নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কবিতা , অনির্বাণ শিখা , প্রলয় ভেরী ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

প্রলয় ভেরী

************** পরিবেশ বন্ধু কবি



বিশ্ব ব্রহ্মাণ্ডের শত লক্ষ আলোক বর্ষ ভেদে

মম প্রান উল্লাসে

আজি মহাপ্রলয় গ্রাসে

ঐ বিনাশি ভয়ংকর অশনি সংকেত তূর্যনাদে

হানে ঘূর্ণি অশান্ত বজ্র ঘাত মাটির অরণ্য ত্রাসে

সাগর সৈকত উত্তাল

নামে অন্ধকার ভয়াল

ধংশের বিস্ফোরণ ধরণীর বুকে নেমে আসে ।।



বাধ ভাঙা উদ্ধাকাশে তারকারা আলোক উজ্জ্বল

চাঁদের গাঁয়ে রবির ছায়া

আবীর নাঙ্গা বাড়ায় মায়া

যৌবনা নদীর বুকে হিংস্র শ্রূতের জল টলমল ।।

ভাঙে চর এর কুল বিনাশী জল তরঙ্গে

টেউ এর দুলায়

নিত্যবধি ঘূর্ণি ফেনায়

মাটির সে ক্ষয় , ঐ বিনাশি নাছে অঙ্গে ।।



সিন্দু হতে বিন্দু জলে মেঘ এর ভেলা ভেসে বেড়ায়

দিগ দিগন্তে মহাশুন্য

চক্রবধি বিচ্ছুরনে অভিমুন্য

প্রক্রিতিরই বজ্রাসনে আকাশ মাটির মিলন ঘটায় ।।

কার সে ছায়া সর্বলোকে দর্পণ হয়ে আঁখির মাঝে

ফুঁটায় ভাষা বৈচিত্র্যময়

দোদুল দুলে বর্ণীলতায়

রহস্যর জটর খুলে অগ্নিরোষে সেই ধামামা কানে বাজে ।।



মস্ত বাধা ভয়ংকরের ছিন্নমুলে ধংশ দেখে হাসে ঈশ্বর

মম কেশে কুঞ্জ রাশি

বাজল রোধন সর্বনাশী

কোন বেশে তার হয় আবির্ভাব সকল শক্তি গ্রাসে অন্তর ।।

এম , জি , আর মাসুদ রানা ।। কবি ও সম্পাদক ।।

রচনা , মিরপুর ঢাকা ১২ ১৬

১১ / ১২ / ২০১৩ ইং ,

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

সপন সআথই বলেছেন: bah, vison valo legeche lekhoni. kobir ei lekhar proti amr valolaga janiye gelam

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.