![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
*** : আমি কে
মাসুদ রানা
বিশ্ব বুকে আমি সিংহ গর্জন ,ঘুমিয়ে ছিলাম বহুকাল
কেন অহং এর পিচাশ থাবায় আবার জাগালে আমায় ,
ভুলোকে গোলকে কাঁপিল পুলকে
অশান্ত বসন্ত বাতায়ন
মিছিল মিটিং এর বিপ্লবি রুপায়ন ,একি থরথর ভাঙ্গে শোষকের
উচ্ছন্ন সিংহাসন /
প্রলয় নৃত্য ভেঙ্গে নব জাতকের আহবানে
অনিয়ম উশ্রিংখল পদ ধলে
নতুন পৃথিবীর জয় কেতন ওড়াই মহা কৌশলে ।
আমি বিধাতার উগ্র নিঃশ্বাস প্রলয়ংকর রুদ্র ছায়া , নিহারিকা
নব দিপ্ত বিস্ময় জ্যুতি , তারুন্যর হোলি সুর সিন্ধু
আমি সকল জাতীর বন্ধু ।
আমি কভু উচ্ছাস , জনতার তেজ দিপ্ত কণ্ঠ ,
শোষক স্বার্থান্বেষীর ভয়ংকর ন্যায়দণ্ড ।/
আমি নব যৌবন প্রেমাস্পদ , চঞ্চলা হরিনির কণ্ঠ শৈলী ,কুসুম
কোমল শান্ত ধীর অশ্রু জল ।
কভু প্রচণ্ড সাগ্নিক পদ পিষ্ট করি ভয়ংকর বেঈমান ও ভণ্ড ।
আমি কৃষ্টি , সৃষ্ট স্রষ্টার অজর অমিয় দ্বারা ,
স্বপ্ন বিলাস , উদঘাটন , আশা ,
দৃশ্য ছবি , সংবাদ , সংঘটক , সমাজ কল্যান , সাহিত্য , নাটক ,
প্রেয়সির সুপ্ত বন্ধন
উপাড়ি যত শৃঙ্খল
ভাঙ্গি মিথ্যা জেলের ফটক ।
আমি শমসের শেরে খোঁদার , মসজিদ ,উপাসনালয়ের পুস্পাঞ্জলি
কভু হুহু রবে তুলি ঠান
ত্রাসে কাঁপে পবিত্র হৃদয়ে খোঁদার আসন
আমি অনির্বাণ বিশ্ব অশনি সংকেত কৃষ্ণ শ্যাম বাঁশরীর উত্তাল মহা ভেরী
আমি সর্ব ভোলকে নিমিষে সহসা সঞ্চারী ।
যুগে যুগে প্রলউল্লাস কীর্তিনাশা বৃত্তে জাগ্রত বর্ণীল বিশালতায়
আমি নিরবধি সোচ্চার প্রচণ্ড উম্মাদ উসশ্রিংখলতায় ।
আমি মহা রাজ ধি্রেশ্বর স্বর্গ শিশু
সমস্তের মমতা ছবি
সব হৃদয়ে আমার বসবাস
এক পরিবেশ বন্ধু কবি
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: অভি কে , তারে চিনিনা , সে একটা ফটকাবাজ
মন্তব্য ধন্যবাদ ।।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: প্লিজ কাউকে ব্যাক্তিগত আক্রমন করে বন্ধুত্ব নষ্ট করবেন না ।
ধন্যবাদ ।।
২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
প্যাপিলন বলেছেন: পরিবেশ বন্ধুর মধ্যে নজুরুল নেমে এসেছে এ কবিতায়, যে প্রলয় আর প্রেমের আহ্বান কবিতায় ফুটে উঠেছে তাতে সংলাপ সফল হতে বাধ্য
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ++++++++
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩
আমিই মিসিরআলি বলেছেন: জ্বালাময়ী দৃঢ় আহবানে
একজন কবিবন্ধু পরিবেশের
অসাধারণ
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ '''''''''' +
৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিই ফটকাবাজ স্বপ্নবাজ অভি ! চিনিছেন ? আমিও আপনার মত ব্লগ দিয়ে ইন্টারনেট চালাই।
১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
শাহরিয়ার খান রোজেন বলেছেন: কি চলতাছে এইখানে??
৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি চালাইয়া যান । আমি আছি আপনার সাথে । এইসব সংকলন বঙ্কলন কখোনই গুনী লেখকদের সম্মান করে নি । রবীন্দ্রনাথের নাম কি কখনো কোন সঙ্কলনে এসেছে ???
আসেনি তো। তাতে কি হয়েছে ?? উনিই তো এক নাম্বার কবি ।
আপনার কবিতা সঙ্কলনে আসুক বা নাসুক , আপনিই হচ্ছেন এক নাম্বার ওহ স্যরি দুই নাম্বার কবি ।
পোস্টে ধন্যবাদ ।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
হাসান মাহবুব বলেছেন: হে কবি, আপনিই সেরা। কিন্তু স্বপ্নবাজ অভি ছোকড়াটা আপনার কবিতা সংকলনে দেয় নাই। আমি খুবই দুখী হয়েছি।