![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ঈমান ও ইসলামের মুল সালতানাতে নুর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম ।।
**************
কয়েক টি মুজেজা ।।
১ , নবীজী হিজরতের পর মদিনা রাস্ট কে কুরাইশ ও বেদীন দের
হাত থেকে রক্ষার জন্য সব মুজাহিদ / আনসার দের নিয়ে , কাল খনন কর্মসুচি গ্রহন করেন ।
নবীজী হাজার হাজার সাহাবা গন কে নিয়ে দিবারাত্রি পরিশ্রমে ব্যাস্ত ।।
হটাৎ পাহাড় ধ্বসে বিরাট এক পাথর খালে আটকে যায় , কোন ক্রমেই সেই পাথর সরানো সম্ভব ছিলনা , সাহাবায়ে কেরাম গন
নবীজীর দরবারে আসলেন এবং বললেন ইয়া রাছুলুল্লাহ সা ,
বিরাট এক পাথর এর জন্য আমাদের কাজ আটক , নবীজী সেই
জায়গায় গেলেন এবং একটি শক্ত খেজুরের ডাল চাইলেন , জইনেক সাহাবা রা ডাল এনে দিলে নবী পাক সা বিসমিল্লাহ্ শরীফ পড়ে পাথরে আঘাত করলেন সাথে সাথে পাঁথরটি লক্ষ
খণ্ড হয়ে গেল । উল্ল্যখ্য পাথর খণ্ডটির আয়াতন ছিল ১২ হাত লম্বা ।।
২ , নবী পাক সা হুনাইনের যুদ্ধে প্রায় ১২ /১৪ হাজার সাহাবি লয়ে
মদিনা থেকে প্রায় ৭০ মাইল এগিয়ে হুনাইন নামক পাহাড়ে আস্তানা গাড়েন , ২/৩ দিন অপেক্ষা করার পর ধূর্ত আবব্দুল মুগিরা বিন অয়ালিদ এবং ইহুদিদের সমন্বয়ে প্রায় ৪০ হাজার
সুসজ্জিত সৈন্য লয়ে মুসলিম বাহিনীর উপর অতর্কিত হামলা
চালায় , নবীজীর নির্দেশিত পন্থায় মুসলিম বাহিনী শত্রু মোকাবেলায় ব্যস্ত , হটাৎ যূদ্ধের ময়দান হতে নবীজীর বিশিষ্ট সাহাবা আব্দুল্লা আল রাজি রা এসে নবীজীর নিকট করজোড়
এ দ্বারায় , ইয়া রাছুলুল্লাহ আমার তরবারি ভেঙ্গে গেছে এখন কি
দিয়ে যুদ্ধ করব ।
নবী পাক সা একটি খেজুরের ডাল আনতে বললেন , খেজুরের
ডাল উক্ত সাহাবীর নিকট দিয়ে বললেন , যাও এটাই এখন হবে
ইসলামের পক্ষে শানিত নাঙ্গা তলোয়ার , কথার সাথে সাথে খেজুরের ডাল হয়ে গেল তরবারি , আব্দুল্লা আল রাজি রা তা ব্যাবহার করে শত শত কাফের বধ করে মুসলিম বাহিনীকে
নিশ্চিত পরাজয় থেকে বিজয় এর দিকে নিয়ে আসেন ।।
৩ , নবীজী কুফা নামক স্থানে ৪ হাজার সাহাবী কে লয়ে সেথা
কাফেলা সহ তাবু ফেলার নির্দেশ দেয় , মরুভূমির উত্তপ্ত লু হাওয়ায় সাহাবা গনের জীব শুষ্ক , অনেকেই পানির অভাবে প্রান
ওষ্ঠাগত ।।
হটাৎ এক বেদুইন ষোড়শী মহিলা এক দল ভেড়া লয়ে নবীজীর
সামনে উপস্থিত , তার হাতে ছিল একটি সুহারি বা জলপাত্র , নবীজী মহিলার নিকট থেকে পাত্রটি চেয়ে নিলেন , পাত্রে ছিল
সামান্য মাত্র জল , নবীজী ঐ পাত্রে রহমত এর ছুঁয়া দেন , সাথে
সাথে পাত্রটি জল ভরাট হয়ে যায় ।।
সব সাহাবায়ে কেরাম তৃপ্তি মেটায়ে জল পান করে , তবুও পাত্রের
জল এতটুকুও কমেনি , আর বেদুইন মহিলা ও তার স্বামী মুসলমান হয়ে যায় ।।
হাদিস সংকলন থেকে সংগৃহীত ।।
চলবে ।।
০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: ছহি হাদিস এর ধারনা না জেনে তর্ক বিতর্ক থেকে সাবধান থাকুন
