নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

উকিল মিথাবাদি দের মুখে সত্য কবিরা পশ্রাব করে ।।

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

উকিল মিথ্যাবাদিদের মুখে সত্য কবিরা পশ্রাব করে

************ কবিগনের জ্ঞান সরাসরি আল্লাহর দান , কোরআন এর একটি সুরা র

নাম আশুরা বা কবিগন ।।

স্বয়ং নবী পাক সা কবিগন কে মর্যাদা দেন ।।

১ম খলিফা এবং নবীজীর বাল্য বন্ধু ছিলেন কবি ও সুবক্তা ।।

আপনি যা লিখলেন তা আপনার নিজস্ব মনগড়া ।।

কবিদের বা লেখকদের কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র

হাদিস ।।

দু একটা কবিতা বা রচনা লিখলেই কবি হওয়া যায়না ।।

আল্লাহ বলেন আল্লামা বিল কালাম , অর্থ আমি তোমাদের কলমের

মাধ্যমে শিক্ষা দিয়াছি ।।

কবিগন যদি না লিখতেন পৃথিবীতে জ্ঞান আস তনা ।। কবি জুল

বার্ন ৩০০ বছর আগে লিখেছেন সাইঞ্চ ফিকশান চাদে অভিযান

অথচ তার লিখা ফলো করে বিজ্ঞানিরা টিক সেই ভাবে চন্ত্র বিজয়

করে ।।

কবি নজরুল ১০০ বছর আগে লিখেছেন বিশ্ব জগত দেখব আমি

আপন হাতে মুটুঁয় পুড়ে ।।

বর্তমানে বিজ্ঞানের সেই অবদান আমরা দেখি ,মুটু ফোন বা ল্যাফটবের

মাধ্যমে ।।

কবি ও সাধক.

এম , জি , আর , মাসুদ রানা.

কবি সমাজ বাংলাদেশ.



***************

এস তবে জ্ঞানের প্রদীপ জ্বালি খোদার রহমতে.

যার ক্ষুত্রতের শেষ সিমা নেই ব্রহ্মাণ্ড এ জগতে.

তারি নিকট জ্ঞান গুনের রত্ন ভাণ্ডার কত রয়.

এ দান যার মগজে আসে সেই জগতে ধন্য হয় ।.

কবি কহে হে দয়াময় দাও সে জ্ঞান কল্যাণে.

মানব মুক্তির দিক চিনাও আজ সত্য মহৎ সন্ধানে.

পথহারা সব চিনতে তোমায় ভুল করে রয় আধারে.

দাও জ্বালিয়ে জ্ঞান প্রদীপ ভাঙতে ভান্তি বাধা রে.

সেই সে পথের অভিযাত্রী কর হে দয়াময়.

যে পথ শত পুন্য ভরা যারা তোমার প্রিয় হয় ।.

লেখক কবি সাহিত্যিকেরা হচ্ছেন সমাজের পরিচ্ছন্ন আলোর দিশারী ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: কবিগনের জ্ঞান সরাসরি আল্লাহর দান.....

সুবানাল্লাহ্....

০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা , জগতে কবি নামক কোন সাবজেক্ট নাই
যুগে যুগে তারা আল্লাহর পক্ষ থেকে আসে
জ্ঞানের প্রদীপ জ্বেলে থিমির অন্ধকার নাশে
মানব ও সমাজের দেখায় দিক নির্দেশ , তাদের বিদ্যাফুল মোরা পাই ।।
ধন্যবাদ কমেন্টে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.