![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
অলি আউলিয়ার পবিত্র ভুমি , কত সাধক এর উচ্ছ কেশ
বঙ্গবন্ধু , জেনারেল আতাউল গনি ওসমানী , শেরে বাংলার এই দেশ ।।
মাওলানা ভাসানী , তিতুমির , হাজি শরীয়ত উল্লাহ , মজনু শাহ ,
মেজর জিয়ার এই দেশ ।।
রবি ঠাকুরের সোনার বাংলা , নজরুলের ঐ বাংলাদেশ
জীবনানন্দের রূপসী বাংলা , জসিমুদ্দিনের পল্লী কেশ ।।
লালন সাই , হাছন রাজা , আব্দুল আলীম , আব্বাস উদ্দিন
কণ্ঠে তাদের দেশের চিত্র , আজও মন ভরে সেই সুরে বেশ
শাহ আব্দুল করিম , জালাল খা , শিল্পি জয়নুল আবেদিন ,
এস এম সুলতান এর আঁকা তুলির চিত্র আজও ফুটে সবিশেষ ।।
কত জাতীয় নেতার অগ্নি ভাষণ , আনল কেড়ে স্বাধীনতা
কত বীর শহীদ এর রক্তে মাখা বাংলাদেশের জন্ম কথা ।।
আর নয় সহিংসতা চাই শান্তি একতায় , অধিকার জনতার
আমরা বীর বাঙ্গালি অন্যায় এর নিকট চাইনা মাথা নোয়াবার ।।
©somewhere in net ltd.