কারণ হাদিস হল স্বয়ং নবীজীর মুখ নিশ্রিত মোবারক বানী ।।
নবীজীর আদর্শ সারাজীবনের কর্ম কাণ্ড, দিক নির্দেশ ও নানা সমস্যার সমাধান , সাহাবাগন লিখে রাখেন এবং সাহাবাগনের
সন্তান , ইমাম বোখারি রা , তিরমিজ ইবনে আসাদ রাজি রা , মুস্লেম ইবনে সাদি রা , সহ ছয় জন হাদিস সংগ্রাহক , হাজার মাইল পথ অতিক্রম করে বিশুদ্ধ হাদিস সংকলন করেন ।। যা কোরআনের ব্যাক্ষা বিশ্লেষণ এবং বিশ্বকুশ ।।
নবীজী বিদায় হজের সময় বিশ্বের প্রায় ২ লক্ষ সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য যে বয়ান রাখেন তা মুসলমান জাতির জন্য
কেয়ামত পর্যন্ত রত্ন বিশেষ ।।
শেষ ভাষণে নবীজী বলেন আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে গেলাম । তোমরা এক আল্লাহর বানী কোরআন এবং আমার বানী হাদিস এর মাধ্যমে চলবে তারা অবশ্যই দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাবে ।।
২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: হাদীস সংকলনের রেফারেন্স কই?
০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
পরিবেশ বন্ধু বলেছেন: আলহাজ আল্লামা মুফতিয়ে আজম মফাচ্ছেরে কোরআন ছদরুল
আমিন রেজভি প্রনিত মুজাজায়ে নুর নবী সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম কিতাব দেখুন ।।
তিনি আবার মাসিক আল ঈমান পত্রিকার সম্পাদক ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
অপরিপক্ক বলেছেন: নূরে নবী বলায় আঘাত পেয়েছি।
কারণ রাসূল সাঃ বলেছেন, "তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি কর না, যেভাবে খ্রীস্টানরা ঈসা ইবনু মারিয়াম এর প্রশংসায় বাড়াবাড়ি করেছে। বড়ং আমি আল্লাহর বান্দা। অতএব তোমরা বল আল্লাহর বান্দা ও তাঁর রাসূল"। সহীহ বুখারী।
উনাকে নূর দিয়ে তৈরি করা হয়েছে এটা কোনো সহীহ হাদিসে বলা হয়নি
০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: হে নবী , নিশ্চই আমি আপনাকে প্রেরন করেছি উপস্থিত পর্যবেক্ষণ [ হাজির নাযির ] করে সুসংবাদ দাতা ও সতর্ক
কারী রূপে এবং আল্লাহর প্রতি তার নির্দেশে আহবানকারী এবং
আলোকোজ্জ্বল সূর্য রূপে ।।
আলকোরআন ।।
নবীজীর নবুয়তের নুর লক্ষ কোটি সূর্য হতেও উত্তম ।।
এ বিষয়ে প্রথম খূলাফায়ে রাশেদিন হজরত আবু বকর রা বলেন ,
মুহাম্মাদ মস্তুফা নুরুল আলা নুর
হাবিবে কিব্রিয়ায়ে নুরুল আলা নুর
অর্থ
নুর নবীজী আল্লাহর নুর হতে সৃজন
এবং তামাম কুল মাখলুকাত নুরে মোহাম্মাদ হতে সৃজন ।।
আল্লাহ এ বিষয়ে বুঝার মত হেদায়েত দিন , আমিন ।।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
নতুন বলেছেন: নবীকে নুরের তৌরি এটা কিভাবে সম্ভব? কোরআনে বলাআছে যে নবী আমাদের মতন মানুষ
রাসুল নুরের হইলে>>
তিনি কেন মায়ের পেটে জন্মগ্রহন করছেন.... ?
তিনি কেন যুদ্ধে আহত হলেন.. রক্তাত্ত হইলো?
তিনি তার দাত ভেঙ্গেছিলো?
তিনি কেন তায়েফে রক্তাত্ত হয়েছিলো??
