য মন্ত্রী হাছানুল হক ইনু বলেন ,
দুই নেত্রির ফোনালাপএর উত্তেজনাই প্রমান করে আসলে দেশ
সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে , এখনও এক্যমতে আসা জরুরী ।।
বাদ বাকী অনেকেই নিরব ।।
ফলাফল সামনের দিনগুলিতে কি হয় একমাত্র আল্লাহই ভাল
জানেন , আল্লাহ আমাদের কে জাতীয় এক্য দানে রহমত দিন , আমিন ।।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: রাস্টপতি , প্রধান বিচার পতি , তিন বাহিনী( নৌ ,বিমান , ও সেনা +
প্রধান , প্রধান নির্বাচন কমিশন , বাংলাদেশ গোয়েন্দা প্রধান , বাংলাদেশ ব্যাংক এর প্রধান , বাংলাদেশ গনমাধ্যম { রেডিও , টেলিভিশন , ও ইন্টারন্যাট } এর নির্বাহী প্রধান , কবি সমাজ বাংলাদেশ এর প্রধান , এবং তরিকত এক্যর
প্রধান , ১১ জন বাংলাদেশ হাই কমিশন ।।
যে কোন মুহূর্তে রাস্ট এবং জনগনের শান্তি আনয়নে তাদের
সিদ্ধান্ত হবে দ্রুত কার্যকর ।।
এস এক হই আলোচনার মাধ্যমে ।।
তথ্য ইন্টারন্যাট থেকে সংগ্রহ ।।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮
এম ই জাভেদ বলেছেন: বাংলাদেশ হাই কমিশন ??!!!