![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কাব্য চেনা মুখ / কাব্য চেনা মুখ / কাব্য চেনা মুখ / কাব্য চেনা মুখ /] View this link
তুমি স্বপ্ন চুরি করেছ
********* পরিবেশ বন্ধু
যে কোন সময়ে সে আসবে , আসবে সে প্রতিক্ষা অবসানে
যে মোর নিয়ে গেল হৃদয় চুরি করে
নিরব ও নিলয়ে , চাঁদের জোছনায়
জড়িয়ে আমায় , ভেঙে দিয়েছিল ঘুম বাসর ও বাধনে ।।
তাড়িয়ে বেড়ায় সেই সে ক্ষন ,
ফুলের সুভাসে কানন ও সাড়া
এত ভাল লাগা সেই মধু লগন
দিয়েছিল কিছু সুখ অন্তর জুড়া <>
জগতের যত সৃজন ও সাজ , দিয়েছিল প্রজাপতির ঘোমটা খুলে
সন্ধ্যা তারায় নিবু নিবু আলোয়
জোনাকির ঝিলমিল , লভে চেনামুখ
সাজায়ে তারে ছুয়ে ছুয়ে , কাননের ফুল দিয়েছিল পাপড়ি মেলে ।।
আজও কত প্রহর , গুনে গুনে কুড়িয়ে টিপ নীল আকাশ থেকে
তার কপালে দেই কত আল্পনা এঁকে
মেঘের রাজ্য থেকে স্বপ্ন চুরি করে
এই মনের ঘরে কর বসবাস , হে প্রিয় এস নীড়ে খুজে আমাকে ।।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার লোকজ কাণ্ডারি
**********
বাংলার সূর্য সন্তান এইসব তারকারা
এত যে মধু তাদের কণ্ঠসুর
নানা জলসায় বিশ্ব লোকে জুড়ায় অন্তর
আধ্যাতিক চেতনা জাগে সুরের দ্বারা ।।
পথে প্রান্তরে মানুষের মুখে মুখে
কত না অমিয় সুধা জাগে
লোকজ উৎসব আর মেলায়
বাংলার হৃদয়ে স্থান মহারথিদের সুললিত রাগে ।।
হে কাণ্ডারি দাও জ্বেলে জ্ঞান
বহে সুত দ্বারা কত বাউল এর সুরে
এস হে সুরের তাপসেরা
জেগে থাক চিরটি ভক্তের অন্তর জুড়ে ।।