আল্লাহ কখনোই একজন সুপারম্যানকে সাধারন মানুষের নেতা বানায়নাই...
রাসুল সা: আমাদের মতন সাধারন মানুষ ছিলেন...সাধারন মানুষের মতন জীবন জাপন করেছেন... তাই তিনি সবার কাছের....
সুপারম্যান হইলে আরবকে সাথে তার এতো কস্ট করে মক্কা জয় করতে হইতো না....
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: যুক্তি , বায়েজিদ বাঘের মত । আসলে বায়েজিদ কি বাঘ না মানুষ ।।
সুরা ইয়াছিন এর একটি আয়াত এমন যে তিনি আমাদের মত মানুষ ।।
এখন আসেন সাহাবাগন কি বলেন , ইসলামের ১ম খলিফা হযরত আবুবকর রা বলেন , নবীজী যখন আধার রাতে বের হতেন
তখন চাঁদ বিহীন রাত চাঁদের আলোর চাইতেও আরব বিশ্ব বেশি উজ্জলতা হতো ।।
নবীজীর সহধর্মিণী হজরত আয়েশা রা বলেন , ঘরে সুই বা সুক্ষ জিনিশ হারিয়ে গেলে আমি নবী পাক সা কে তাৎক্ষণিক
ঘরে ডেকে আনতাম এবং ঘর আলোকোজ্জ্বল হত এবং আমার
হারানো জিনিশ খুজে লইতাম ।।
আয়েশা রা বর্ণনা করেন , একদিন কথাচ্ছলে নবী পাক সা কে
বললাম আপনাকে আর যেতে দেবনা ঐ ওড়না দিয়ে আঁটকে রাখব । নবীজীকে ওড়না দিয়ে আটকানো গেলনা , ওড়না ভেদ
করে নবীজী চলে গেলেন একটু দূরে , তখন আয়েশা রা অবাক হয়ে প্রশ্ন করলেন ইয়া রাছুলুল্লাহ সা তা কেমনে সম্ভব ।
নবীজী বললেন আমি কি ? তোমাদের মত ।।
মত শব্দটির জন্য বুঝা যায় তিনি মানব এর রঙ নমুনা এবং জাত আসলে তিনি নুরের তৈরি ।।
হজরত মা ফাতেমা রা বলেন , আব্বাজান যখন মুছকি হাসতেন তখন তার দাত মোবারক থেকে বিদ্যুতের ন্যায় আলো সারা বাড়িময় ছড়িয়ে পড়ত ।।
অতি মানব ভেবে ভয়ে অনেক মানুষ নবীজীর নিকট আসতনা
তখন আল্লাহ বলেন হে আমার হাবিব ঘোষণা দিন আমি তো
তোমাদের মতই একজন ।। তখন মানুষ এবং সাহাবায়ে কেরামগন এর ভয় ভেঙ্গে যায় এবং নবীজীর নিকটতম হয় ।।
কোরআন এ শুধু ইঙ্গিত , বুঝতে হলে বিস্তারিত হাদিস এবং কোরআনের তরজমা জানা দরকার ।।
প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ ।।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
অপরিপক্ক বলেছেন: নবী নূরের তৈরি হলে উনাকে আমরা যেটুকু সম্মান করতাম, উনি আমাদের মতো মানুষ যেনেও আমরা যথাযথ সম্মানের এতটুকু কম করতে চাই না।
কারন, উনি যা দিয়েই তৈরি হন, তিনি মানবকূলের মাঝে শ্রেষ্ঠ, আল্লাহর প্রেরিত দূত। আমাদের প্রাণের মনি। উনাকে পুরাপুরি অনুসরণ না করে, অন্য কাউকে অনুসরণ করাকে আমরা মনে-প্রাণে ঘৃণা করি।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , আল্লাহ আমাদের আরও বুঝার হেদায়েত দিন , আমিন
৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো।
সবাইকে শুভেচ্ছা।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি ব্লগিং , শুভেচ্ছা অনেক
ভাল লিখা চাই
ভাল থাকা চাই
অভিনন্দন কোথায় , মিষ্টি কেক ।।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১১
নতুন বলেছেন: লেখক বলেছেন: যুক্তি , বায়েজিদ বাঘের মত । আসলে বায়েজিদ কি বাঘ না মানুষ ।।
মানুষ বাঘ হতে পারে কখনো??????? একটু যুক্তি/বুদ্ধি ব্যবহার করা উচিত সবকিছুই অন্ধের মতন বিশ্বাস করা কি ঠিক?
