![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
স বাঙালি মুসলিম ভয় বাধা ভেঙ্গে , ঘরে আসার সময় যে হল
***********
বাংলাদেশ এর সংবিধানে দেশের নাম ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।। আর গন প্রজাতান্ত্রিক অর্থ কি > / এ
জানা চাই ।। গন অর্থ জনতা আর প্রজাতান্ত্রিক অর্থ জনগনের রায় ।
সরকার মানে জনগনের রায়ে নির্বাচিত সেবাদান কারী নেতৃত্ব ।।
আর বিশ্বে একমাত্র গনপ্রজাতান্ত্রিক ইসলামী মদিনা রাস্ট ব্যাবস্থা গঠন করেন , সর্বকালের শর্বশ্রেষ্ঠ উত্তম মহাপুরুষ আল্লাহর প্রিয় হাবিব নুর নবী হজরত মোহাম্মাদ সা ।।
১৪ শত বছর পূর্বে সেই মদিনা রাস্টের সংবিধান ছিল আল কোরআন ।।
আর নবীজী সা বিশ্ব শান্তি আনয়নে যে সংঘটন করেন তার নাম
ছিল হিলফুল ফুযুল বা শান্তি সংঘ ।।
শান্তি সংঘের যে সাংঘটনিক মুল কথা ছিল তা নিম্নে দেওয়া হল ।।
১ , বিসমিল্লাহির রাহমানির রাহিম ।।
২ , একে অন্যর সাহায্যকারী সব মানুষ ভাই ভাই
৩ , সুখে দুঃখে সব সময় একাত্মতার মাধ্যমে সেবা ও শান্তির লক্ষ্য মিলে মিশে কাজ করা এবং সর্বক্ষেত্রে আল্লাহর রাছুল সা
এর নির্দেশ পালন করা ।।
৪ , সম্মিলিত সিদ্ধান্তে যাকেই ইসলামের নেতা নির্বাচন করা
হোক তার সমিব্যাবহারে এক হয়ে কাজ করা ।।
৫, সেবা ও শান্তির লক্ষ্য যে যে ধর্মই পালন করুক , তাদের উপর
জুড় যুলুম না করা , বরং ইসলামের আদর্শ যদি কারও ভাল লাগে
তাকে কাল্মার দাওয়াত দেয়া এবং মুসলিম হিসাবে পরিপূর্ণ মর্যাদা দেওয়া ।।
৬ , আল্লাহ এবং রাছুল সা এর বিধান কোরআন এবং হাদিস মোতাবেক যে কোন ভেজাল বিশৃঙ্খলার সমাধান করা ।।
৭ , ভাল কাজে আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা ।।
৮ , শিক্ষা এবং নৈতিক আদর্শে উজ্জীবিত হওয়া ফরজ ।। যারা জানে আর যারা না জানে , জানা আলেম বা জ্ঞানি ব্যাক্তির নিকট
থেকে ছবক নেওয়া ফরজ । নবীজী শিক্ষা কে ফরজ ঘোষণা দেন ।। নবীজী বলেন বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতে
পবিত্র ।। যদি চিন দেশে যেতে হয় যাও তবু বিদ্যা অর্জন কর ।।
৯ , যুদ্ধ বিগ্রহে ক্ষতি গ্রস্থদের পাশে থাকা , মজলুম বা অন্যায় শোষক যালিম দের নিকট থেকে সাধারন নির্যাতিত মানুষ কে
বাঁচানো উত্তম , তোমরা শক্তি দিয়ে না পারলে অন্তত তোমাদের প্রভুর নিকট সাহায্য প্রার্থনা কর । আল্লাহ অবশ্যই ধরয্য শীল দের সাহায্য ও উত্তম রিজিকের ব্যাবস্থা করে ।।
১০ , তোমরা মসজিদ কে এবাদতের যোগ্য করে আল্লাহর নিকট
শয়তানের খারাবি থেকে পানাহ চাও এবং যিনা , মিথ্যা , চুরি ,
লোভ , হিংসা থেকে অন্তরকে কুলুষ মুক্ত রাখ ।।
বড়দের সম্মান কর , ছোটদের স্নেহ কর , প্রতিবেশিদের সাথে ভাল আচরন কর , ধনি হলে গরিবদের যাকাত দাও , অন্ন , কাপড় ও বাসস্থান দাও , এবং নিজেদের হাত কে ও যবান কে
অন্যায় অসত্য থেকে রক্ষা কর ।।
নবী পাক সা বলেন এসব চারিত্রিক গোনাহ বলি থেকে যারা বেচে
থাকবে তারাই আমার খাটি উম্মত এবং আমার সাথে জান্নাতে
প্রবেশ করবে ।।
চিন এর সংবিধানে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সা এর
কতিপয় অনেক বানী সন্নিবেশিত ।।
শুধু তাই নয় , জাতীয় সংঘের সংবিধানেও আমাদের নবী পাক সা এর বানী উল্লেখিত ।।
বিশ্বের প্রায় দেশ রাশিয়া মধ্যপ্রাচ্য সহ আরব অনেক রাস্ট আমাদের নবী পাক সা এর সংবিধান সম্মানের সাথে পালন করে ।।
বাংলাদেশ সংবিধানেও আমাদের নবী পাক সা এর বানী সন্নিবেশিত ।।
শুধুই আফছুস ধর্মান্ধরাই এসব দেখতে পায়না ।।
খ্রিস্টান এক লেখক বিশ্বের সর্বকালের ১০০ শ্রেষ্ঠ মহা মানব দের নিয়ে একটি বই বের করেন । তাতে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লাম এর নাম ১ নম্ভরে রাখে ।।
হায় মুসলমান জাতী তোমাদের অন্ধ চোখ কি আর ভাল হবেনা ।।
০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: মুসলমানদের আদর্শ আরবে নয় , আল্লাহ এবং রাছুলের বানী
জানা এবং মানা উত্তম , তা যে কোন দেশ আর যে কোন মানুষ
হোক ।।
বাঙ্গালী শতকরা ৯২ ভাগ মুসলমান ।।
অন্যান্য ধর্মের লোক যদি স্বাধীন ভাবে তাদের নিজস্ব ধর্ম পালন
করতে যদি তাদের কোন অসুবিধা সৃষ্টি না হয় , আমাদের বেলায়
এত দুর্ভোগ কেন ।।
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু ব্লগ
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলামী বিষয়ে জিজ্ঞাসা থাকলে উত্তর দেয়া হবে ।। লেখক
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
রাজীব দে সরকার বলেছেন:
অন্যান্য ধর্মের লোক যদি স্বাধীন ভাবে তাদের নিজস্ব ধর্ম পালন
করতে যদি তাদের কোন অসুবিধা সৃষ্টি না হয় , আমাদের বেলায়
এত দুর্ভোগ কেন
গতকালের খবরঃ
রামুর মতোই গুজব ছড়িয়ে বিক্ষোভ, ভাঙচুর, আগুনসাঁথিয়ায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা
এবছর ভাঙ্গা হয়েছে ৩৫০+ হিন্দু মন্দির এবং অসংখ্য বৌদ্ধ মন্দির
আপনার কি মনে হয় আল্লাহ এগুলা দেখে না?
আল্লাহ নিজেই এই পশুদের বিচার করবেন
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ এরা ধর্মান্ধ ছাড়া আর কিছু নয় ।।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:০৮
রাজীব দে সরকার বলেছেন:
আপনি সৌদি আরবে যান নে কেন ভাই?
এইখানে ল্যাদানোর দরকার দেখি না তো
ভালোবাসা টা বাংলাদেশের প্রতি রাখেন
সৌদির প্রতি না