নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

৩য় শক্তির উত্থান হোক , না পড়ে না বুঝে কমেন্ট করবেন না , জেনারেল বার্তা

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রাজ পরিবার শুধু ক্ষমতায় আসবে , এমন টি ইতিহাসে কোথাও নাই ।।

আমেরিকার প্রেসিডেন্ট লিংকন এত দরিদ্র ছিল যে ফুটপাতে

লাইট পোস্টের নিচে বসে লেখাপড়া করতেন ।।

চিনের কমরেড ও বিপ্লবী কবি মাওসেতুং প্রাথমিক জীবনে ফেরিওয়ালা ছিলেন এবং পড়ে চিন সমাজ তান্ত্রিক রাস্টের প্রধান হন ।

রাশিয়ার সমাজ তন্ত্রের পুরুধা জ্যাকব টলস্তয় ১ম জীবনে ফুটপাতে

বসে বাদাম বিক্রি করতেন ।।

ভারতের মুসলমান বাদশা নাসিরউদ্দিন টুপি বিক্রি করতেন এবং নিজে রান্না করে খেতেন ।।

আলজেরিয়ায় প্রেসিডেন্ট তৈয়ব নসর বখত ১ম জীবনে জুতা

সেলাই করতেন ।।

এবং বর্তমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট একজন গাড়ির চালক ।।

লন্ডনের রানী এলিজাবেদের দাদা ছিলেন একজন আইরিশ ঘোড়া সওয়ারি ।।

পৃথিবীতে এমন বহু নজীর আছে ।।

শুধু বাংলাদেশের ইতিহাসই একটু ভিন্ন ।।

যারা ক্ষমতায় যায় তারা তাদের মৃত বাপ দাদার অথবা স্বামীর ক্ষমতা লয়ে জনগনের রক্ত চুষে ।।

আমরা উভয় মহাজুট কে বয়কট করব , প্রয়োজনে গরীব , সৎ

এবং ন্যায় নিষ্ঠবান একজন কে ক্ষমতায় এনে সর্বদলীয় সরকার

ব্যাবস্থার রূপ রেখা বানান ।।

আমরা আর মিথ্যা প্রহসনে সহিংস আচরনে , ক্ষমতার লোভে

পশুর মত মানুষ হত্তা চাই না ।।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
প​ড়ি নাই, বুঝি নাই তাই কমেন্ট ও করিনাই ॥

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: হা ,হা, হা , অসাধারণ , বেশি বুঝলে গ্রেফতার আতংক ,
যত সব ছাইমছার কথা আর এসব ভাললাগেনা ।
আমরা মুক্ত , আমরা স্বাধীন শুভকামনা ।।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

কিরিটি রায় বলেছেন: শূরুটা কি করেছেন?

তো হয়ে যাক। নতুন দিনের স্বপ্নে নতুন বিপ্লবের ক্ষন গোনা!!!!!!

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: জনতার অধিকার কোথায় ?
*********** পরিবেশ বন্ধু


যুগে যুগে মানব অধিকার প্রতিষ্ঠায়
দিয়েছে বুকের রক্ত ঢেলে
স্বাধীন ভাবে বাচার স্বপ্নে
শোষক , যালিম দের গেল পদ ধলে ।।
অন্যায় ক্ষমতার নখরে
যাদের রক্তের দাগ লাগে শকুনের মত
হিংশ্র , হায়েনা সেজে ভাঙে সমাজ
মানবতা হয় খুন ,যুলুমে ক্ষত বিক্ষত
দাও আজি তাদের নষ্ট বিবেকে আগুন
মিথ্যা প্রহসনে নিরপরাধের হয় কারাগার
দখল আর লোভের পাল্লায়
মজলুমের বুকে করুন আর্ত চিৎকার ।।
যারা খেটে খায় , অভাব কত রয় ,
জুটেনা দুবেলা অন্ন ,একটু , টাই , আবাসন
ক্ষমতায় বসে তাদের বুকেই চালায় গুলি
মানুষ নামের হিংশ্র পশু এরা দখল লয় সিংহাসন ।।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

দেওয়ান-এ-রাসুল বলেছেন: তৃতীয় শক্তি = {টোটালিটি - (ক্যান্টনমেন্ট+ মাদ্রাসা,মৌলবাদী ইত্যাদি)} হলে ঠিক আছে।

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: মৌলবাদী এবং সাম্রাজ্যবাদি নিপাত যাক ।।
হুসিয়ার বিজয় আসুক জনতার
বাঙ্গালী সব এক হও
আমরা স্বাধীন আমরা মুক্ত , দূর হোক মিথ্যাচার ।।
মন্তব্য ধন্যবাদ

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

ইদানীং আমরা বলেছেন: ১ম প্রেসিডেন্ট কি লিংকন? না ওয়াসিংটন
sorry, if i'm wrong.