অতি মানব ভেবে ভয়ে অনেক মানুষ নবীজীর নিকট আসতনা
তখন আল্লাহ বলেন হে আমার হাবিব ঘোষণা দিন আমি তো
তোমাদের মতই একজন ।। তখন মানুষ এবং সাহাবায়ে কেরামগন এর ভয় ভেঙ্গে যায় এবং নবীজীর নিকটতম হয় ।।
আপনি সুরা কাহাফের এই লাইনের সানে নজুল কি নবীকে অতি মানব বলে সাহাবাদের ভয়????
- -
Al-Kahf 18:110 (The Cave)
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَن كَانَ يَرْجُو لِقَاء رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا (18:110)
Basit - Hussari - Minshawi -
Qul innama ana basharun mithlukum yooha ilayya annama ilahukum ilahun wahidun faman kana yarjoo liqaa rabbihi falyaAAmal AAamalan salihan wala yushrik biAAibadati rabbihi ahadan
Topics discussed in this Verse:
[Allah:associate no partners with Him] [Allah:meeting with Him] [Allah's attributes:One God] [Muhammad:man like yourselves]
18:110 (Asad) Say [O Prophet]: "I am but a mortal man like all of you. It has been revealed unto me that your God is the One and Only God. Hence, whoever looks forward [with hope and awe] to meeting his Sustainer [on Judgment Day], let him do righteous deeds, and let him not ascribe unto anyone or anything a share in the worship due to his Sustainer!" -
যেখানে কোরআনেই স্পস্ট করেই বলাআছে যে "" Say [O Prophet]: "I am but a mortal man like all of you.""
তারপরেও যদি আপনি হাদিসের ঘটনা নিয়া বিশ্বাস করেন তবে আর কি বলবো.??
আয়েশা রা বর্ণনা করেন , একদিন কথাচ্ছলে নবী পাক সা কে
বললাম আপনাকে আর যেতে দেবনা ঐ ওড়না দিয়ে আঁটকে রাখব । নবীজীকে ওড়না দিয়ে আটকানো গেলনা , ওড়না ভেদ
করে নবীজী চলে গেলেন একটু দূরে , তখন আয়েশা রা অবাক হয়ে প্রশ্ন করলেন ইয়া রাছুলুল্লাহ সা তা কেমনে সম্ভব ।
নবীজী বললেন আমি কি ? তোমাদের মত ।।
যদি নবী ওড়না ভেদ করে চলে যেতে পারেন.... তবে কেন তিনি তায়েফে পাথরের আঘাতে রক্তাক্ত হইলেন?
কেন ওহদের যুদ্ধে দাত হারালেন? অঙ্গান হয়ে পড়লেন? ??
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: প্রশ্ন টা আসলেই জটিল , আপনি কি জানেন সব জীব জন্তু মানব
দানব এর ছায়া আছে এবং সূর্যের আলোয় ছায়া ছোট বড় হয় ।।
কিন্তু নবীজী পাক সা এর কোন ছায়া ছিলনা , আর যে ব্যাক্তি
আল্লাহর রাছুল, ঈমান ও ইসলামের কাণ্ডার তার মেরাজ গমন
আরশে যাওয়া এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা সত্য এবং মহাসত্য , বোরাকে ছড়ে সাত আসমান পাড়ি জমিয়ে জিব্রাইল আ
আল্লাহর প্রধান ফেরেস্তা , ফেরেস্তারা অবশ্যই নুরের তৈরি , নবীজীকে বললেন ইয়া রাছুলুল্লাহ সা আমার আর যাওয়ায় মত ক্ষমতা নাই , আর যদি একচুল পরিমান অগ্রসর হই আল্লাহর নুরের তেজে আমার নুরের সারে ৬ হাজার পাখা জলে পুড়ে
ভস্ম হয়ে যাবে ।।
নবীজী বেহেস্তি যান বাহন রবরবে ছড়ে একাই আল্লাহর দরবারে পৌঁছেন ।।
এখন এত শান মান এর আল্লাহর দুস্ত তার কি ক্ষমতা , এত ক্ষমতা যে উহুদ পাহাড় কে যদি বলতেন সবটাই স্বর্ণ হয়ে যাও , তাই হত , নবীজীর নাম রাহমাতুল্লিল আলামিন , বা দয়ার সাগর ।।
