নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সনেট কবিতা , বাংলার হৃদয় ।। <><>।।

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সনেট কবিতা , বাংলার হৃদয় ।।

********* পরিবেশ বন্ধু

বাংলার চেনা মুখ [সনেট

মোহাম্মদ মাসুদ মিয়া শাহি





ঊষার আকাশে ফুটে উটে রাঙ্গা রবি

সবুজ এক দেশ যেন শ্যামল ছবি ।

মাটে মাটে দুলে কত সোনার ফসল

গাছে গাছে ফুলে ফলে রঙ্গিন চিত্রল ।

হাজার শাখা নদী বয় আপন বেগে

সুর তুলে মাঝি গায় ভাটিয়ালী রাগে ।

মাটি খুঁড়ে কৃষাণ সোনার স্বপ্ন বুনে

রাখাল বাজায় বাঁশি হাসি আর গানে ।



এদেশের রুপ দেখে দুচোখ জুড়ায়

শান্তির অমিয় সুধা নদী বয়ে যায় ।

বিশ্ব মাঝে গৌরবের এদেশ আমার

কত মমতায় গড়া নেই জুড়ি তার ।

এদেশের বিরুচিত ইতিহাস গাঁথা

শেষ নেই তাই জানি এত রুপকথা ।





মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আলোর পরী বলেছেন: বাহ , চমৎকার , সুখপাঠ্য এক কবিতা ।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আলোর পরি , তোমার নামটিও আসলে বিচিত্র , মন্তব্য
অনেক অনেক ধন্যবাদ ।।

২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

এহসান সাবির বলেছেন: সনেট ভালো হইছে।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: যে কোন দিন চাএর দাওয়াত রইল
কমেন্ট এ ধন্যবাদ ।।

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার বই
*************
তুমি স্বপ্ন চুর
************
রচনা , এম , জিল্লুর রহমান মাসুদ মিয়া শাহি ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: দেব হৃদয় এস বধূ সাজে
********** পরিবেশ বন্ধু

যদি মঞ্চায় উড়ে এস দেশে
হাওয়ার কাপন লাগবে কেশে
চাঁদের জোছনায়
গভীর মমতায়
এই মন মিশে যাবে ভালবেসে ।।

আর যদি একবার বল আসি
রাঙা বধনে ফুটাব সে হাসি
হাওয়ার দোলায়
সাজিয়ে তোমায়
নেব আপন মাঝে কয়ে ভালবাসি ।।

এত কথামালা , এত সুরের ঢেউ
সবি তোমায় দেব , জানবেনা কেউ
থাকবে সে ইতিহাস
জগতে বারমাস
এস হে প্রিয় , রাঙা বধূ সাজে লক্ষ্মী মৌ ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: পুস্প কাননে ঐ আঁখি ভেসে যায়
********* পরিবেশ বন্ধু কবি

পুস্প মল্লিকার রাঙা এ অধরে
লাগে কত ভাল মোহনীয় নজরে
ছুটে যায় পত্র সখিগনের কুপায়
স্মৃতিরা দেয় নাড়া কত মমতায়
জড়িয়ে কুসুমের নন্দিত মালারে ঐ

আকাশের যত মেধ মিতালি গড়িয়া
দেয় কত সুখ বৃষ্টি যাছিয়া
বিরহি এ মনে সুভাসও ঝরেরে ঐ

মধু লগনে প্রিয়মুখ ছায়া হয়
পুস্প কাননে দুটি আখি মিশে রয়
তবু মন অনুক্ষন সেথা যায় ওরে রে ঐ ।

১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: তুমি স্বপ্ন চুরি করেছ
********* পরিবেশ বন্ধু
যে কোন সময়ে সে আসবে , আসবে সে প্রতিক্ষা অবসানে
যে মোর নিয়ে গেল হৃদয় চুরি করে
নিরব ও নিলয়ে , চাঁদের জোছনায়
জড়িয়ে আমায় , ভেঙে দিয়েছিল ঘুম বাসর ও বাধনে ।।
তাড়িয়ে বেড়ায় সেই সে ক্ষন ,
ফুলের সুভাসে কানন ও সাড়া
এত ভাল লাগা সেই মধু লগন
দিয়েছিল কিছু সুখ অন্তর জুড়া
জগতের যত সৃজন ও সাজ , দিয়েছিল প্রজাপতির ঘোমটা খুলে
সন্ধ্যা তারায় নিবু নিবু আলোয়
জোনাকির ঝিলমিল , লভে চেনামুখ
সাজায়ে তারে ছুয়ে ছুয়ে , কাননের ফুল দিয়েছিল পাপড়ি মেলে ।।
আজও কত প্রহর , গুনে গুনে কুড়িয়ে টিপ নীল আকাশ থেকে
তার কপালে দেই কত আল্পনা এঁকে
মেঘের রাজ্য থেকে স্বপ্ন চুরি করে
এই মনের ঘরে কর বসবাস , হে প্রিয় এস নীড়ে খুজে আমাকে ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: আনন্দের ভেলায় চড়ে
****** পরিবেশ বন্ধু

আজ মনে হল জগতের সব আনন্দ এসে
ভিড় জমেছিল শেয়ার হল কারও সনে
/ বড় আভিমান নিয়ে রিকশায় চড়ে,
হাওয়া খেতে বেরুলাম ঢাকার রাস্তায়
কত যে চিত্র আঁকা হল শুধু নয়নে ।
, উল্লাসে মেতেছিল যত তারুন্যর দল
, অবাক চাহিয়া ভাব ভঙ্গিতে নানান মননে
হয়েছিল সাড়া উল্লাসে কত প্রেমিক যুগল ।।

হাজার স্বপ্নে আঁকা মানুষের ভিড়ে
ছুঁয়ে ছুঁয়ে মন তবু এ লগন
এঁকেছিল অনিন্দ্য মনোরম ছবি
দৃশ্যপটে যা কিছু রয় , অলক্ষ্য ভরে
স্বাধীন নজরে চিত্ত মোহিত সঞ্চয়ে
আনিল কিছু সুখ হৃদয়ে কবি ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:১২

পরিবেশ বন্ধু বলেছেন: পত্র গিতি
********

ছবি ও কথা কয় মনের ভাষায়
ভেসে থাকে আঁকা হয়ে আঁখি গঙ্গায়
যদি তাই হবে
মিশে রব তবে
ছবির ফুল ফুটানো মধু মমতায়
তাই দেখি আজ
মায়াবি সাজ
প্রেম আর বিরহে আমাকে ভাবায়
তার ছবি বুকে
যে মোরে ডাকে
এখনও সাড়া পাই স্বপন ও বেলায়

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: প্ত্র ১

অনেক অজানা রহস্য
মাঝে মাঝে জানান দেয় মনে
কিছু স্মৃতি আধারে ডেকে যায়
আর কিছু থাকে স্মরণে
যদি আসিবারে ফিরে
দেখার যে নেই শেষ
নজরে কার ছবি এসে তব ভিড়ে
এঁকে রাখি তাই হৃদয়ে বেশ ।।
বুকের যত সঞ্চিত কথা
শুধু প্রিয় বন্ধুকেই বলা যায়
আশার প্রদীপ জ্বেলে
কিছু সুখ মিলে তার ঠিকানায় ।।

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
হোয়াস্সাপ বন্ধু ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.