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

পরিবেশ বন্ধু বলেছেন: জেনে রঙ না ডং
এমন কোন এক সময় আসবে যে মিথ্যা কে যাদুঘরে দেখবে ।।
মন্তব্য ধন্যবাদ ।।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: রাজ পরিবার শুধু ক্ষমতায় আসবে , এমন টি ইতিহাসে কোথাও নাই ।।
আমেরিকার ১ম প্রেসিডেন্ট লিংকন এত দরিদ্র ছিল যে ফুটপাতে
লাইট পোস্টের নিচে বসে লেখাপড়া করতেন ।।


পয়লা প্রেসিডেন্টের নাম লিংকন না রে, জর্জ ওয়াশিংটন। কুন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো রানা?

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , বিসিএস ক্যাডার হয়েও একটু আধটু ভুল খাই ।।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: বিচিএ ক্যাডার?পোস্টিং কুনে? গুলিস্তান টাট্টিখানার অফিসের পেশকার না সুবেদার?

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: কবিগনের জ্ঞান সরাসরি আল্লাহর দান , কোরআন এর একটি সুরা র
নাম আশুরা বা কবিগন ।।
স্বয়ং নবী পাক সা কবিগন কে মর্যাদা দেন ।।
১ম খলিফা এবং নবীজীর বাল্য বন্ধু ছিলেন কবি ও সুবক্তা ।।
আপনি যা লিখলেন তা আপনার নিজস্ব মনগড়া ।।
কবিদের বা লেখকদের কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র
হাদিস ।।
দু একটা কবিতা বা রচনা লিখলেই কবি হওয়া যায়না ।।
আল্লাহ বলেন আল্লামা বিল কালাম , অর্থ আমি তোমাদের কলমের
মাধ্যমে শিক্ষা দিয়াছি ।।
কবিগন যদি না লিখতেন পৃথিবীতে জ্ঞান আস তনা ।। কবি জুল
বার্ন ৩০০ বছর আগে লিখেছেন সাইঞ্চ ফিকশান চাদে অভিযান
অথচ তার লিখা ফলো করে বিজ্ঞানিরা টিক সেই ভাবে চন্ত্র বিজয়
করে ।।
কবি নজরুল ১০০ বছর আগে লিখেছেন বিশ্ব জগত দেখব আমি
আপন হাতে মুটুঁয় পুড়ে ।।
বর্তমানে বিজ্ঞানের সেই অবদান আমরা দেখি ,মুটু ফোন বা ল্যাফটবের
মাধ্যমে ।।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: দশম জাতীয় নির্বাচন এবং মুক্ত মতামত চাই , গনমাধ্যম হোক নিরপ্রেক্ষ ।।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৪ |
শেয়ারঃ
0 0

একটি মতামত
***********

সংসদীয় স্থায়ী কমিটি ভেঙে , জাতীয় দশম সংসদ নির্বাচনের জন্য
সংসদীয় সর্বদলীয় অভিবাবক সরকার আসবে ।।
যারা নিরপ্রেক্ষ ভুমিকা পালন করবে , তারা নির্বাচনে অংশ নেবেনা ।।
নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করবে , প্রয়োজনে অভিবাবক
সরকারের সহযোগিতা ও পরামর্শ ক্রমে , শান্তি শ্রিংখলা প্রতিষ্ঠার লক্ষ্য , সেনাবাহিনী এবং সকল আইন শ্রিংখলা বাহিনী কে নির্বাচন
উত্তর সময়ে মাট পর্যবেক্ষণ ও শান্তি আনয়নে তাদের হস্তক্ষেপ কামনা করবে ।।

রাস্টপতি বা প্রধান মন্ত্রী , উক্ত অভিবাবক সরকারের প্রধান হিসাবে
নিরপ্রেক্ষ ভুমিকা পালন করবে ।।
নির্বাচন তপশীল গেজেট আকারে যে কোন সময় ঘোষণা দেবে ।।
এবং নির্বাচনী আচরন বিধি সহ বাংলাদেশের যে কোন দল
কে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের বৈধ দলীয় ডকুমেন্ট বা দলিল চাইবে ।।

প্রিয় বন্ধুগন কৌতূহল জাগে অনেক , তাই মুক্ত মতামত চাই ।।
সংবিধিবদ্ধ সতর্ক , কাউকে গালি দেবেন না , সুচিন্তিত মতামত
হোক জাতীয় ঐক্য ।।

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

হাতীর ডিম বলেছেন: রাজপরিবারে ভালো লোক জন্মাইলেও কি তারে টাইন্না নামানি ফরজে আইন?

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

পরিবেশ বন্ধু বলেছেন: হুম তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.