অন্যান্য যত নবী রাছুল বিগত হয়েছেন , সব নবী রাছুল গন
আঘাত এবং বিপাকে পড়ে তারা অভিশাপ দেয় , যার দরুন সালেহ আ সময় আদ এবং লুত আ এর সময় সামুদ জাতী ভুমিকম্পে ধংশ হয়ে যায় ।। এমন বহু নজীর ইসলামী ইতিহাসে দেখা যায় ।।
কিন্তু আমাদের নবী দুনিয়ায় আসার আগেই আরশ মহল্লায় তার উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে কাঁদলেন , দুনিয়ায় এসেও কাদলেন , এখনও মদিনা মনোয়ারায় কাদছেন ।।
সেই সাগর আঘাত প্রাপ্ত হয়েও তিনি আল্লাহর নিকট কি
দোয়া চাইলেন ।। জিব্রাইল আ নবীজীর আঘাত দেখে বললেন ইয়া রাছুলুল্লাহ হুকুম দেন আস্ত পাহাড় এনে ছেড়ে দেই ঐ তায়েফ বাসির উপর । নবীজী বললেন এরা মূর্খ এরা বুঝেনা
হে আল্লাহ তায়েফ বাসি কে বুঝ দাও হেদায়েত দাও এবং এদের ক্ষমা দাও ।।
রহমতের নবী , দয়ার নবী নিজে আঘাত , প্রতিঘাত সহ্য করেছেন কিন্তু কাউ কে কোন দিন অভিশাপ দেন নি , এজন্যই তিনির নাম রাহমাতুল্লিল আলামিন ।।
নতুন কৌতূহল এবং সৃজন শিল প্রশ্নের জন্য আবার ও ধন্যবাদ বন্ধু , ভাল থাক সব সময় ।।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
নতুন বলেছেন: কিন্তু নবীজী পাক সা এর কোন ছায়া ছিলনা ,
সহী হাদিস দেবেন কি?
বন্ধু আমার প্রশ্নের জবাব না দিয়া আরো নতুন কাহিনি শোনাইলেন...
যেখানে সুরা কাহাফে ১১০ আয়াতে সরাসরি বলা আছে.... তার পরে হাদিসের কাহিনির কোন মূল নাই...
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু দুচারদিন অপেক্ষা কর , হাদিস বা নবীজীর বানী লক্ষাধিকের
উপরে হবে ঘেঁটে বের করতে হবে , আমি যা লিখি সত্য লিখি মিথ্যার কোন কারবার নাই , ধন্যবাদ
৯| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২১
নতুন বলেছেন: অপেক্ষায় থাকলাম.... বন্ধু...
লেখক বলেছেন: যুক্তি , বায়েজিদ বাঘের মত । আসলে বায়েজিদ কি বাঘ না মানুষ ।।
মানুষ হইলো আশরাফুল মাখলুকাত.... বায়েজিদ কে বাঘের সাথে তুলনা দিয়া কি তাকে উচু করা হইলো না নিচু করা হইলো...
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩১
নতুন বলেছেন: ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪ ০
লেখক বলেছেন: বন্ধু দুচারদিন অপেক্ষা কর , হাদিস বা নবীজীর বানী লক্ষাধিকের
উপরে হবে ঘেঁটে বের করতে হবে , আমি যা লিখি সত্য লিখি মিথ্যার কোন কারবার নাই , ধন্যবাদ
বন্ধু অপেক্ষা করতেছি কিন্তু এর রেফারেন্স না দিয়া আরো গাজাখুরী কাহিনি পুস্টাইতেছো...
১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: শালা কুরান হাদীস বিকৃতকারী ছাগল
এখন ব্লগের তথাকথিত মুসলমানরা কই গেছে? চোখের সামনে এতবড় বাটপার হাদিস কোরান বিকৃত করতেছে এখন আর কাউরে দেখি না।
এগুলার দেখি সবই হিপোক্রেট।
@নতুন ভাই, এইটা হইলো একটা ৫ পাশ ছাগল। এইটারে থাপড়াইয়া জায়গায় শোয়াইয়া লাথ্থানো দরকার!
১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৮
নতুন বলেছেন: ভাই তারা হেফাজতের মতন... ব্লগের নাস্তিক দাবড়াইয়া বেড়ায়... এই গুলান দেখার টাইম নাই...
