নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কবিতা , দৃষ্টি সুখের দৃষ্টি

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

কবিতা ও দর্শন , সমাজের দর্পণ ।।

*************সৃষ্টি সুখের দৃষ্টি

**********পরিবেশ বন্ধু কবি







আজ ভাষারই বাধ ভেঙ্গে যায়

সৃষ্টি সুখের উল্লাসে

আর যত রয় সফলতা

হৃদয়মাঝে ভাব আসে

তার কুটিরে দেখতে যে পাই

ঈশ্বরের ঐ সিংহাসন

দৃষ্টি পাতে সৃষ্টি হাসে

সজীব করে দুনয়ন ।।

বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যত রহে রহস্য

জ্ঞান তাপস জটর ছিরে

অগ্নি গ্রাসে সর্বনাশে

ঘুম্র জাল গ্রাসে শীরে ।

আকাশ মাটি ভেদ করে

তরুর বুকে সমর হানে

ঐ তুফানে বজ্রাঘাতে

আগ্নি বায়ু তূর্যনাদে প্রলয়ভেরি ঘূর্ণি বানে ।।

সপ্ত আকাশ ভেদ করে আলোকজ্যুতি

নব নব বার্তা লয়ে মুহূর্ততায় দিপ্ত ক্ষনে

ঘেয়ে আসে প্রলয় নাছন মহাশুন্য অভিমুন্য

রহস্যতার জটর ছিরে তাই সরবে দৃশ্যায়নে ।।

অজানারই জ্ঞান রাশি

নিত্য ভাসি

ফুটায় হাসি দিক দিগন্তের দোয়ার খুলে

অস্তিত্তের এক জাগরনে , আপন মনে বিশ্বগ্রাসি ।।



কালছায়ায় নিহারিকা , ইন্ত্র হতে চন্দ্রমুখে

সর্বনাশের দর্প চুষে

তার ছায়াতে যায় সে মিশে

অরুন রবির করুণ জ্বালা জগত মাঝে অগ্নিরোষে ।

মঙ্গলেরই পিষ্টে বসে

ভূমণ্ডলের এঁকে ছবি নভোযানে

দূর সন্ধানে হানে আঘাত

বিজ্ঞানেরই মন্ত্রনা সে বিবেকবানে ।।

মস্ত রঙিন পাখনা মেলে

সব হৃদয়ে লভে আসন পরে বসন

লৌহরাঙা মুক্ত নাঙ্গা খড়গ লয়ে

বীর বিজয়ে ওড়ায় নিশান এই কবি মন ।

ব্রহ্মাণ্ড জুড়ে ক্ষনে ঘুরে

নিমিষে বিচরন করে আধার ছুঁয়া শুন্য সাকি

তার সে খেয়াল জয় করে যায়

সাড়া সৃষ্টির অস্তিত্ব জুড়ে

এই সে কবির তৃতীয় আঁখি ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

ধূর্ত উঁই বলেছেন: কবির তৃতীয় আঁখি ? দারুণতো বন্ধু। আমার ব্লগে দাওয়াত । :)

১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.