উদাসী ভাই একটু মাধা ঠান্ডা কইরা কও...
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: এই ছাগলটা মেলা দিন ধইরা এমুন উল্টা পাল্টা পোস্ট দেয়। @ নতুন ভাই, ব্লগের হইছে কি! এইসব ছাগল না হয় ৫ পাশ, কিন্তু উচ্চশিক্ষিত পোলাপান যখন এই রূপ উল্টা পাল্টা পোস্ট দে্য তখন মাথা নষ্ট হয়ে যায়। মাথায় খুন চেপে যায় কই থিকা কি খাইয়া পাশ করছে এই সব হাদারাম গোয়ারগুলা!
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৯
নতুন বলেছেন: এই সমস্যা তো আমাগো দেশের বেশির ভাগ মানুষের ই... বাস্তবেই এই রকমের অনেক মানুষ আমারই আশা পাশেই আছে... আর ব্লগে তো থাকবোই...
আমাদের দেশের মানুষ পীর/বন্ধু/স্যারে/গুরুজী/নেতাজী/শশুরজী কি কইছে সেইটাই বিশ্বাস করে... নিজে খোজ নিয়া দেখতে যায়না...
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫২
উদাসী স্বপ্ন বলেছেন: পুরাই ফেডাপ! এই জন্যই দেশের সামগ্রিক অবস্হা এত খারাপ
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩
উদাসী স্বপ্ন বলেছেন: আপনের সেমি মুল্লা অপু কাউসার ছাগলাটার ছাগলামী দেইখা হাসতে হাসতে বাচি না। এই সব তো ইয়াবাখোর গো চাইতেও দিবাস্বপ্ন বেশী দেখে
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৫
নতুন বলেছেন: কিছুই করার নাই...
আগামী ১০০ বছরেও আমাগো চরিত্র পাল্টাবে বইলা আমার মনে হয় না..
১০০ বছর পরেও গুরুজী যা বলবেন... পীর যা বলবেন তাই নিয়া জজবা নিয়া সবাই ঝাপাইয়া পড়বে... নিজের ঘিলুটা ব্যবহার করবেনা...
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৭
নতুন বলেছেন: আমার দুইদিন অফ ছিলো... তাই অপু কাউসারের ব্লগে কমেন্ট করতেছিলাম... আর উনিও তাল গাছ ছাড়েনাই...
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: এসএম রায়হানের আপডেটেড ভার্সন। কুটিকালে তাল খাইতে খাইতে বড় হইছে মনে হয়
২০| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:০০
নতুন বলেছেন: এই রকমের দুই একটা সবথানেই পাওয়া যায়... আপনার আশে পাশেও খুজলে পাবেন...
ভাল থাইকেন... ঘুমাইতে গেলাম..
২১| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬
দিশার বলেছেন: এরা আসে বইলে আমরা একটু বিনোদন পাই। ৫ পাশ লোকজন এর কথা বাদ দেন নাহয়। ওই শিক্ষিত লিসনি ভাই ও , মৃত হোসেন (র) এর কাটা মুন্ডি কোরান তেলায়াত এর ঘটনা "বিসসাস" করে, তখন আর কি যুক্তি তর্ক করতে ভালো লাগে?
২২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: আপনের সেমি মুল্লা অপু কাউসার ছাগলাটার ছাগলামী দেইখা হাসতে হাসতে বাচি না। এই সব তো ইয়াবাখোর গো চাইতেও দিবাস্বপ্ন বেশী দেখে
২৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: নতুন বলেছেন: ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪ ০
লেখক বলেছেন: বন্ধু দুচারদিন অপেক্ষা কর , হাদিস বা নবীজীর বানী লক্ষাধিকের
উপরে হবে ঘেঁটে বের করতে হবে , আমি যা লিখি সত্য লিখি মিথ্যার কোন কারবার নাই , ধন্যবাদ
বন্ধু অপেক্ষা করতেছি কিন্তু এর রেফারেন্স না দিয়া আরো গাজাখুরী কাহিনি পুস্টাইতেছো..
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
রাজীব বলেছেন: এইটা নিয়া এত ঝগড়ার কি আছে??
মানুষ মাটির তৈরী।
বলুন তো আত্মা বা রূহ কিসের তৈরী?? নূরের তৈরী।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: কোন কৌতূহল থাকলে উত্তর দেওয়া হবে ।।